কোভিড বিএফ৭-এর উপসর্গগুলো কেমন? ঠান্ডা লাগা ভেবে উপেক্ষা করবেন না, জেনে নিন
- Published by:Teesta Barman
- trending desk
Last Updated:
রিপোর্ট অনুযায়ী, বিএফ৭ সংক্রমণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শ্বাসযন্ত্র। যে লক্ষণগুলো সবচেয়ে বেশি দেখা যাচ্ছে – জ্বর, কাশি, গলাব্যথা, সর্দি এবং ক্লান্তি।
ওমিক্রনের নয়া স্ট্রেন বিএফ৭-এর হানায় হুলস্থূল পড়ে গিয়েছে চিনে। দাবানলের মতো ছড়াচ্ছে সংক্রমণ। বিএফ৭ অত্যন্ত সংক্রামক। একজনের থেকে ১৮ জন আক্রান্ত হতে পারেন বলে মনে করছেন ভাইরোলজিস্টরা।
২০২০ সালে মহামারী শুরু হবার পর থেকে করোনা ভাইরাস একাধিকবার রূপ বদলেছে। তবে ওমিক্রন ছাড়িয়ে গিয়েছে সবকিছুকে। এক বছরেরও বেশি সময় ধরে রয়ে গেছে করোনার এই ভ্যারিয়েন্ট। চিনে ছড়িয়ে পড়া বিএফ৭, ওমিক্রনের বিএ৫.২.১.৭ ভ্যারিয়েন্টের সাব ভ্যারিয়েন্ট।
advertisement
advertisement
বিএফ৭-এর সংক্রমণ ক্ষমতা সবচেয়ে বেশি: চিনের কোভিড পরিস্থিতি থেকে এটা স্পষ্ট, বিএফ৭ ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্ষমতা সবচেয়ে বেশি। রিপোর্ট অনুযায়ী, বিএফ৭ ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়ায়। অল্প দিনের ইনকিউবেশন পিরিয়ড। সহজেই মানুষকে সংক্রমিত করে। শুধু তাই নয়, কোভিড ভ্যাকসিনের দুটো ডোজ নেওয়ার পরেও বিএফ৭-এর হাত থেকে নিস্তার পাওয়ার সম্ভাবনা কম।
বিএফ৭ সংক্রমণের ৭ লক্ষণ: রিপোর্ট অনুযায়ী, বিএফ৭ সংক্রমণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শ্বাসযন্ত্র। যে লক্ষণগুলো সবচেয়ে বেশি দেখা যাচ্ছে – জ্বর, কাশি, গলাব্যথা, সর্দি এবং ক্লান্তি। রিপোর্টে আরও বলা হয়েছে, বিএফ৭ আক্রান্তদের অনেকের বমি এবং ডায়রিয়া হতেও দেখা যাচ্ছে। করোনার অন্যান্য ভ্যারিয়েন্টের মতো যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাঁদের বিএফ৭-এ আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
advertisement
আরও পড়ুন: করোনা মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ অনুসরণ করুন নরেন্দ্র মোদি, দাবি তৃণমূল সাংসদের
এক মিলিয়ন মানুষের মৃত্যু হতে পারে: পিয়ার রিভিউ ছাড়াই প্রিপ্রিন্ট হিসাবে পোস্ট করা একটি মডেল অনুসারে, আগামী কয়েক মাসে বিএফ৭ সংক্রমণে প্রায় এক মিলিয়ন মানুষের মৃত্যু হতে পারে।
৩ মাসের মধ্যে চিনের মোট জনসংখ্যার ৬০ শতাংশ বিএফ৭-এ আক্রান্ত হবেন: চিনে আচমকা সংক্রমণ বৃদ্ধির মধ্যে মহামারী বিশেষজ্ঞ এরিক ফেইগল ডিংয়ের একটি ট্যুইট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাঁর দাবি, চিনে করোনায় মৃতের সংখ্যা কয়েক লাখ ছাড়িয়ে যাবে। এরিকের অনুমান, আগামী ৩ মাসের মধ্যে চিনের জনসংখ্যার ৬০ শতাংশেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হবেন। হাসপাতাল থেকে একটি ভিডিও শেয়ার করে এরিক লিখেছেন, ‘এটা কেবল শুরু’।
advertisement
বিএফ৭-এর আরও বেশি: বিএফ৭-এর রিপ্রোডাকশন নম্বর অথবা আরও ১০ থেকে ১৮.৬। এর মানে হল, যখন একজন এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হন, তাঁর থেকে ১০-১৮.৬ জন সংক্রমিত হতে পারেন। উপসর্গহীন বাহকদের ধরলে এই সংখ্যাটা আরও বাড়বে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 24, 2022 6:32 PM IST