Lalu Prasad Yadav: ‘পুরো ফিট হয়ে গেছি..বড়িয়া সে ফিট করে দিতে চাই...’, ময়দানে ফিরেই মাতিয়ে দিলেন লালু
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
গত বছর ডিসেম্বরেই সিঙ্গাপুরের হাসপাতালে কিডনি প্রতিস্থাপন হয়েছে লালুপ্রসাদ যাদবের৷ বাবাকে সুস্থ করতে নিজের কিডনি দান করেছেন মেয়ে রোহিনী আচার্য। দীর্ঘদিন ধরেই নানা রকম অসুখবিসুখে ভুগছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরডেডি প্রধান লালুপ্রসাদ যাদব।
পটনা: নাম, লালুপ্রসাদ যাদব৷ বিহার তো বটেই, জাতীয় রাজনীতির অন্যতম রঙিন চরিত্র৷ বিতর্কিত তো বটেই৷ নানা কেলেঙ্কারির অভিযোগে গলা পর্যন্ত ডুবে৷ পশু খাদ্য কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত৷ তারপর জেল৷ অসুস্থতা৷ দীর্ঘদিন রাজনীতির ময়দানের বাইরে৷ আজ, নীতীশ কুমারের ডাকা বিজেপি বিরোধী দলগুলির বৈঠকে ফের দেখা গেল তাঁকে৷ স্বমহিমায়৷
এদিনের বৈঠক শেষে যৌথ সাংবাদিক বৈঠকে পুরনো বন্ধু নীতীশ কুমারের পাশেই বসে থাকতে দেখা যায় লালুপ্রসাদকে৷ তিনি বলেন, ‘‘আমি পুরোপুরি ফিট হয়ে গেছি। এবার বড়িয়া সে ফিট করে দিতে চাই বিজেপিকে, এবার আমি সরাব।’’
আরও পড়ুন: বিজেপি বিরোধী জোটে প্রথমেই ধাক্কা! কংগ্রেসকে কড়া হুঁশিয়ারি কেজরির..বৈঠকের পরেই জারি বিবৃতি
লালু জানান, বিজেপি বিরোধী দলগুলির পরবর্তী বৈঠক হবে শিমলাতে৷ সেখানে পরের ধাপ নিয়ে আলোচনা হবে। লালুর কথায়, ‘‘সবাই বলত, আমরা কেন একসঙ্গে লড়াই করি না। বাজারে গিয়ে দেখুন কী দাম জিনিসের! বেকারত্ব বাড়ছে। বিজেপির হাল কিন্তু খারাপ। মোদির অবস্থাও খারাপ হবে। ২০০০ টাকার নোট বাতিল করল। কেন করল?’’
advertisement
advertisement
#WATCH | RJD President Lalu Prasad Yadav after the joint opposition meeting said, “Now I am fully fit and will make Narendra Modi fit…The country’s situation is grim at the moment. We will meet again in July in Shimla to prepare an agenda on how to move ahead together while… pic.twitter.com/J3EYnvcLS1
— ANI (@ANI) June 23, 2023
advertisement
এর পরেই পুরনো মেজাজে কথা বলতে দেখা যায় লালুকে৷ ভরা সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধিকে বিয়ের পরামর্শ দিয়ে ফেলেন৷ সমস্ত ঘরই ভরে ওঠে হাসিতে৷ বলেন, ‘‘রাহুল গান্ধি ভাল কাজ করেছে৷ পায়ে হেঁটে ভাল করে দেশ দেখেছে। রাহুলের এবার বিয়ে করা উচিত৷ বয়স এমন কিছু হয়নি। আর আমরা বরযাত্রী যাব। এবার দাড়িটা ছোট ছোট করে কাটুন। দেশে আরও একজন দাঁড়িওয়ালা রয়েছে৷’’
advertisement
ততক্ষণে, হাসতে শুরু করেছেন রাহুলও৷ এরপরে সনিয়া গান্ধির প্রসঙ্গ তুলে লালু বলেন, উনিও চান তাঁর ছেলে থিতু হোক৷
VIDEO | “Rahul Gandhi didn’t follow my suggestion earlier. He should have married before. But still it’s not too late,” RJD supremo Lalu Prasad Yadav quips at Rahul Gandhi after opposition meeting held in Patna.#OppositionMeeting pic.twitter.com/o22ICLTujM
— Press Trust of India (@PTI_News) June 23, 2023
advertisement
আরও পড়ুন: চব্বিশে একসঙ্গে লড়বেন ‘মমতা-রাহুল’! জুলাইয়ে আসন সমঝোতা, নীতীশের বৈঠকে নয়া সমীকরণের ইঙ্গিত
গত বছর ডিসেম্বরেই সিঙ্গাপুরের হাসপাতালে কিডনি প্রতিস্থাপন হয়েছে আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের৷ বাবাকে সুস্থ করতে নিজের কিডনি দান করেছেন মেয়ে রোহিনী আচার্য। দীর্ঘদিন ধরেই নানা রকম অসুখবিসুখে ভুগছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরডেডি প্রধান লালুপ্রসাদ যাদব। সম্প্রতি কিডনির সমস্যাও শুরু হয়েছিল তাঁর। সমস্যা গুরুতর হওয়ায় কিডনি ট্রান্সপ্লান্টের পরামর্শ দিয়েছিলেন তাঁর চিকিৎসকেরা। তারপরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার হয়।
advertisement
সেই অস্ত্রোপচারের পরে এই প্রথম সক্রিয় রাজনীতির কোনও কর্মসূচিতে দেখা গেল লালুকে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Patna,Patna,Bihar
First Published :
June 23, 2023 7:07 PM IST