গুঁড়িয়ে দেওয়া হবে নয়ডার ট্যুইন টাওয়ার, প্রস্তুতি নিচ্ছে প্রশাসন

Last Updated:

পরিকল্পনা অনুযায়ী, ২৮ অগাস্ট দুপুর ২টো ১৫ মিনিট থেকে ২টো ৪৫ মিনিট পর্যন্ত ওই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ রাখা হবে।

প্রায় ৩৭০০ কেজি বিস্ফোরক আর মাত্র ১৫ সেকেন্ড সময়- চোখের পলক ফেলতে না-ফেলতেই ধূলিসাৎ হয়ে মাটিতে মিশে যাবে স্বপ্নের ট্যুইন টাওয়ার। নিয়ম মেনে তৈরি করা হয়নি বলেই নয়ডার ৪০-তলবিশিষ্ট সুপারটেক ট্যুইন টাওয়ার (Supertech Twin Towers) গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আগামী রবিবার দুপুর আড়াইটে নাগাদ শুরু হবে এই বিশাল কর্মকাণ্ড। তাই এতে যাতে কারও ক্ষতি না-হয়, তার জন্য নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা।
ট্রাফিক ম্যানেজমেন্ট:
ট্যুইন টাওয়ারের খুব কাছেই রয়েছে নয়ডা-গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে (Noida-Greater Noida Expressway)। ফলে বিস্ফোরণের সময় ওই রাস্তা বন্ধ থাকবে। পরিকল্পনা অনুযায়ী, ২৮ অগাস্ট দুপুর ২টো ১৫ মিনিট থেকে ২টো ৪৫ মিনিট পর্যন্ত ওই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ রাখা হবে। এলাকার সংলগ্ন মেট্রোও বন্ধ রাখা হবে আধ ঘণ্টার জন্য। কাছেই থাকবে দমকল বাহিনী, অ্যাম্বুলেন্স প্রভৃতির মতো জরুরি পরিষেবাও। রবিবার সুপারটেক ট্যুইন টাওয়ারের আশপাশের ২ কিলোমিটার রাস্তা পুরোপুরি ভাবে বন্ধ থাকবে। শুধুমাত্র জরুরিকালীন গাড়িই সেখানে যেতে পারবে। নয়ডা ডিসিপি ট্রাফিক গণেশ শাহ জানিয়েছেন, সব ট্রাফিক পরিকল্পনাই চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দিন কয়েক আগেই ট্যুইন টাওয়ারের সামনের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। আর এর সঙ্গে সংযুক্ত রাস্তাও রবিবার বন্ধ রাখা হবে। সে-দিন যদি কোনও রকম সমস্যা তৈরি হয়, তা এড়াতেও জরুরিকালীন পরিকল্পনা ছকে রাখা হয়েছে।
advertisement
advertisement
রিপোর্ট অনুযায়ী, সংলগ্ন এলাকার বাসিন্দারা ইতিমধ্যেই নিজেদের বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে গিয়েছেন। এমনকী অনেকেই এলাকা ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। আগামী রবিবার এমারেল্ড কোর্ট (Emerald Court) এবং এটিএস ভিলেজ (ATS Village) সোসাইটির প্রায় পাঁচ হাজারেরও বেশি বাসিন্দাকে এবং প্রায় ২৫০০ যানবাহন সরিয়ে ফেলা হবে। আধিকারিকদের বক্তব্য, সকাল ৭টা নাগাদ সংলগ্ন এলাকার বাসিন্দাদের বাড়ি খালি করে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বহুতল ভাঙার দায়িত্বে থাকা এডিফিস ইঞ্জিনিয়ারিং সংস্থা জানিয়েছে যে, ট্যুইন টাওয়ার সংলগ্ন এলাকার বাসিন্দাদের ঘর-বাড়ির কোনও ক্ষতি হলে তার ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।
advertisement
বাসিন্দাদের জন্য হাসপাতালের বেড, খাবার এবং বাসস্থানের সংস্থান:
রিপোর্ট অনুযায়ী, যদি কোনও বাসিন্দা অসুস্থ হয়ে পড়েন, তাঁদের জন্য সেক্টর ১৩৭-এর ফেলিক্স হাসপাতালে মোট ৫০টি বেড সংরক্ষিত রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে এমারেল্ড কোর্টের ১২ জন শয্যাশায়ী বাসিন্দার বেডও। অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা থেকে রাখা হচ্ছে একটি অ্যাম্বুলেন্সও। ওই হাসপাতালের চেয়ারপার্সন এবং ম্যানেজিং ডিরেক্টর ডা. ডিকে গুপ্তা (Dr DK Gupta) জানিয়েছেন যে, এমারেল্ড কোর্টে ১০-১২ জন বাসিন্দার নানা শারীরিক সমস্যা রয়েছে। এঁদের কারও হার্টের সমস্যা, তো কারও প্যারালাইসিস, কারও বা ক্যানসার, কেউ কেউ আবার সম্পূর্ণ রূপে শয্যাশায়ী। তাই এঁদের জন্য হাসপাতালে সঠিক ব্যবস্থা করে রাখতেই হচ্ছে। এ-ছাড়াও আরও ৪০ জন বাসিন্দার জন্যও বেড রাখা হয়েছে হাসপাতালে।
advertisement
এমারেল্ড কোর্টের বাসিন্দাদের রবিবার পার্শ্বনাথ প্রেস্টিজ এবং পূর্বাচল সিলভার সিটিতে রাখা হবে। সেই সঙ্গে সারা দিন ধরে তাঁদের খাবার ও পানীয়ের জোগানও দেওয়া হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
গুঁড়িয়ে দেওয়া হবে নয়ডার ট্যুইন টাওয়ার, প্রস্তুতি নিচ্ছে প্রশাসন
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement