'নিজের বক্তব্য প্রমাণ করতে না পারলে মুখ্যমন্ত্রী পদত্যাগ করবেন তো?' বিজয়নকে চ্যালেঞ্জ রাজ্যপালের
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
২৩ অক্টোবর কেরলের ৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করার নির্দেশ দেন রাজ্যপাল আরিফ মহম্মদ খান। যদিও রাজ্যপালের এই নির্দেশকে উপেক্ষা করার জন্য ওই উপাচার্যদের পরামর্শ দিয়েছে কেরলের পিনারাই বিজয়ন সরকার
#কেরল: ২৩ অক্টোবর কেরলের ৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করার নির্দেশ দেন রাজ্যপাল আরিফ মহম্মদ খান। যদিও রাজ্যপালের এই নির্দেশকে উপেক্ষা করার জন্য ওই উপাচার্যদের পরামর্শ দিয়েছে কেরলের পিনারাই বিজয়ন সরকার।
আজ, বৃহস্পতিবার রাজ্যপাল এএম খান সাংবাদিকদের কাছে চ্যালেঞ্জ ছুঁড়লেন পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে! তাঁর ভাষায়, '' কেরলের মুখ্যমন্ত্রী বলছেন, আমি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বিরুদ্ধে পদক্ষেপ করছি, কারণ আমি নাকি আরএসএস-এর লোকদের আনতে চাই। আমি বলছি, আমি যদি আমার ক্ষমতা ব্যবহার করে একজনকে মনোনয়ন দিই, শুধু আরএসএস নয়, যে- কোনও একজন মানুষকেও মনোনয়ন দিই, আমি পদত্যাগ করব। কিন্তু মুখ্যমন্ত্রী যদি নিজের বক্তব্য প্রমাণ করতে না পারে, তিনি কি পদত্যাগ করতে পারবেন?''
advertisement
#WATCH | (Kerala CM) saying I am doing this (action against VCs) to bring RSS people. If I have nominated even one person, not just of RSS, any person, using my authority, then I will resign. Will he (CM) be able to resign if he is not able to prove it?: Kerala Governor AM Khan pic.twitter.com/znoWBu9iU3
— ANI (@ANI) November 3, 2022
advertisement
advertisement
রাজভবন সূত্রের দাবি, ওই বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-র নিয়ম মান্য করা হয়নি। ২৪ অক্টোবর সকাল সাড়ে ১১টার মধ্যে ওই উপাচার্যদের ইস্তফা দেওয়ার নির্দেশ দেন রাজ্যপাল। রাজ্যপাল যে ৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পদত্যাগ করতে বলেছেন, তাঁদের মধ্যে কেরল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভিপি মহাদেবন পিল্লাইয়ের আগামী ২৪ অক্টোবর অবসর নেওয়ার কথা। অন্য দিকে, এপিজে আব্দুল কালাম টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এমএস রাজশ্রীর নিয়োগ বাতিল করেছে সুপ্রিম কোর্ট।রাজভবনের তরফে টুইটে দাবি, রাজশ্রীর নিয়োগের মতোই শীর্ষ আদালতের ২১ তারিখের রায়ের ভিত্তিতে বাকি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
Location :
First Published :
November 03, 2022 2:38 PM IST