এক সেতুই বদলে দিল সব! কলকাতা থেকে আর বেশি দূরে নয় মিজোরাম!

Last Updated:

১৮ ঘন্টাতেই পৌঁছে যাওয়া যাবে মিজো রাজধানীতে

* কলকাতা থেকে আইজল আজ ট্রেন পরিষেবার উদ্বোধন করা হবে
* কলকাতা থেকে আইজল আজ ট্রেন পরিষেবার উদ্বোধন করা হবে
কলকাতা: কলকাতা থেকে এবার এক ট্রেনেই যাওয়া যাবে আইজল। আজকেই সাইরাং পর্যন্ত রেল চলাচলের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ তার এই রেল প্রকল্প উদ্বোধন করার কথা। এবার যাত্রীবাহী ট্রেন ছুটবে ভৈরবী থেকে সাইরাং অবধি। আট  থেকে নয় ঘণ্টার রাস্তা এবার সম্ভব হবে মাত্র দেড় ঘণ্টাতেই!  এরই মধ্যে কলকাতা থেকে সাইরাং এবার সরাসরি ট্রেন চালু হতে চলেছে।
ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৩১২৫/১৩১২৬ কলকাতা-সাইরাং-কলকাতা এক্সপ্রেস চলবে সপ্তাহে তিন দিন করে উভয় প্রান্ত থেকে। ১৮ ঘণ্টায় এই ট্রেন যাত্রা সম্পূর্ণ হবে। কলকাতা স্টেশন থেকে এই ট্রেন ছাড়বে শনিবার, মঙ্গলবার ও বুধবার। সাইরাং থেকে এই ট্রেন ছাড়বে সোমবার, বৃহস্পতিবার ও শুক্রবার। নবনির্মিত নসিপুর রেল ব্রিজ দিয়ে যাবে এই ট্রেন।
advertisement
ট্রেন থামবে নৈহাটি, কৃষ্ণনগর সিটি, বহরমপুর কোর্ট, মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, নিউ ফারাক্কা, মালদা টাউন, কিষাণগঞ্জ, নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, তুফানগঞ্জ, গোলকগঞ্জ, গৌরিপুর, বিলাসিপাড়া, অভয়াপুরী, গোয়ালপাড়া টাউন, কামাক্ষ্যা, গুয়াহাটি, হোজাই, নিউ হাফলং, বদরপুর, হাইলাকান্দি, ভৈরবী।
advertisement
ক্যাটারিং সার্ভিস দেওয়া হবে অর্থাৎ খাবারের অর্ডার নেওয়া হবে মালদা টাউন, নিউ জলপাইগুড়ি ও গুয়াহাটি থেকে। ট্রেনে জল ভরা হবে মালদা টাউন, নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, গুয়াহাটি ও বদরপুরে। ২২ কোচের এই ট্রেন চলাচল শুরু হয়ে যেতে পারে দুর্গাপুজোর আগেই। যাত্রী নিরাপত্তার কথা ভেবে এলএইচবি কোচ চালানো হবে। আজ এই রেল পথের যাত্রীবাহী পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
advertisement
দুর্গম পাহাড়ি এলাকায় এই রেল পরিকাঠামো প্রস্তুত করা হয়েছে। একাধিক সেতু ও সুড়ঙ্গর মধ্যে দিয়ে ছুটবে যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেন।এই রেল পথের গুরুত্ব শুধু যাত্রী পরিবহণ করে নয়। প্রতিরক্ষা ক্ষেত্রেও এই রেল পথের অসীম গুরুত্ব আছে। সব মিলিয়ে ভারতীয় রেল নেটওয়ার্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভৈরবী-সাইরাং রেল প্রকল্প। উৎসবের মরসুমে অনেকেই আছেন যারা উত্তর পূর্ব ভারতে বেড়াতে যেতে আগ্রহী। তাদের জন্য এই ট্রেন সুবিধা করে দেবে।
বাংলা খবর/ খবর/দেশ/
এক সেতুই বদলে দিল সব! কলকাতা থেকে আর বেশি দূরে নয় মিজোরাম!
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
  • দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি

  • উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস !

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement