এক দেশ এক ভোট? নির্বাচন কমিশনার বললেন, 'কোনও চান্সই নেই'
Last Updated:
জবাবে ওপি রাওয়াত জানিয়ে দেন, ‘কোনও সম্ভাবনাই নেই। এর জন্য আইনি রক্ষাকবজের প্রয়োজন।’
#নয়াদিল্লি: 'এক দেশ এক ভোট' নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা বিজেপি সভাপতি অমিত শাহ যতই দাবি করুক, নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিল, এ দেশে লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে করা সম্ভব নয়৷
বৃহস্পতিবার মুখ্য নির্বাচন কমিশনার ও পি রাওয়াতকে জিগ্গেস করা হয়, একইসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন সম্ভব? ওই প্রশ্নের জবাবে ওপি রাওয়াত জানিয়ে দেন, ‘কোনও সম্ভাবনাই নেই। এর জন্য আইনি রক্ষাকবজের প্রয়োজন।’
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে রাওয়াত বলেন, এক দেশ এক ভোটের ব্যাপারে ২০১৫ সালেই কমিশন তার পরামর্শ সরকারের কাছে পঠিয়েছে। যানবাহনের অসুবিধা ও ভিভিপ্যাডের অভাব একইসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে বাধা হতে পারে। তবে যে কোনও বিধানসভা মেয়াদ শেষ হলেই ভোট নেওয়ার ক্ষেত্রে কমিশন তার দায়িত্ব পালন করবে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 23, 2018 9:18 PM IST