#পাটনা: ছেলে তেজপ্রতাপের বাগদানে থাকতে পারেননি ৷ এ বার সেই দুঃখ ঘুচল লালুপ্রসাদের ৷ বড় ছেলে তেজপ্রতাপের বিয়েতে হাজির থাকতে পারবেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব ৷ আগামী ১২ মে তেজপ্রতাপ যাদবের বিয়ে। সেই বিয়েতে যোগ দিতে পাঁচ দিনের প্যারোলে মুক্তি পেলেন লালু প্রসাদ ৷
আরও পড়ুন: বিশ্বের ১০ ক্ষমতাশালী ব্যক্তির তালিকায় মোদি
পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় সাজাপ্রাপ্ত লালু বর্তমানে রাঁচির রাজেন্দ্র ইন্সস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে ভর্তি রয়েছেন। ছেলের বিয়েতে হাজির থাকতে জেল সুপারের কাছে প্যারোলের আর্জি জানিয়েছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেই আবেদন মঞ্জুর করেছেন সুপার ৷বিহারের বিধায়ক চন্দ্রিকা যাদবের মেয়ে ঐশ্বর্য রাইয়ের সঙ্গে আগামী শনিবার গাঁটছড়া বাঁধতে চলেছেন তেজ ৷ পাটনার ভেটনারি কলেজ গ্রাউন্ডে বসবে বিয়ের আসর ৷
আরও পড়ুন:‘আমি প্রধানমন্ত্রী হতে প্রস্তুত’, রাহুল গান্ধি
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lalu Prasad Yadav, Parole, Tej Pratap Yadav, Weeding