Lalu Prasad Yadav: হঠাৎ সভার মাঝে মমতাকে নিয়ে এ কী প্রশ্ন করে বসলেন লালু প্রসাদ যাদব? চমকে গেলেন সবাই!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Lalu Prasad Yadav: সনিয়া গান্ধি, রাহুল গান্ধি ও সীতারাম ইয়েচুরির সামনেই এমন অস্বস্তিকর প্রশ্ন করে বসেন আজ লালু প্রসাদ যাদব। লালুর এমন কথায় হতচকিত হয়ে যান বাকিরা।
বেঙ্গালুরু: পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে বাম-কংগ্রেসের তীব্র আক্রমণ কেন? সূত্রের খবর, সনিয়া গান্ধি, রাহুল গান্ধি ও সীতারাম ইয়েচুরির সামনেই এমন অস্বস্তিকর প্রশ্ন করে বসেন আজ লালু প্রসাদ যাদব। লালুর এমন কথায় কিছুটা হলেও হতচকিত হয়ে যান বাকিরা।
জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে জোট নিয়ে যখন আলোচনা চলছে তখন কেন অন্যতম সহযোগী দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন ছুড়ে দিলেন আরও একজন শরিক লালু প্রসাদ যাদব৷ যদিও এই নিয়ে কোনও পক্ষই প্রকাশ্যে কিছু বলেননি। তবে কি এবার কংগ্রেস নেতৃত্ব তাদের রাজ্য নেতৃত্বকে সংযত থাকতে বলবেন? উত্তর পাওয়া যাবে কয়েকদিনেই।
advertisement
advertisement
প্রসঙ্গত, কেন্দ্রীয় স্তরে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে এ বার বড় ঘোষণা করল বিরোধী শিবির৷ সেখানে ঘোষণা করা হল নতুন বিরোধী জোটের নাম৷ বিরোধী জোটের নাম দেওয়া হয়েছে, ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স’৷ বেঙ্গালুরুতে বিরোধী রাজনৈতিক দলগুলির বৈঠকে আজ এই সিদ্ধান্ত হয়েছে৷ আর এই সিদ্ধান্তের পরেই ইঙ্গিতপূর্ণ ট্যুইট করেছেন ডেরেক’ও ব্রায়েন৷ তিনি ট্যুইটারে লিখেছেন, ‘চক দে ইন্ডিয়া৷’
advertisement
মঙ্গলবার বেঙ্গালুুরুতে বৈঠকে বসেছে বিরোধীদলগুলি৷ আর উল্লেখযোগ্য ভাবে এই দিনেই পাশাপাশি সহযোগী দলগুলিকে নিয়ে বৈঠকে বসেছে বিজেপিও৷ উল্লেখ্য, এই বৈঠকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ গতকাল, মানে সোমবার বিকেলেই বেঙ্গালুরুতে হাজির হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে তিনি দেখা করেছিলেন বিরোধী দলের নেতাদের সঙ্গে৷ নৈশভোজেরও আয়োজন করা হয়েছিল৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Delhi,Delhi,Delhi
First Published :
July 18, 2023 3:19 PM IST