Guinness world records: জিভ দিয়েই থামিয়ে দিলেন ৫৭টি ফ্যান! বিশ্বরেকর্ড ভারতীয়ের, দেখুন অবিশ্বাস্য
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ক্রান্তি কুমার পানিকেরা নামে ওই ব্যক্তি এই ধরনের বিভিন্ন দুঃসাহসিক কসরৎ করে দেখানোয় পারদর্শী৷ সেই জন্যই তিনি ক্রান্তি ড্রিলম্যান হিসেবে বেশি পরিচিত৷
কলকাতা: বন বন করে ঘুরছে টেবল ফ্যান৷ একে একে সেরকমই ৫৭টি ফ্যান নিজের জিভ দিয়ে থামিয়ে বিশ্বরেকর্ড করলেন তেলঙ্গানার বাসিন্দা এক ব্যক্তি৷ গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এ নাম তোলা তেলঙ্গানার সূর্যপেট এলাকার বাসিন্দার নাম ক্রান্তি কুমার৷
নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে৷ সেখানে লেখা হয়েছে, ‘এক মিনিটে ৫৭টি ইলেক্ট্রিক ফ্যানের ব্লেড জিভ দিয়ে থামিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ক্রান্তি ড্রিলম্যান৷’
advertisement
এই ভিডিও-তে ক্রান্তি নামে ওই ব্যক্তির দক্ষতা দেখে অবাক হয়েছেন বহু মানুষ৷ যেভাবে একের পর এক চলন্ত ফ্যানের ব্লেড চোখের নিমেষে জিভ দিয়ে থামিয়ে দিয়েছেন ক্রান্তি, তা দেখে একজন নেটমাধ্যমে লিখেছেন তাঁর জিভ লোহা দিয়ে তৈরি৷ একজন আবার জানতে চেয়েছেন, এর জন্য কোনও বিশেষ প্রশিক্ষণ ক্রান্তি নিয়েছেন কি না৷
advertisement
Most electric fan blades stopped using the tongue in one minute 👅 57 by Kranthi Drillman 🇮🇳 pic.twitter.com/dsH8FULHxW
— Guinness World Records (@GWR) January 2, 2025
ক্রান্তি কুমার পানিকেরা নামে ওই ব্যক্তি এই ধরনের বিভিন্ন দুঃসাহসিক কসরৎ করে দেখানোয় পারদর্শী৷ সেই জন্যই তিনি ক্রান্তি ড্রিলম্যান হিসেবে বেশি পরিচিত৷
advertisement
বিভিন্ন মঞ্চে পারফরম্যান্স করার পাশাপাশি ভারতের বিভিন্ন জনপ্রিয় শো-তেও অংশ নিয়েছেন তিনি৷ এমন কি, আমেরিকা গট ট্যালেন্ট-এর মতো শো-তেও পারফর্ম করেছেন ক্রান্তি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 04, 2025 3:56 PM IST