Kerala Woman Influencer Arrest: যৌন হয়রানির অভিযোগ তুলে ভিডিও, অপমানে নিজেকে শেষ করলেন অভিযুক্ত! কেরলে গ্রেফতার মহিলা ইনফ্লুয়েন্সার

Last Updated:

ওই মহিলা ইনফ্লুয়েন্সার-এর বিরুদ্ধে দীপক ইউ নামে এক ব্যক্তিকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে৷

মৃত দীপক ইউ এবং ধৃত ইনফ্লুয়েন্সার সিনঝিতা মুস্তাফা৷
মৃত দীপক ইউ এবং ধৃত ইনফ্লুয়েন্সার সিনঝিতা মুস্তাফা৷
বাসে এক পুরুষ সহযাত্রী তাঁর শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ করেছিলেন জনপ্রিয় মহিলা ইনফ্লুয়েন্সার৷ সেই ভিডিও ভাইরাল হওয়ার পর আত্মঘাতী হন অভিযুক্ত ওই ব্যক্তি৷ সেই ঘটনায় এবার গ্রেফতার করা হল ৩৫ বছর বয়সি ওই মহিলা ইনফ্লুয়েন্সারকে৷ ধৃত ওই ইনফ্লুয়েন্সার-এর নাম সিমঝিতা মুস্তাফা৷
ওই মহিলা ইনফ্লুয়েন্সার-এর বিরুদ্ধে দীপক ইউ নামে এক ব্যক্তিকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে৷ গত সপ্তাহেই একটি ভিডিও পোস্ট করেন ওই তরুণী৷ একটি ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করে তিনি অভিযোগ করেন, বাসে একসঙ্গে সফরের সময় দীপক ইউ মামে ৪২ বছর বয়সি ওই ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে তাঁর শ্লীলতাহানি করেছেন৷ ওই তরুণী অভিযোগ করেন, এটা কোনও দুর্ঘটনা অথবা অনিচ্ছাকৃত ভাবে হয়নি৷ ওই ব্যক্তি আমার সম্মতি না নিয়েই আমাকে স্পর্শ করেন৷ আমার সামনে বসা এক মহিলাকে একইভাবে স্পর্শ করতে দেখে আমি ভিডিও রেকর্ড করতে শুরু করি৷ তার পরেও একই কাজ চালিয়ে যান তিনি৷ এমন কি, এর পরে আমাকেও স্পর্শ করেন তিনি৷ এর থেকেই স্পষ্ট উনি ইচ্ছে করেই এই কাজ করেন এবং নিশ্চিত ছিলেন যে এর জন্য তাঁকে কোনও শাস্তি পেতে হবে না৷
advertisement
সিমঝিতা মুস্তাফার এই ভিডিও দ্রুত সমাজমাধ্যমে ভাইরাল হয়৷ এই ঘটনার দু দিন পর কোঝিকোড়ের বাড়িতে দীপককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর বাবা-মা৷ দীপক তাঁদের একমাত্র সন্তান ছিলেন৷ দীপকের বাবা-মায়ের দাবি, তাঁদের ছেলে নিরপরাধ ছিল এবং এই ঘটনায় প্রচণ্ড অপমানিত বোধ করতে শুরু করেছিল৷ দু দিন ধরে কিছু খাননি দীপক৷ এমন কি, শনিবার নিজের জন্মদিনেও কিছু মুখে তোলেননি তিনি৷
advertisement
advertisement
দীপকের মা বলেন, আমার ছেলে এই অপমান সহ্য করতে পারেনি৷ কোনওদিন কেউ ওর বিরুদ্ধে কোনও অভিযোগ তুলতে পারেনি৷
দীপকের মৃত্যুর পরই ওই মহিলা ইনফ্লুয়েন্সার সিমঝিতা নিজের প্রথম ভিডিও-টি ডিলিট করে দেন৷ তার পর নিজের তোলা অভিযোগের পক্ষে সওয়াল করে আরও একটি ভিডিও পোস্ট করেন তিনি৷ পরে সেই ভিডিওটিও তিনি প্রাইভেট করে দেন৷
advertisement
গত সোমবার পুলিশ সিনঝিতার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করে৷ কেরলের রাজ্য মানবাধিকার কমিশনও পুলিশকে ঘটনার তদন্তের নির্দেশ দেয় এবং এক সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য নর্থ জোনের ডিআইজি-কে নির্দেশ দেয়৷ শেষ পর্যন্ত বুধবার ওই মহিলা ইনফ্লুয়েন্সারকে গ্রেফতার করা হয়৷
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kerala Woman Influencer Arrest: যৌন হয়রানির অভিযোগ তুলে ভিডিও, অপমানে নিজেকে শেষ করলেন অভিযুক্ত! কেরলে গ্রেফতার মহিলা ইনফ্লুয়েন্সার
Next Article
advertisement
Sunderban Tourist Death: লঞ্চে রাত কাটাতে গিয়ে পা পিছলে মাতলায়, সুন্দরবনে চার দিন পর নদীতে ভেসে উঠল পর্যটকের দেহ!
লঞ্চে রাত কাটাতে গিয়ে পা পিছলে মাতলায়, সুন্দরবনে চার দিন পর নদীতে ভেসে উঠল পর্যটকের দেহ!
  • সুন্দরবনের নদীতে ভেসে উঠল পর্যটকের দেহ৷

  • মাতলা নদীতে রাত কাটাতে গিয়ে দুর্ঘটনা৷

  • মৃত্যু গড়িয়ার বাসিন্দা সুমন পালের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement