#নয়াদিল্লি: শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় দিল্লি এইমস-এ স্থানান্তরিত করা হতে পারে রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু যাদবকে। ইতিমধ্যেই সেই স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকেই লালুর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে হয়৷ শনিবার সকালে আরও অবনতি হওয়ায় তাঁকে দিল্লি এইমস-এ স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে তাঁর পরিবার। সেই বিষয়ে চিকিৎসকরাও সম্মতি দিয়েছেন। শুক্রবারই লালুর শারীরিক অবস্থা অবনতি হওয়ার খবর শুনে হাসপাতালে পৌঁছন স্ত্রী রাবড়ি দেবী, দুই ছেলে তেজপ্রতাপ ও তেজস্বী এবং মেয়ে মিসা ভারতী৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, লালুর ইতিমধ্যেই হার্ট সার্জারি হয়েছে। তাঁর কিডনির মাত্র ২৫ শতাংশ কাজ করে। এ ছাড়া নিউমোনিয়ায় আক্রান্ত তিনি। ফলে প্রবল শ্বাসকষ্ট হচ্ছে তাঁর।
পশুখাদ্য কেলেঙ্কারির একাধিক মামলায় ২০১৮ সালে জেল হয় লালুপ্রসাদের৷ আরজেডি সুপ্রিমোক সর্বোচ্চ ১৪ বছর কারাদণ্ডের সাজা শুনিয়েছিল রাঁচির সিবিআই-এর বিশেষ আদালত৷ তার পর থেকে অধিকাংশ সময়ই শারীরিক অসুস্থতার কারণে রাঁচি ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে কেটেছে লালুর৷ শনিবার সংশোধনাগারের চিকিৎসকদের সম্মতির পাশাপাশি লোয়ার কোর্টের অনুমতি মিললেই লালুকে দিল্লি উডিয়ে নিয়ে যাওয়া হবে চিকিৎসার জন্য।
শুক্রবার বাবার শারীরিক অবস্থা সম্পর্কে ছেলে তেজস্বী যাদব বলেন, "শনিবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বলব। বাবার অবস্থা সংকটজনক। তাই চিকিৎসায় যাতে সমস্যা না হয়, সেই বিষয়ে অনুরোধ জানাব। "
১৯৯০ এবং ১৯৯৫ সালে দু' বার বিহারের মুখ্যমন্ত্রী পদে বসেন লালু৷ এছাড়াও সুদীর্ঘ রাজনৈতিক জীবনে সামলেছেন রেল মন্ত্রকের দায়িত্ব৷ জনতা দল থেকে বেরিয়ে এসে নিজের দল রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডি গঠনের পরও বিহারে লালুর জনপ্রিয়তা কমেনি, বরং বেড়েছে৷ ২০০০ সালে নিজের স্ত্রী রাবড়ি দেবীকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসালেও লাগাম ছিল লালুর হাতেই৷ ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত ইউপিএ জমানায় কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন লালু৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lalu Prasad Yadav