জেলে অসুস্থ লালুপ্রসাদ, ভর্তি হাসপাতালে

Last Updated:

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আর.জে.ডি. প্রধান লালু প্রসাদ যাদব হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাঁকে রাঁচির রাজেন্দ্র ইন্সটিটিউট অফ মেডিক্য়াল সায়েন্স (RIMS) এ ভর্তি করা হয়

#রাঁচি :  জেলের ভিতরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন আরজেডি প্রধান  লালু প্রসাদ যাদব ৷  শনিবার তাঁকে রাঁচির রাজেন্দ্র ইন্সটিটিউট অফ মেডিক্য়াল সায়েন্সে ভর্তি করা হয়েছে ৷
সূত্রের খবর, শনিবার সকালে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি ৷ এরপরই তাঁকে  RIMS-এ ভর্তি করা হয় ৷  লালু প্রসাদ যাদবের সঙ্গে  হাসপাতালে রয়েছেন ছেলে তেজস্বীপ্রতাপ ৷  অপরদিকে, বাবার অসুস্থতার খবর পেয়ে পাটনা থেকে রাঁচির উদ্দেশে রওনা দিয়েছেন লালুর বড় ছেলে তেজপ্রতাপ ৷ তাঁর অসুস্থতার সঠিক কারণ এখনও জানা যায়নি, চিকিৎসকেরা আশঙ্কা করছেন লালুপ্রসাদের শরীরে একাধিক রোগের সংক্রমণ থাকতে পারে ৷
advertisement
প্রসঙ্গত,  পশুখাদ্য কেলেঙ্কারিতে অভিযুক্ত লালু বর্তমানে বিহারের বিরসা মুণ্ডা জেলে ছিলেন ৷ সেই সময়ই অসুস্থ হয়ে পড়েন তিনি ৷ মূলত পশুখাদ্য কেলেঙ্কারিতে অভিযুক্ত লালুপ্রসাদ, জগন্নাথ মিশ্র সহ ৩১ জনের বিরুদ্ধে সিবিআইয়ের বিশেষ আদালতের আজ রায় ঘোষণা করার কথা ছিল ৷ কিন্তু রায় দান ১৯ মার্চ পর্যন্ত স্থগিত রাখা হয় ৷ সিবিআইয়ের বিচারকের দুদিনের ট্রেনিং থাকার জন্যই রায়দান পিছিয়েছে ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
জেলে অসুস্থ লালুপ্রসাদ, ভর্তি হাসপাতালে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement