Guinness world records: জিভ দিয়েই থামিয়ে দিলেন ৫৭টি ফ্যান! বিশ্বরেকর্ড ভারতীয়ের, দেখুন অবিশ্বাস্য

Last Updated:

ক্রান্তি কুমার পানিকেরা নামে ওই ব্যক্তি এই ধরনের বিভিন্ন দুঃসাহসিক কসরৎ করে দেখানোয় পারদর্শী৷ সেই জন্যই তিনি ক্রান্তি ড্রিলম্যান হিসেবে বেশি পরিচিত৷

জিভ দিয়ে ফ্যান বন্ধ করছেন ক্রান্তি৷
জিভ দিয়ে ফ্যান বন্ধ করছেন ক্রান্তি৷
কলকাতা: বন বন করে ঘুরছে টেবল ফ্যান৷ একে একে সেরকমই ৫৭টি ফ্যান নিজের জিভ দিয়ে থামিয়ে বিশ্বরেকর্ড করলেন তেলঙ্গানার বাসিন্দা এক ব্যক্তি৷ গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এ নাম তোলা তেলঙ্গানার সূর্যপেট এলাকার বাসিন্দার নাম ক্রান্তি কুমার৷
নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে৷ সেখানে লেখা হয়েছে, ‘এক মিনিটে ৫৭টি ইলেক্ট্রিক ফ্যানের ব্লেড জিভ দিয়ে থামিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ক্রান্তি ড্রিলম্যান৷’
advertisement
এই ভিডিও-তে ক্রান্তি নামে ওই ব্যক্তির দক্ষতা দেখে অবাক হয়েছেন বহু মানুষ৷ যেভাবে একের পর এক চলন্ত ফ্যানের ব্লেড চোখের নিমেষে জিভ দিয়ে থামিয়ে দিয়েছেন ক্রান্তি, তা দেখে একজন নেটমাধ্যমে লিখেছেন তাঁর জিভ লোহা দিয়ে তৈরি৷ একজন আবার জানতে চেয়েছেন, এর জন্য কোনও বিশেষ প্রশিক্ষণ ক্রান্তি নিয়েছেন কি না৷
advertisement
ক্রান্তি কুমার পানিকেরা নামে ওই ব্যক্তি এই ধরনের বিভিন্ন দুঃসাহসিক কসরৎ করে দেখানোয় পারদর্শী৷ সেই জন্যই তিনি ক্রান্তি ড্রিলম্যান হিসেবে বেশি পরিচিত৷
advertisement
বিভিন্ন মঞ্চে পারফরম্যান্স করার পাশাপাশি ভারতের বিভিন্ন জনপ্রিয় শো-তেও অংশ নিয়েছেন তিনি৷ এমন কি, আমেরিকা গট ট্যালেন্ট-এর মতো শো-তেও পারফর্ম করেছেন ক্রান্তি৷
বাংলা খবর/ খবর/দেশ/
Guinness world records: জিভ দিয়েই থামিয়ে দিলেন ৫৭টি ফ্যান! বিশ্বরেকর্ড ভারতীয়ের, দেখুন অবিশ্বাস্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement