আরও সজাগ থাকতে বাড়তি সিসি ক্যামেরা বসাচ্ছে লালবাজার
- Published by:Uddalak B
- Written by:SUSOBHAN BHATTACHARYA
Last Updated:
নির্ভয়া তহবিল থেকে সিসি ক্যামেরা বসছে শহরের গুরুত্বপূর্ণ এলাকায়
#কলকাতা: পুলিশের বেশিরভাগ তদন্তের সমাধান হয় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে, শহরের নিরাপত্তার খাতিরে সিসি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ও বিশেষত দুর্ঘটনায় দ্রুত দোষীর নাগাল পেতে সিসি ক্যামেরা ফুটেজের সাহায্য নেয় পুলিশ।
এ বার আরও বাড়তি নজরদারি করতে শহরের রাস্তায় বসতে চলেছে সিসি ক্যামেরা। আগে থেকেই সিসি ক্যামেরা শহরের নানান গুরুত্বপূর্ণ জায়গা-সহ দুর্ঘটনা প্রবন এলাকায় বসানো ছিল, নানান বিষয়কে মাথায় রেখেই ২৫০০ অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন সিসি ক্যামেরা বসানো ছিল, এবার কলকাতা পুলিশের তরফে আরও ৩৫০০ সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে লালবাজারের তরফে। পুলিশ সূত্রে খবর, কিছু দিনের মধ্যেই কলকাতা পুলিশের হিসাব অনুযায়ী ৬ হাজার অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন সিসি ক্যামেরার মধ্যে ৩৫০০ বসানোর কাজ শুরু হচ্ছে। গোয়েন্দাদের মতে, এই ধরনের উন্নত প্রযুক্তি সম্পন্ন দুর্ঘটনা প্রবণ এলাকা, নির্জন বসতি, শহরের ফাঁকা জায়গার মতো অর্থাৎ পুলিশের নজর এড়িয়ে অপরাধ সংগঠিত হতে পারে সেই সমস্ত জায়গাতেও বসানো হচ্ছে ওই ৩৫০০ সিসি ক্যামেরা।
advertisement
advertisement
এ ছাড়াও কোন দুর্ঘটনার সময় দ্রুত ঘাতক গাড়ির নম্বর সংগ্রহ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ওই বিশেষ প্রযুক্তি সম্পন্ন সিসি ক্যামেরা, এতদিন শহরে তার সংখ্যা ছিল মাত্র ২৫টি। এবার শহরকে আরও সুরক্ষিত করতে ও দ্রুত গাড়ির নম্বর তদন্তকারী অফিসারদের নজর আনতে ৫০টি বিশেষ প্রযুক্তি সম্পন্ন সিসি ক্যামেরা বসানো হবে। অর্থাৎ শহরকে আরও সুরক্ষিত করতে দ্বিগুণ বিশেষ প্রযুক্তি সম্পন্ন সিসি ক্যামেরা বসানো সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ । যদিও এই সমস্ত কাজ করতে বিপুল পরিমাণের অর্থের প্রয়োজন , তা নির্ভয়া তহবিল থেকে খরচ করা হবে কলকাতা পুলিশ সূত্রে খবর।
advertisement
যদিও ক্রাইম রেকর্ড অনুযায়ী এই বছর হোমিসাইড বিভাগের কেস আছে ৩৪ টি, যা সর্বশেষ হিসাব অনুযায়ী ২০২১ সালে ছিল ৪৫টি। একইভাবে কমেছে ডাকাতি মহিলাদের অত্যাচারের মতো ঘটনার ভয়াবহতা। ২০২১ সালের হিসাব অনুযায়ী কমেছে কিছুটা ডাকাতির মতো ঘটনা।
২১ টি ডাকাতির মত ঘটনা ২০২১ সালে হয়েছে ২৩ টি, যা অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে বলে মনে করেন পুলিশের একাংশ। শহরের বুকে মহিলাদের অত্যাচারের মতো ঘটনাও ঘটে মাঝে মধ্যেই, গতবছর মহিলাদের অত্যাচারের নিরিখে ২০২১ সালে ছিল ৩৪টি, যার বর্তমানে ৩৩টি।
Location :
First Published :
January 02, 2023 11:32 PM IST