হোম /খবর /দেশ /
কিয়ারার সঙ্গে সংসার শুরু! সিডকে উদ্দেশ্য করে কী লিখলেন প্রাক্তন আলিয়া

Kiara Advani-Sidharth Malhotra Wedding: কিয়ারার সঙ্গে সংসার শুরু! সিডকে উদ্দেশ্য করে কী লিখলেন প্রাক্তন আলিয়া

Kiara Advani-Sidharth Malhotra Wedding: মঙ্গলবার সাতপাক ঘুরেছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ার আডবাণী। জীবনের বিশেষ মুহূর্তের কিছু ছবি অনুরাগীদের সঙ্গেও ভাগ করে নেন দুই তারকা।

  • Share this:

মুম্বই: সম্পর্ক ভেঙেছে সেই কবেই। তবে সময়ের সঙ্গে তিক্ততা হয়েছে মলিন। মুছেছে মান-অভিমান। তাই বোধ হয় প্রাক্তনকে জীবনের নতুন অধ্যায়ের জন্য অনায়াসে শুভেচ্ছা জানাতে পারলেন আলিয়া ভাট।

মঙ্গলবার সাতপাক ঘুরেছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ার আডবাণী। জীবনের বিশেষ মুহূর্তের কিছু ছবি অনুরাগীদের সঙ্গেও ভাগ করে নেন দুই তারকা। জানিয়ে দেন, এখন তাঁরা স্বামী-স্ত্রী।

নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছে প্রায় গোটা বলিউড। ব্যতিক্রম নন আলিয়াও। বর-কনের এক মিষ্টি মুহূর্তের ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, কিয়ারার গালে চুমু এঁকে দিচ্ছেন সিদ্ধার্থ। সেই ছবি দিয়ে আলিয়া লিখেছেন 'তোমাদের দু'জনকে শুভেচ্ছা।' এই লেখার সঙ্গেই একটি হৃদয় ইমোজি জুড়ে দিয়েছেন তিনি।

আরও পড়ুন: মিস্টার ও মিসেস মালহোত্রাকে শুভেচ্ছা বলিপাড়ার, সিড-কিয়ারার বিয়ের ছবিতে প্রেমের তুফান

আরও পড়ুন: অপেক্ষার অবসান, নবদম্পতির ছবি প্রকাশ্যে, কিয়ারার গালে চুম্বন আঁকলেন সিদ্ধার্থ

এক সময়ে সিদ্ধার্থের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন আলিয়া। বলিউডে দু'জনের হাতেখড়িও একই ছবি দিয়ে। কাজের সূত্রে তৈরি হওয়া বন্ধুত্বই পরে প্রেমে পরিণত হয় । কিন্তু সেই সম্পর্ক স্থায়ী হয়নি।

 

অতীতের সেই ক্ষত আজ মিলিয়ে গিয়েছে। গত বছরের এপ্রিলে রণবীর কাপুরকে বিয়ে করেন আলিয়া। এখন তিনি কন্যাসন্তানের মা। এ বার সিদ্ধার্থের সংসার শুরুর পালা। নতুন সফরের জন্য প্রাক্তনকে শুভেচ্ছা জানালেন আলিয়া।

Published by:Sanchari Kar
First published:

Tags: Kiara Sidharth Wedding