Lata Mangeshkar Letter: 'আপনার সন্তান...', নরেন্দ্র মোদির মা'কে গুজরাটিতে চিঠি লিখে কী বলেছিলেন লতা?

Last Updated:

হীরাবেনকে গুজরাটি ভাষায় চিঠি লিখেছিলেন লতা মঙ্গেশকর (Lata Mangeshkar Letter)।

Lata Mangeshkar Letter
Lata Mangeshkar Letter
#মুম্বই: লতা মঙ্গেশকরের মাতৃভাষা ছিল মরাঠি। কিন্তু তিনি প্রায় ৩৬টি ভাষায় গান গেয়েছেন। হিন্দির পর সবচেয়ে বেশি বাংলা এবং তার পর মরাঠি ভাষায় গান রয়েছে সুরসম্রাজ্ঞীর। জানা যায়, তিনি জীবনে প্রথম গুজরাটি ভাষায় একটি চিঠি লিখেছিলেন (Lata Mangeshkar Letter)। এবং সেটি লিখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেনকে (Lata Mangeshkar Letter)। ২০১৯ সালে দ্বিতীয়বার সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যখন নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখন হীরাবেনকে গুজরাটি ভাষায় চিঠি লিখেছিলেন লতা মঙ্গেশকর (Lata Mangeshkar Letter)।
গুজরাটি ভাষায় লেখা চিঠিতে লতা হীরাবেনকে লিখেছিলেন, 'শুভেচ্ছা আপনার ছেলে ও আমার ভাইকে, ঈশ্বর রামের কৃপায় ফের একবার উনি প্রধানমন্ত্রী হয়েছেন। আমি আপনার ও নরেন্দ্রভাইয়ের সাধারণ জীবনকে কুর্নিশ জানাই। শুভকামনা জানাই প্রহ্লাদভাই ও পঙ্কজভাইকে (মোদির দুই ভাই) এবং আপনার গোটা পরিবারকে। ঈশ্বরের কাছে আপনাদের দীর্ঘায়ু কামনা করি। আমি প্রথমবার গুজরাটিতে লিখছি, কোনও ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন।'
advertisement
আরও পড়ুন: ভারতরত্ন লতা মঙ্গেশকরের প্রয়াণ, শোকবার্তা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর
রবিবার ৯২ বছরে প্রয়াত হন লতা মঙ্গেশকর। সুরের রানির প্রয়াণের পরই গুজরাট সরকারের পক্ষ থেকে এই চিঠি প্রকাশ করা হয়। গত প্রায় একটা মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সুরসম্রাজ্ঞী। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তার সঙ্গে ছিল নিউমোনিয়ার সমস্যাও। চিকিৎসকা বারবার জানাচ্ছিলেন, সেরে ওঠার আপ্রাণ চেষ্টা করলেও বয়সের কারণে সেরে উঠতে সময় লাগছে তাঁর। কিন্তু শেষ রক্ষা হল না। বিরানব্বই বছর বয়সে চলে গেলেন লতা মঙ্গেশকর।
advertisement
advertisement
আরও পড়ুন: 'দিদি ও আমি, চিরকাল একসঙ্গে থাকব', ছোটবেলার ছবি পোস্ট ভারাক্রান্ত আশা ভোঁসলের!
গতকাল গায়িকার মৃত্যু ভারতের সংস্কৃতি জগতে তৈরি করেছে এক শূন্যতা। আর এই শূন্যতা কোনওদিন পূরণ হবে না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সুরসম্রাজ্ঞীর প্রয়াণের খবরে ব্যথিত প্রধানমন্ত্রী ট্যুইট করে জানান তিনি নির্বাক। মোদি লিখেছেন, 'আমি আমার ব্যথার কথা বলে প্রকাশ করতে পারব না। দয়ালু এবং যত্নশীল লতা দিদি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তিনি আমাদের দেশে একটি শূন্যতা রেখে গেলেন যা পূরণ করা যাবে না। ভবিষ্যত প্রজন্ম তাঁকে ভারতীয় সংস্কৃতির একজন অকুতোভয় হিসেবে মনে রাখবে। তাঁর সুরেলা কণ্ঠে মানুষকে মন্ত্রমুগ্ধ করার এক অতুলনীয় ক্ষমতা ছিল।'
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Lata Mangeshkar Letter: 'আপনার সন্তান...', নরেন্দ্র মোদির মা'কে গুজরাটিতে চিঠি লিখে কী বলেছিলেন লতা?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement