বন্যার পর এবার নয়া আতঙ্ক কেরলে, ইঁদুর জ্বরে মৃত ১৫, আক্রান্ত প্রায় ৩৫০

Last Updated:

বন্যার ক্ষতির ধাক্কা সামলে উঠতে না উঠতেই কেরলে এবার ইঁদুর জ্বর বা লেপটোপাইরোসিস-এর প্রকোপ ৷

 #তিরুঅনন্তপুরম: বন্যাপীড়িত কেরলে নয়া আতঙ্ক ৷ বন্যার ক্ষতির ধাক্কা সামলে উঠতে না উঠতেই কেরলে এবার ইঁদুর জ্বর বা লেপটোপাইরোসিস-এর প্রকোপ ৷ আক্রান্তের সংখ্যা ৩৭২ ছাড়িয়েছে ৷ জলবাহিত এই রোগে রবিবার কোঝিকোড়েতে আক্রান্ত এক মহিলার মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে হল ১৫ ৷
গত দুদিনে কেরলে এই ইঁদুর জ্বর বা লেপটোপাইরোসিস-এর কারণে আট জনের মৃত্যু হয়েছে ৷ যদিও স্বাস্থ্য মন্ত্রী কেকে শৈলজা জানিয়েছেন, আতঙ্কের কারণ নেই ৷ সরকারের তরফে এই রোগ প্রতিরোধের সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ যদিও জলবাহিত এই রোগ থেকে সংক্রমণ এড়াতে সতর্কতা জারি করা হয়েছে ৷
আরও পড়ুন 
advertisement
চুল স্ট্রেট করার পরই বিপত্তি, সামলাতে না পেরে চরম পদক্ষেপ ছাত্রীর
বিশেষজ্ঞরা জানিয়েছেন, লেপটোপাইরোসিস আসলে লেপ্টোসপিরা নামে একটি বিশেষ ধরনের ব্যাকটেরিয়া ঘটিত অসুখ ৷ ইঁদুর এই ব্যাকটেরিয়ার বাহক ৷ দূষিত জল থেকে ছড়ায় এই সংক্রমণ ৷ বন্যার দূষিত জলের কারণেই কেরলের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে এই ব্যাধি ৷
advertisement
প্রাকৃতিক দুর্যোগের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই ইঁদুর জ্বরের আতঙ্ক ৷ লেপটোপাইরোসিস-এ আক্রান্ত ব্যক্তিদের মধ্যে জ্বরের পাশাপাশি পেশিতে অসহ্য ব্যথা ও মাথা ধরে থাকার মতো উপসর্গ দেখা যায় ৷ কেরলে এখনও পর্যন্ত ৩৭২ জন আক্রান্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে ৷ এর মধ্যে ১৫০ জনের রক্ত পরীক্ষায় লেপটোপাইরোসিস-এর উপস্থিতি মিলেছে ৷
advertisement
এর মধ্যে সবথেকে বেশি প্রভাব পড়েছে কোঝিকোড়ে ৷ গতকাল পর্যন্ত কোঝিকোড়েতেই ২৮ জন লেপটোপাইরোসিস আক্রান্তের খবর মিলেছে ৷ এছাড়া ইঁদুর জ্বরের প্রকোপ ছড়িয়েছে মালাপ্পুরম, আল্লাপুজা, থ্রিসুরের মতো কেরলের বেশ কিছু রাজ্যে ৷
স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজা রাজ্যবাসীকে জ্বর হলে ডাক্তার না দেখিয়ে ওষুধ খাওয়ার ব্যাপারে সতর্ক করেছেন ৷ একইসঙ্গে আক্রান্ত এলাকার বাসিন্দাদের আশ্বস্ত করে জানিয়েছেন, প্যানিকের কোনও কারণ নেই সমস্ত হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ ওষুধ মজুদ আছে ৷ একই সঙ্গে বন্যা দুর্গত মানুষদের প্রতিষেধক হিসেবে ডাক্তারের পরামর্শে doxycycline ওষুধ খাওয়ার কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বন্যার পর এবার নয়া আতঙ্ক কেরলে, ইঁদুর জ্বরে মৃত ১৫, আক্রান্ত প্রায় ৩৫০
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement