Kerala Woman Influencer Arrest: যৌন হয়রানির অভিযোগ তুলে ভিডিও, অপমানে নিজেকে শেষ করলেন অভিযুক্ত! কেরলে গ্রেফতার মহিলা ইনফ্লুয়েন্সার
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ওই মহিলা ইনফ্লুয়েন্সার-এর বিরুদ্ধে দীপক ইউ নামে এক ব্যক্তিকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে৷
বাসে এক পুরুষ সহযাত্রী তাঁর শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ করেছিলেন জনপ্রিয় মহিলা ইনফ্লুয়েন্সার৷ সেই ভিডিও ভাইরাল হওয়ার পর আত্মঘাতী হন অভিযুক্ত ওই ব্যক্তি৷ সেই ঘটনায় এবার গ্রেফতার করা হল ৩৫ বছর বয়সি ওই মহিলা ইনফ্লুয়েন্সারকে৷ ধৃত ওই ইনফ্লুয়েন্সার-এর নাম সিমঝিতা মুস্তাফা৷
ওই মহিলা ইনফ্লুয়েন্সার-এর বিরুদ্ধে দীপক ইউ নামে এক ব্যক্তিকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে৷ গত সপ্তাহেই একটি ভিডিও পোস্ট করেন ওই তরুণী৷ একটি ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করে তিনি অভিযোগ করেন, বাসে একসঙ্গে সফরের সময় দীপক ইউ মামে ৪২ বছর বয়সি ওই ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে তাঁর শ্লীলতাহানি করেছেন৷ ওই তরুণী অভিযোগ করেন, এটা কোনও দুর্ঘটনা অথবা অনিচ্ছাকৃত ভাবে হয়নি৷ ওই ব্যক্তি আমার সম্মতি না নিয়েই আমাকে স্পর্শ করেন৷ আমার সামনে বসা এক মহিলাকে একইভাবে স্পর্শ করতে দেখে আমি ভিডিও রেকর্ড করতে শুরু করি৷ তার পরেও একই কাজ চালিয়ে যান তিনি৷ এমন কি, এর পরে আমাকেও স্পর্শ করেন তিনি৷ এর থেকেই স্পষ্ট উনি ইচ্ছে করেই এই কাজ করেন এবং নিশ্চিত ছিলেন যে এর জন্য তাঁকে কোনও শাস্তি পেতে হবে না৷
advertisement
সিমঝিতা মুস্তাফার এই ভিডিও দ্রুত সমাজমাধ্যমে ভাইরাল হয়৷ এই ঘটনার দু দিন পর কোঝিকোড়ের বাড়িতে দীপককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর বাবা-মা৷ দীপক তাঁদের একমাত্র সন্তান ছিলেন৷ দীপকের বাবা-মায়ের দাবি, তাঁদের ছেলে নিরপরাধ ছিল এবং এই ঘটনায় প্রচণ্ড অপমানিত বোধ করতে শুরু করেছিল৷ দু দিন ধরে কিছু খাননি দীপক৷ এমন কি, শনিবার নিজের জন্মদিনেও কিছু মুখে তোলেননি তিনি৷
advertisement
advertisement
দীপকের মা বলেন, আমার ছেলে এই অপমান সহ্য করতে পারেনি৷ কোনওদিন কেউ ওর বিরুদ্ধে কোনও অভিযোগ তুলতে পারেনি৷
দীপকের মৃত্যুর পরই ওই মহিলা ইনফ্লুয়েন্সার সিমঝিতা নিজের প্রথম ভিডিও-টি ডিলিট করে দেন৷ তার পর নিজের তোলা অভিযোগের পক্ষে সওয়াল করে আরও একটি ভিডিও পোস্ট করেন তিনি৷ পরে সেই ভিডিওটিও তিনি প্রাইভেট করে দেন৷
advertisement
গত সোমবার পুলিশ সিনঝিতার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করে৷ কেরলের রাজ্য মানবাধিকার কমিশনও পুলিশকে ঘটনার তদন্তের নির্দেশ দেয় এবং এক সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য নর্থ জোনের ডিআইজি-কে নির্দেশ দেয়৷ শেষ পর্যন্ত বুধবার ওই মহিলা ইনফ্লুয়েন্সারকে গ্রেফতার করা হয়৷
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 21, 2026 7:38 PM IST









