Khela Hobe: বলি নায়িকার ডায়লগের পর লোকসভা নির্বাচনেও বাজার কাঁপাবে 'খেলা হবে', এবার হিন্দিতে হবে সুপারহিট গান 

Last Updated:

Khela Hobe: 'খেলা হবে' এবার গোটা দেশেই। তাই হিন্দিতে আসছে 'খেলা হবে' গান। এটিও লিখছেন দেবাংশু।  হিন্দিতে কী রকম হবে...

'খেলা হবে' গান আসতে চলেছে হিন্দিতে
'খেলা হবে' গান আসতে চলেছে হিন্দিতে
কলকাতা: টিম INDIA মাঠে নামবে৷ বাংলায় স্লোগান দিয়েছিলাম খেলা হবে৷ আগামী দিনে খেলা হবে, দেখা হবে৷ বেহালার মঞ্চ থেকে বার্তা দিয়েছেন মমতা বন্দোপাধ্যায়। আর আজ খেলা হবে দিবস পালন হবে রাজ্যে৷ আর সেই খেলা হবে গান এবার আসতে চলেছে জাতীয় রাজনীতির লক্ষ্যে।
২০২৪ লোকসভা ভোটের কথা মাথায় রেখে আগামী কয়েক মাসের মধ্যে এবার ‘খেলা হবে’ গান আসতে চলেছে হিন্দিতে। বাংলা বিধানসভা ভোটের আগে এই গান লিখে যিনি সকলের কাছে পৌঁছে দিয়েছিলেন। সেই দেবাংশু এই হিন্দি গান আনতে চলেছে।
advertisement
ভোটের আগে জমে উঠেছিল তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগান। গান বেঁধেছিলেন দলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। বাংলায় খেলা জেতার পর এবার বড় ময়দানে ‘জাতীয় খেলা’। বড় খেলার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তারই অংশ হিসেবে আসতে চলেছে ‘খেলা হবে’ স্লোগানের হিন্দি সংস্করণ।
advertisement
ভোটের প্রচারে প্রতিটি জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা যেত, ‘কি খেলা হবে তো?’  উপস্থিত জনতার থেকে সমস্বরে জবাব আসত,’হ্যাঁ’। সভা শেষে স্থানীয় তৃণমূল কর্মীকে ফুটবলও উপহার দিতেন নেত্রী। এর সঙ্গে তৃণমূলের প্রতিটি সভা-সমাবেশে বেজেছে ‘খেলা হবে’ গান। এই গানটি বেঁধেছিলেন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। সেই খেলা হবেই উত্তরপ্রদেশে দেওয়ালে হয়ে উঠেছে ‘খেলা হই’৷ তৃণমূল নেতারা বলছেন, ‘খেলা হবে’ এবার গোটা দেশেই। তাই হিন্দিতে আসছে ‘খেলা হবে’ গান।
advertisement
এটিও লিখছেন দেবাংশু।   তিনি বলেছেন,  ‘‘হিন্দিতে কী রকম হবে, এখনই বলছি না। এটুকু বলতে পারি, বাংলার মাটিতে খেলা হবে সফল হতে দেখেছেন, গোটা দেশের মানুষের মুখে মুখেও এবার ঘুরবে খেলা হবে। স্রষ্টা হিসেবে এ আমার বিশ্বাস৷ ’’
advertisement
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এবার বাংলায় ক্ষমতায় ফেরার পরে জাতীয় ক্ষেত্রে তৃণমূলকে প্রতিষ্ঠিত করার কথা ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে শুধু লড়ার জন্য লড়া নয়, একেবারে জয় করার কথাও বলেছিলেন অভিষেক। তবে কী সেই লড়াইয়ের সঙ্গী হতে হিন্দি বলয়ে তুলে ধরা হবে গা গরম করা সেই গান খেলা হবে?রাজনৈতিক মহলের মতে জাতীয় স্তরে বৃহত্তর অংশের মানুষের কাছে পৌঁছনোর জন্যে জোট INDIA খেলা হবে গানের ব্যবহার করতে পারে৷
advertisement
ABIR GHOSHAL
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Khela Hobe: বলি নায়িকার ডায়লগের পর লোকসভা নির্বাচনেও বাজার কাঁপাবে 'খেলা হবে', এবার হিন্দিতে হবে সুপারহিট গান 
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement