আস্থা ভোটে সহজ জয় পেলেন কুমারস্বামী, ওয়াকআউট বিজেপির
Last Updated:
#বেঙ্গালুরু: কর্ণাটকের রাজনৈতিক নাটকের আপাত সমাপ্তি। বিজেপি ওয়াক আউট করায় কর্নাটক বিধানসভার আস্থা ভোটে সহজ জয় পেলেন এইচ ডি কুমারস্বামী।
কর্ণাটকে আজ শুক্রবার আস্থা ভোট হওয়ার কথা ছিল । সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে আজ আস্থা ভোটের মুখোমুখি হওয়ার কথা ছিল সদ্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়া এইচ ডি কুমারস্বামী। কংগ্রেস ও জেডি (এস) এর মিলিত সমর্থনে আস্থা ভোটের বৈতরণী সহজেই উতরে যাবেন বলে মনে করছেন কুমারস্বামী। তিনি বলেই দিয়েছেন, ‘আমার কোনও চাপ নেই। আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে সক্ষম হব।’
advertisement
কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিজেপি পায় ১০৪টি আসন। কংগ্রেস পায় ৭৮টি। জেডি (এস) পায় ৩৮টি আসন। এরপরই শুরু হয় চাপানউতোড়। কে গড়বে সরকার? বিজেপিকে সরকার গড়ার জন্য ডাকেন রাজ্যপাল বাজুভাই বালা। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পেরে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন বি এস ইয়েদুরাপ্পা। জানিয়ে দেন, সরকার গড়ার মতো প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা তাঁর নেই। এরপরই ২৩ মে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন জেডি (এস) নেতা এইচ ডি কুমারস্বামী। তবে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে কুমারস্বামীকে। কংগ্রেসের সমর্থন রয়েছে তাঁর সঙ্গে। তাই আস্থা ভোটের আগে চাপহীন কুমারস্বামী।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 25, 2018 6:12 PM IST