কেজিএফ দেখে শেখা, ১৯ বছরের নৃশংস সিরিয়াল কিলারের বলি ৪! ভয়ে কাঁপছে ভোপাল

Last Updated:

Madhya Pradesh Serial Killer : 'কেজিএফ-২'-এর 'রকি ভাই'-এর থেকে অনুপ্রাণিত হয়ে অনেক টাকা, সম্পত্তি করে বিখ্যাত গ্যাংস্টার হতে চেয়েছিল যুবক

#ভোপাল: বড় খবর! মধ্যপ্রদেশ পুলিশ শুক্রবার একজন সিরিয়াল কিলারকে গ্রেফতার করেছে। সাগর স্ট্রিটে একাধিক সিকিউরিটি গার্ডের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করেছে সে।
দুপুর ৩.৩০-এ বাস স্যান্ডে ঘোরাফেরা করছিল সেই সিরিয়াল কিলার। পুলিশ সেখান থেকেই গ্রেফতার করেন তাকে। সেদিন সকালেও ঠাণ্ডা মাথায় একটা খুন করেছে ভোপালের এক গার্ডকে।
পুলিশ আধিকারিক জানান, খুনি নিজেই স্বীকার করেন আসামী গত চারদিনে ৫ সিকিউরিটি গার্ডকে খুন করেন। গত মে মাসেই আরেক ওয়াচম্যানের মৃতদেহ পাওয়া গিয়েছিল ওই অঞ্চলে।
advertisement
advertisement
অভিযুক্তের নাম শিবপ্রসাদ ধ্রুব। বয়স ১৯। সাগর রোডের কেশালির এক বাড়িতে থাকেন যুবক। বৃহস্পতিবার রাতে ভোপালের লালঘাটি এঞ্চলে মার্বেল স্টকিস বহুতলের গার্জকে খুন করার পরেই ধরা পরে অভিযুক্ত।
'কেজিএফ-২'-এর 'রকি ভাই'-এর থেকে অনুপ্রাণিত হয়ে অনেক টাকা, সম্পত্তি করে বিখ্যাত গ্যাংস্টার হতে চেয়েছিল যুবক। পরবর্তীতে যাতে পুলিশের টার্গেটে আসতে পারে সে।
advertisement
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখন তাকে একটি ঘরের ভেতরে জিজ্ঞাসাবাদ করছেন। ধ্রুব দাবি করে যে তিনি কেবল "বিখ্যাত" হতে চেয়েছিলেন। কেন সে শুধুই ঘুমন্ত সিকিউরিটি গার্ডদের টার্গেট করতেন? কারণ যাতে বিপরীত আঘাত না আসে ফিরে। তিনি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশুনা করেছেন এবং গোয়াতে কাজ করেছেন। তাই খুব ভাল ইংরেজি বলতে পারে।
advertisement
প্রথম খুন তিনি শখে করেন পুণেতে। এরপরের সবগুলোই ভোপালের সাগর রোডে এক সপ্তাহের মধ্যেই করে।
ডিজিপি সুধীর সাক্সেনা জানান তাঁকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হবে বলেই জানান তিনি।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কেজিএফ দেখে শেখা, ১৯ বছরের নৃশংস সিরিয়াল কিলারের বলি ৪! ভয়ে কাঁপছে ভোপাল
Next Article
advertisement
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
  • ব্রোচের মতোই দামি !

  • ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা

  • দেখে নিন ভাইরাল ছবি

VIEW MORE
advertisement
advertisement