বন্যার পর এবার নয়া আতঙ্ক কেরলে, ইঁদুর জ্বরে মৃত ১৫, আক্রান্ত প্রায় ৩৫০
Last Updated:
বন্যার ক্ষতির ধাক্কা সামলে উঠতে না উঠতেই কেরলে এবার ইঁদুর জ্বর বা লেপটোপাইরোসিস-এর প্রকোপ ৷
#তিরুঅনন্তপুরম: বন্যাপীড়িত কেরলে নয়া আতঙ্ক ৷ বন্যার ক্ষতির ধাক্কা সামলে উঠতে না উঠতেই কেরলে এবার ইঁদুর জ্বর বা লেপটোপাইরোসিস-এর প্রকোপ ৷ আক্রান্তের সংখ্যা ৩৭২ ছাড়িয়েছে ৷ জলবাহিত এই রোগে রবিবার কোঝিকোড়েতে আক্রান্ত এক মহিলার মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে হল ১৫ ৷
গত দুদিনে কেরলে এই ইঁদুর জ্বর বা লেপটোপাইরোসিস-এর কারণে আট জনের মৃত্যু হয়েছে ৷ যদিও স্বাস্থ্য মন্ত্রী কেকে শৈলজা জানিয়েছেন, আতঙ্কের কারণ নেই ৷ সরকারের তরফে এই রোগ প্রতিরোধের সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ যদিও জলবাহিত এই রোগ থেকে সংক্রমণ এড়াতে সতর্কতা জারি করা হয়েছে ৷
আরও পড়ুন
advertisement
চুল স্ট্রেট করার পরই বিপত্তি, সামলাতে না পেরে চরম পদক্ষেপ ছাত্রীর
বিশেষজ্ঞরা জানিয়েছেন, লেপটোপাইরোসিস আসলে লেপ্টোসপিরা নামে একটি বিশেষ ধরনের ব্যাকটেরিয়া ঘটিত অসুখ ৷ ইঁদুর এই ব্যাকটেরিয়ার বাহক ৷ দূষিত জল থেকে ছড়ায় এই সংক্রমণ ৷ বন্যার দূষিত জলের কারণেই কেরলের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে এই ব্যাধি ৷
advertisement
প্রাকৃতিক দুর্যোগের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই ইঁদুর জ্বরের আতঙ্ক ৷ লেপটোপাইরোসিস-এ আক্রান্ত ব্যক্তিদের মধ্যে জ্বরের পাশাপাশি পেশিতে অসহ্য ব্যথা ও মাথা ধরে থাকার মতো উপসর্গ দেখা যায় ৷ কেরলে এখনও পর্যন্ত ৩৭২ জন আক্রান্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে ৷ এর মধ্যে ১৫০ জনের রক্ত পরীক্ষায় লেপটোপাইরোসিস-এর উপস্থিতি মিলেছে ৷
advertisement
এর মধ্যে সবথেকে বেশি প্রভাব পড়েছে কোঝিকোড়ে ৷ গতকাল পর্যন্ত কোঝিকোড়েতেই ২৮ জন লেপটোপাইরোসিস আক্রান্তের খবর মিলেছে ৷ এছাড়া ইঁদুর জ্বরের প্রকোপ ছড়িয়েছে মালাপ্পুরম, আল্লাপুজা, থ্রিসুরের মতো কেরলের বেশ কিছু রাজ্যে ৷
স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজা রাজ্যবাসীকে জ্বর হলে ডাক্তার না দেখিয়ে ওষুধ খাওয়ার ব্যাপারে সতর্ক করেছেন ৷ একইসঙ্গে আক্রান্ত এলাকার বাসিন্দাদের আশ্বস্ত করে জানিয়েছেন, প্যানিকের কোনও কারণ নেই সমস্ত হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ ওষুধ মজুদ আছে ৷ একই সঙ্গে বন্যা দুর্গত মানুষদের প্রতিষেধক হিসেবে ডাক্তারের পরামর্শে doxycycline ওষুধ খাওয়ার কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 04, 2018 8:27 AM IST