#নয়াদিল্লি: 'এক দেশ এক ভোট' নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা বিজেপি সভাপতি অমিত শাহ যতই দাবি করুক, নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিল, এ দেশে লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে করা সম্ভব নয়৷
বৃহস্পতিবার মুখ্য নির্বাচন কমিশনার ও পি রাওয়াতকে জিগ্গেস করা হয়, একইসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন সম্ভব? ওই প্রশ্নের জবাবে ওপি রাওয়াত জানিয়ে দেন, ‘কোনও সম্ভাবনাই নেই। এর জন্য আইনি রক্ষাকবজের প্রয়োজন।’
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে রাওয়াত বলেন, এক দেশ এক ভোটের ব্যাপারে ২০১৫ সালেই কমিশন তার পরামর্শ সরকারের কাছে পঠিয়েছে। যানবাহনের অসুবিধা ও ভিভিপ্যাডের অভাব একইসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে বাধা হতে পারে। তবে যে কোনও বিধানসভা মেয়াদ শেষ হলেই ভোট নেওয়ার ক্ষেত্রে কমিশন তার দায়িত্ব পালন করবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।