জেডিএস-কংগ্রেস জুটিকে সুপ্রিম ধাক্কা, প্রোটেম স্পিকার বোপ্পাইয়াই বিধানসভায় আস্থাভোট নেবেন

Last Updated:

সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল জেডিএস-কংগ্রেস জুটি ৷ কর্ণাটক বিধানসভার পাঁচ বারের বিধায়ক ৬২ বছরের কেজি বোপ্পাইয়াকেই বহাল রাখল শীর্ষ আদালত

#বেঙ্গালুরু: সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল জেডিএস-কংগ্রেস জুটি ৷ কর্ণাটক বিধানসভার পাঁচ বারের বিধায়ক ৬২ বছরের কেজি বোপ্পাইয়াকেই প্রোটেম স্পিকার হিসাবে বহাল রাখল শীর্ষ আদালত । রাজ্য রাজনীতিতে তিনি মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার ঘরের ছেলে বলেই পরিচিত। প্রোটেম স্পিকারের নিয়োগ অসাংবিধানিক দাবি করেই সুপ্রিম কোর্টে মামলা করেছিল কংগ্রেস-জেডিএস জুটি ৷ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে মামলা খারিজ হয়ে যায় ৷ ফলে কর্ণাটকে আপাতত চাপে  কংগ্রেস-জেডিএস জুটি ৷
২০০০ সালে দক্ষিণের এই রাজ্যে প্রথম বিজেপি সরকারে কেজি বোপ্পাইয়াই ছিলেন স্পিকার। কর্ণাটকের বর্তমান প্রোটেম স্পিকার কেজি বোপাইয়াই আজ বিকেল ৪টেয় কর্ণাটক বিধানসভায় আস্থাভোটে নেতৃত্ব দেবেন ৷
এর আগে একক সব থেকে বড় দল হিসাবে বিজেপিকে সরকার গঠনে আমন্ত্রণ জানিয়েছিল বিজেপি ৷ রাজ্যপাল শক্তি প্রমাণে ১৫ দিনের সময় সীমাকে দিয়ে ছিলেন ৷ গতাকালই শীর্ষ আদালত সেই সময়সীমা খারিজ করে আজই ইয়েদুরাপ্পাকে আস্থাভোটের মাধ্যমে বিধানসভায় শক্তির পরীক্ষা দেওয়ার নির্দেশ দিয়েছে ৷
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী বিস ইয়েদুরাপ্পা নিশ্চিত আস্থাভোটে শক্তি প্রমাণ করতে পারার ব্যাপারে ৷ অন্যদিকে কংগ্রেস-জেডিএস দাবি করেছে বিজেপি আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবেনা ৷ ইতিমধ্য়েই কর্ণাটক বিধানসভায় জেডিএস-কংগ্রেস বিধায়করা বিধানসভায় প্রবেশ করবেন ৷ এদিকে এক অডিও বার্তায় কংগ্রেস অভিযোগ করেছে ইয়েদুরাপ্পার ছেলে টাকা ছড়িয়ে বিধায়ক কেনাবেচার কাজ সুরু করেছে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
জেডিএস-কংগ্রেস জুটিকে সুপ্রিম ধাক্কা, প্রোটেম স্পিকার বোপ্পাইয়াই বিধানসভায় আস্থাভোট নেবেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement