Ladakh Protest: ‘ওরা মনে করছে ওরা প্রতারিত, ক্ষুব্ধ,’ লাদাখে বিক্ষোভ হিংসার ঘটনায় এবার মুখ খুললেন ওমর আবদুল্লাহ, মেহবুবা মুফতি

Last Updated:

ওমর আবদুল্লাহ লেখেন, ‘এখন আপনারই ভাবুন জম্মু ও কাশ্মীরকে যে রাজ্যের তকমা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেটা যখন পূর্ণ হয়নি, তখন জম্মু-কাশ্মীরের মানুষের মনে কী চলছে? ওরাও প্রতারিত এবং হতাশ! যদিও আমরা আমাদের দাবি গণতান্ত্রিক উপায়ে, শান্তিপূর্ণ ভাবে এবং দায়িত্বশীলতার সঙ্গে পেশ করে এসেছি’৷

News18
News18
শ্রীনগর: লাদাখের বিক্ষোভ নিয়ে এবার মুখ খুললেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ৷ রাজ্যের তকমা ও সংবিধানের ষষ্ঠ তহশিলের অন্তর্ভুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে চলা বিক্ষোভ বুধবার হিংস্র আকার ধারণ করে৷ লেহ রাস্তায় বিক্ষোভ-সংঘর্ষের জেরে ৪ জন প্রাণ হারান৷ ২২ পুলিশকর্মী সহ প্রায় ৯০ জন আহত৷ এদিনের ঘটনার পর পর কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগের আগুন তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ওমর৷
নিজের X হ্যাান্ডেলে ওমর আবদুল্লাহ লেখেন, ‘লাদাখকে রাজ্যের তকমা দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়নি৷ ২০১৯ সালেওরা কেন্দ্রশাসিত অঞ্চল হওয়া রীতিমতো উদযাপন করেছিল৷ কিন্তু এখন ওরা মনে করছে ওরা প্রতারিত এবং ক্ষুব্ধ’৷
advertisement
advertisement
ওমর আবদুল্লাহ লেখেন, ‘এখন আপনারই ভাবুন জম্মু ও কাশ্মীরকে যে রাজ্যের তকমা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেটা যখন পূর্ণ হয়নি, তখন জম্মু-কাশ্মীরের মানুষের মনে কী চলছে? ওরাও প্রতারিত এবং হতাশ! যদিও আমরা আমাদের দাবি গণতান্ত্রিক উপায়ে, শান্তিপূর্ণ ভাবে এবং দায়িত্বশীলতার সঙ্গে পেশ করে এসেছি’৷
advertisement
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিডিপির সভাপতি মেহবুবা মুফতিও এদিন সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘সময় এসে গেছে, ২০১৯ এর পর থেকে এখানে সত্যি সত্যি কী কী পরিবর্তন হয়েছে, এবার অন্তত কেন্দ্র সেটা পুঙ্খানুপুঙ্খ ভাবে বিবেচনা করুক৷’ তিনি জানান, চিরটাকাল শান্তির জন্য পরিচিত লাদাখও এখন বিক্ষোভের আগুনে জ্বলছে৷ তিনি লেখেন, ‘মানুষ ধৈর্য হারিয়েছে, প্রতারিত অনুভব করছে, নিরাপত্তহীনতায় ভুগছে৷ সময় এসে গেছে দিন প্রতি সমস্যার সমাধান না করে সমস্যার শিকড় পর্যন্ত পৌঁছে দ্রুত এবং স্বচ্ছ ভাবে সমস্যার সমাধান করা’৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Ladakh Protest: ‘ওরা মনে করছে ওরা প্রতারিত, ক্ষুব্ধ,’ লাদাখে বিক্ষোভ হিংসার ঘটনায় এবার মুখ খুললেন ওমর আবদুল্লাহ, মেহবুবা মুফতি
Next Article
advertisement
SIR Update: ভোটারের দেখা না পেলে এক বাড়িতে কতবার আসবেন BLO? কী করণীয় আপনার, জানুন SIR-এর জরুরি তথ্য
ভোটারের দেখা না পেলে এক বাড়িতে কতবার আসবেন BLO? কী করণীয় আপনার, জানুন SIR-এর জরুরি তথ্য
  • ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা৷

  • ভোটারের দেখা না পেলে কী করবেন বিএলও-রা?

  • কী করণীয় ভোটারের, সব জানিয়ে দিল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement