‘ওরা স্কুল যেতে চায়নি, আর কোনওদিন ফিরবে না’, ডুকরে উঠলেন তিন ছেলে-মেয়ের মা

Last Updated:

সকাল থেকে এই বাড়িটা ভরে ছিল বাচ্চাদের সোরগোল আর হৈ হুল্লোড়ে ৷ কয়েক ঘণ্টার মধ্যেই নেমে এল প্রবল স্তব্ধতা ৷

#কুশিনগর: সকাল থেকে এই বাড়িটা ভরে ছিল বাচ্চাদের সোরগোল আর হৈ হুল্লোড়ে ৷ কয়েক ঘণ্টার মধ্যেই নেমে এল প্রবল স্তব্ধতা ৷ আর কোনওদিন সেই নৈঃশব্দ খানখান করে ভেঙে যাবে না ভাই-বোনদের নিষ্পাপ অট্টহাসিতে ৷
‘‘গতকাল স্কুল যেতে চাইছিল না ওরা ৷ খুব বয়না করছিল ৷ আমিই ওদের জোর করে স্কুলে পাঠাই ৷ আর কোনওদিন ফিরবেন না ৷’’ ঘটনার আকস্মিকতায় স্তব্ধ হয়ে গিয়েছেন তিন সন্তানের মা ৷ প্রবল কান্নায় গলা বুজে আসছে ৷ তবু কোনওমতে কথাগুলো বলে ফেললেন কিরণ দেবী ৷ উত্তরপ্রদেশের কুশিনগরে স্কুল বাস আর ট্রেনের দুর্ঘটনায় মৃত ১৩ পড়ুয়ার মধ্যে রয়েছে তাঁর দুই ছেলে আর এক মেয়েও ৷
advertisement
advertisement
১২ বছরের রবি, ১০ বছরের সন্তোষ ও ৭ বছরের রাগিনী, তিন ভাইবোন সকালে বায়না জুড়েছিল স্কুল যাবে না বলে ৷ জোর করে তাদের পাঠানো হয়েছিল স্কুলে ৷ আপশোসের শেষ নেই পরিবারের ৷ ঠাকুরদা হরিহর প্রসাদ জানান, নাতি-নাতনির স্মৃতিই ছড়িয়ে রয়েছে সারা বাড়িতে ৷ কিন্তু ওরা আর ফিরবে না ৷ কিছুদিন আগেই জন্মনিয়ন্ত্রণের অস্ত্রোপচার করেছেন তাঁর ছেলে ৷ সে আর কোনওদিন বাবা হতে পারবে না ৷
advertisement
গতকাল সকালে প্রহরীবিহীন লেভেল ক্রসিং পার হতে গিয়ে লোকাল ট্রেনের সঙ্গে সংঘর্ষে দুমড়ে মুচড়ে গিয়েছিল ডিভাইন পাবলিক স্কুলের বাসটা ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৩ জনের ৷ বেশিরভাগই স্কুলপড়ুয়া এবং সকলেরই বয়স ১০-এর নীচে ৷ দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে এখনও হাসপাতালে ভর্তি রয়েছে ৮ জন ৷
advertisement
ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছে যোগী প্রশাসন ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘ওরা স্কুল যেতে চায়নি, আর কোনওদিন ফিরবে না’, ডুকরে উঠলেন তিন ছেলে-মেয়ের মা
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement