জেডিএস-কংগ্রেস জুটিকে সুপ্রিম ধাক্কা, প্রোটেম স্পিকার বোপ্পাইয়াই বিধানসভায় আস্থাভোট নেবেন
Last Updated:
সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল জেডিএস-কংগ্রেস জুটি ৷ কর্ণাটক বিধানসভার পাঁচ বারের বিধায়ক ৬২ বছরের কেজি বোপ্পাইয়াকেই বহাল রাখল শীর্ষ আদালত
#বেঙ্গালুরু: সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল জেডিএস-কংগ্রেস জুটি ৷ কর্ণাটক বিধানসভার পাঁচ বারের বিধায়ক ৬২ বছরের কেজি বোপ্পাইয়াকেই প্রোটেম স্পিকার হিসাবে বহাল রাখল শীর্ষ আদালত । রাজ্য রাজনীতিতে তিনি মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার ঘরের ছেলে বলেই পরিচিত। প্রোটেম স্পিকারের নিয়োগ অসাংবিধানিক দাবি করেই সুপ্রিম কোর্টে মামলা করেছিল কংগ্রেস-জেডিএস জুটি ৷ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে মামলা খারিজ হয়ে যায় ৷ ফলে কর্ণাটকে আপাতত চাপে কংগ্রেস-জেডিএস জুটি ৷
২০০০ সালে দক্ষিণের এই রাজ্যে প্রথম বিজেপি সরকারে কেজি বোপ্পাইয়াই ছিলেন স্পিকার। কর্ণাটকের বর্তমান প্রোটেম স্পিকার কেজি বোপাইয়াই আজ বিকেল ৪টেয় কর্ণাটক বিধানসভায় আস্থাভোটে নেতৃত্ব দেবেন ৷
এর আগে একক সব থেকে বড় দল হিসাবে বিজেপিকে সরকার গঠনে আমন্ত্রণ জানিয়েছিল বিজেপি ৷ রাজ্যপাল শক্তি প্রমাণে ১৫ দিনের সময় সীমাকে দিয়ে ছিলেন ৷ গতাকালই শীর্ষ আদালত সেই সময়সীমা খারিজ করে আজই ইয়েদুরাপ্পাকে আস্থাভোটের মাধ্যমে বিধানসভায় শক্তির পরীক্ষা দেওয়ার নির্দেশ দিয়েছে ৷
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী বিস ইয়েদুরাপ্পা নিশ্চিত আস্থাভোটে শক্তি প্রমাণ করতে পারার ব্যাপারে ৷ অন্যদিকে কংগ্রেস-জেডিএস দাবি করেছে বিজেপি আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবেনা ৷ ইতিমধ্য়েই কর্ণাটক বিধানসভায় জেডিএস-কংগ্রেস বিধায়করা বিধানসভায় প্রবেশ করবেন ৷ এদিকে এক অডিও বার্তায় কংগ্রেস অভিযোগ করেছে ইয়েদুরাপ্পার ছেলে টাকা ছড়িয়ে বিধায়ক কেনাবেচার কাজ সুরু করেছে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 19, 2018 12:17 PM IST