সাংবাদিক বৈঠকে লালু-নীতিশ, বিহারে আগাম দিওয়ালি
Last Updated:
বিজয়রথের সাফল্যের পর নীতিশ-লালু পার্টনারশিপ আরও মজবুত। নীতীশকে পাশে নিয়ে আপ্লুত লালু বললেন-‘নীতীশ কুমার মুখ্যমন্ত্রী ছিলেন, থাকবেন ৷’ বিহারের মানুষকে অভিনন্দন জানাচ্ছি আমরা দুই ভাই’। জয়ের দুই কাণ্ডারীই জয়ের কৃতিত্ব দিলেন বিহারের মানুষকে। লালু বিজয় ভাষণেই চ্যালেঞ্জ ছুঁড়লেন মোদি সরকারকে, বললেন ‘সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে আমাদের লড়াই ৷
#পাটনা: মঞ্চে উঠেই সাংবাদিকদের সামনে পরিচিত ‘ভিকট্রি হাগ’। দু’জনেরই চোখেমুখে চুঁইয়ে পড়ছে জয়ের তৃপ্তি। বিহার জয় নিশ্চিত হতেই লালু প্রসাদ যাদবের বাড়িতে নীতিশকুমার। এই ভোট নীতিশের হ্যাটট্রিক, লালু প্রসাদের ‘কামব্যাক’। ‘বিহার কে শান’ লালুর মুখের হাসিই বলে দিচ্ছিল কতটা প্রতীক্ষিত ছিল এই জয়। প্রায় এক দশক পর বিহারের সবথেকে শক্তিশালী দল হিসেবে ৮১টি আসন দখল করেছে আরজেডি। আসন দখলের সংখ্যায়ও লালুর দল এগিয়ে নীতিশের জেডিইউ-র থেকে। মহাজোটের এমন সাফল্যের পর মুখ্যমন্ত্রী নিজে এসেছেন লালুর কাছে। তার পরেই বিহার মসনদ দখল সম্পূর্ণ হওয়ার পর প্রথম সাংবাদিক সম্মেলন হল আরজেডি দফতর থেকে।
advertisement
বিজয়রথের সাফল্যের পর নীতিশ-লালু পার্টনারশিপ আরও মজবুত। নীতীশকে পাশে নিয়ে আপ্লুত লালু বললেন-‘নীতীশ কুমার মুখ্যমন্ত্রী ছিলেন, থাকবেন ৷’ বিহারের মানুষকে অভিনন্দন জানাচ্ছি আমরা দুই ভাই’। জয়ের দুই কাণ্ডারীই জয়ের কৃতিত্ব দিলেন বিহারের মানুষকে। লালু বিজয় ভাষণেই চ্যালেঞ্জ ছুঁড়লেন মোদি সরকারকে, বললেন ‘সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে আমাদের লড়াই ৷ ‘আমরা সেই লড়াই তীব্রতর করব’৷ মোদি সরকারকে আমরা দেশছাড়া করব’। এখানেই না থেমে লালু জানান, ‘আর দশদিন বাদে আমি মোদির লোকসভা কেন্দ্র বারাণসীতে যাব। হ্যারিকেন জ্বেলে খুঁজে খুঁজে দেখব উনি ওখানে কী কী কাজ করেছেন !’ ‘নীতিশজিকে আমি বেশি বিরক্ত করতে চাই না। উনি বিহারের উন্নয়নের জন্য কাজ করবেন আর আমরা সারা দেশ থেকে সাম্প্রদায়িকতার রাজনীতিকে উৎখাত করব।’
advertisement
নিজের তরফে বক্তব্য রাখতে উঠে বিহারের ভাবী মুখ্যমন্ত্রী প্রথমেই ভোটের সময়ের বিরোধীদের আক্রমণাত্মক প্রচার নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন। বিহারের মানুষকে তাঁদের প্রতি যে আশা নিয়ে বিপুল সমর্থন দেখিয়েছেন, তার সম্পূর্ণ সম্মান রক্ষা করার আশ্বাস দেন নীতিশ কুমার। ধন্যবাদ জানান মহাজোটের বাকি দলগুলিকে, ‘মহাজোট ঐক্যবদ্ধ ভাবে কাজ করেছে ৷’ ৩ দল একসঙ্গে প্রার্থীর নাম ঘোষণা করেছে ৷’ ৩ দল আলাদা কর্মসূচি ঘোষণা করেনি’। তবে বিহারের উন্নয়নে কেন্দ্রের সহযোগিতা নিয়ে আশঙ্কা ফুটে উঠল নীতিশ কুমারের গলায়। অন্যদিকে লালুজি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে তাঁর সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গে ঢোকার চেষ্টা করেছিলেন কিন্তু বিহারের ফল সে চেষ্টায় জল ঢেলে দিয়েছে’। বিহার ভোটের ফল পশ্চিমবঙ্গের মিশন ২০১৬-কে কতটা প্রভাবিত করে সে তো ভবিষ্যতই বলবে। আপাতত লালু-নীতিশ জুটির দুর্ধর্ষ পারফর্মেন্সে বিহারে এখন আগাম দিওয়ালি।
advertisement
প্রতিবেদন: এলিনা দত্ত
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 08, 2015 6:15 PM IST