Kerala Flood: বন্যা পরিস্থিতির উন্নতি, নিপার পর সবথেকে বড় বিপর্যয়ের মুখোমুখি কেরল
Last Updated:
আর যেন বৃষ্টি না হয়। ঈশ্বরের নিজের রাজ্য কেরলে এখন এটাই প্রার্থনা।
#তিরুঅনন্তপুরম : ৮৭ বছরে এমন ভয়াবহ বন্যা পরিস্তির মুখোমুখি হয়নি কেরল ৷ টানা দেড় সপ্তাহ পর সূর্যের মুখ দেখল ‘ভগবানের আপন দেশ’। নতুন করে বৃষ্টি না হওয়ায় স্বস্তি। বৃষ্টি কমায় বহু জায়গায় নামছে জলস্তর ৷ জল নামছে পাণ্ডালাম, পাথানামথিতায় ৷ স্বাভাবিক ছন্দে ফিরছে ইদুক্কি ৷ একইসঙ্গে গতি বেড়েছে উদ্ধারকাজেও। যদিও উদ্ধারকারীদের দাবি এখনও অনেক কাজ বাকি। পুরো দমে উদ্ধারকাজ চালাচ্ছে এনডিআরএফ, বিএসএফ, কোস্ট গার্ড, সেনাবাহিনী, বায়ুসেনা ৷
বেশিরভাগ জায়গায় চালু এটিএম পরিষেবা ৷ শহরাঞ্চলেও স্বাভাবিকের পথে যান চলাচল ৷ জল নামতেই বহু জায়গায় জলবাহিত রোগের প্রকোপ দেখা গিয়েছে ৷ কেরলে বন্যায় এখনও পর্যন্ত মৃত ৩৬০ জন মানুষ ৷ বিভিন্ন ত্রাণ শিবিরে প্রায় ১০ লক্ষ মানুষ আশ্রয় পেয়েছেন ৷
আরও পড়ুন
advertisement
advertisement
এই পরিস্থিতিতে গতকালই কোচির নৌসেনার ঘাঁটিতে নেমেছে বিমান। রাজ্যের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পাল্লাকাদে ইতিমধ্যেই পৌঁছেছে ত্রাণ। অন্যদিকে, কেরল থেকে সোমবার রাতেই হাওড়াও পৌঁছেছে উদ্ধারকারী প্রথম ট্রেন ৷ বহু দুর্ভোগের পর মৃত্যুমুখ থেকে ঘরে ফিরলেন কেরলে আটকে পড়া রাজ্যের প্রায় ১৫০০ বাসিন্দা ৷
আরও পড়ুন
advertisement
প্রায় দেড় সপ্তাহ শুধুই জল ছবি। অবশেষে সূর্যের মুখ দেখল কেরল। পাল্লাকাদে, চেন্নাগুরি-সহ রাজ্যের একাধিক এলাকায় স্বস্তি ফিরল। রাস্তায় স্বাভাবিক জনজীবনের ছবি।
এটা পাল্লাকাদের টোলপ্লাজা। রাজ্যের বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই জেলা। বৃষ্টি কমতে সোমবার থেকে ত্রাণের গাড়ি ঢুকতে শুরু করছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের সিদ্ধান্ত ত্রাণের গাড়ি থেকে কোনও টোল নেওয়া হবে না। তিরুবন্তপুরমের ত্রাণ শিবিরে এদিনও যোগ দিয়েছেন কয়েক হাজার মানুষ।
advertisement
আর যেন বৃষ্টি না হয়। ঈশ্বরের নিজের রাজ্য কেরলে এখন এটাই প্রার্থনা। মৌসম ভবনের পূর্বাভাস, ২৫ অগাস্ট পর্যন্ত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এই পরিস্থিতিতে ত্রাণ ও উদ্ধার এখন নতুন চ্যালেঞ্জ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 21, 2018 10:28 AM IST