উড়ালপুল বিপর্যয়ে ‘ভগবানের হাত’ ছেড়ে দায়ী এবার ‘বোমা বিস্ফোরণ’

Last Updated:

ভগবানের হাত ভুলে এখন ‘বোমা তত্ত্ব’-এর আশ্রয় নিলেন IVRCL মুখপাত্র পান্ডু গঙ্গারাও ৷ শুক্রবার উড়ালপুল দুর্ঘটনার দায় এড়াতে সাংবাদিক বৈঠক ডেকে আইনজীবীকে পাশে বসিয়ে সাফাই গাইলেন IVRCL মুখপাত্র ৷ এদিন ‘ভগবানের হাত’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেও ভয়াবহ এই ঘটনাকে শুধুমাত্র দুর্ঘটনা ছাড়া অন্যকিছু মানতে নারাজ হায়দরাবাদের নির্মাণ সংস্থার উচ্চপদস্থ কর্তা ৷ ভগবানের হাত বিতর্ক ধামাচাপা দেওয়ার জন্য এদিন IVRCL মুখপাত্র বলেন, ‘ওটা বলার জন্যই বলা’ ৷

#হায়দরাবাদ: ভগবানের হাত ভুলে এখন ‘বোমা তত্ত্ব’-এর আশ্রয় নিলেন IVRCL মুখপাত্র পান্ডু গঙ্গারাও ৷ শুক্রবার উড়ালপুল দুর্ঘটনার দায় এড়াতে সাংবাদিক বৈঠক ডেকে আইনজীবীকে পাশে বসিয়ে সাফাই গাইলেন IVRCL মুখপাত্র ৷ এদিন ‘ভগবানের হাত’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেও ভয়াবহ এই ঘটনাকে শুধুমাত্র দুর্ঘটনা ছাড়া অন্যকিছু মানতে নারাজ হায়দরাবাদের নির্মাণ সংস্থার উচ্চপদস্থ কর্তা ৷ ভগবানের হাত বিতর্ক ধামাচাপা দেওয়ার জন্য এদিন IVRCL মুখপাত্র বলেন, ‘ওটা বলার জন্যই বলা’ ৷
নকশায় ভুল, প্রযুক্তিগত ত্রুটি এবং ভেজাল মাল-মশলার অভিযোগ খারিজ করে দুর্ঘটনার পিছনে বোমা বিস্ফোরণের মতো অবাস্তব তথ্যকে খাড়া করলেন পান্ডু গঙ্গারাও ৷ সাফাই গেয়ে বললেন, ‘নকশা মেনেই কাজ করছিল সংস্থা ৷ কেন ব্রিজ ভেঙে পড়ল জানা নেই ৷ এটা একটা দুর্ঘটনা ছাড়া কিছুই না ৷’ দুর্ঘটনা কেন হল সে সম্পর্কে কোনও সদুত্তরই দিতে পারলেন না IVRCL মুখপাত্র ৷ এমনকী তাঁর দাবি কাজে দেরির জন্যও সংস্থা কোনওভাবে দায়ী নয় ৷ ঘটনার জন্য সামান্য দুঃখপ্রকাশ করেই নিজেদের ঘাড় থেকে দায় ঝেড়ে ফেলতে প্রথম থেকেই উদ্যোগী এই সংস্থা ৷
বাংলা খবর/ খবর/দেশ/
উড়ালপুল বিপর্যয়ে ‘ভগবানের হাত’ ছেড়ে দায়ী এবার ‘বোমা বিস্ফোরণ’
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement