Kerala Election Results 2021: প্রথা ভাঙছে কেরল, দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় ফিরতে চলেছে পিনারাই বিজয়ন
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Kerala Election Results 2021: বিপুল আসন নিয়ে ক্ষমতায় ফিরছে বামেরাই
#তিরুবনন্তপুরম: করোনা পরিস্থিতি দক্ষতার সঙ্গে সামলানোর পুরস্কার পেতে চলেছে কেরলের পিনারাই বিজয়ন (Pinarai) সরকার (Kerala Government)। ইতিহাস তৈরি করে দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় ফিরতে চলেছে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। সাড়ে ১২টার মধ্যেই প্রায় পরিষ্কার হয়ে গেছে দ্বিতীয় বারের জন্য ক্ষমতা দখল করতে চলেছে বাম নেতৃত্বাধীন লেফট ডেমোক্রিটিক ফ্রন্ট।
১৪০ আসনের কেরল বিধানসভায় এখনও পর্যন্ত ৯৬টি আসনে এগিয়ে আসনে রয়েছে বামেরা। অনেকটাই পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইউডিএফ। এগিয়ে রয়েছে ৪৩টি আসনে। বিজেপি আপাতত এগিয়ে ১টি আসনে।
কেরলে গত ৪০ বছরে কোনও রাজনৈতিক দলই দ্বিতীয়বার কেরলের ক্ষমতায় ফিরতে পারেনি। কেরলে সিপিএম অভাবনীয় সাফল্যের জন্য দলীয় কর্মী ও কেরলবাসীকে শুভেচ্ছা জানান সিপিএম নেতা প্রকাশ কারাত।
advertisement
advertisement
This is a significant victory as in past 40 yrs no govt re-elected for a 2nd successive term. This shows people of Kerala have appreciated performance of Pinarayi Vijayan govt, the way it tackled floods, COVID&pro-people development: CPIM's Prakash Karat on LDF leading in Kerala pic.twitter.com/EK2Lo7Zufk
— ANI (@ANI) May 2, 2021
advertisement
এই মুহূর্তে দেশের একমাত্র বামশাসিত রাজ্য কেরল। কেরল বিধানসভায় মোট আসন ১৪০। অর্থাৎ বিধানসভায় সরকার গঠন করতে প্রয়োজন ৭১টি আসন। কেরলের লড়াই মূলত কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট বনাম সিপিএম নেতৃত্বাধীন লেফ্ট ডেমোক্র্যাটিক ফ্রন্টের। যদিও প্রতি ৫ বছর অন্তর একবার বাম, একবার কংগ্রেস ক্ষমতায় আসে এই রাজ্যে।
গত ৬ এপ্রিল একদফায় কেরলবাসী জানিয়ে দিয়েছেন নিজের মত। কেরালা বিধানসভায় ক্ষমতা দখলের জন্য দরকার ৭১ আসন।
advertisement
উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচবে কেরলের ২০টি আসনের মধ্যে ১৯টিতেই জিতেছিল কংগ্রেস। রাহুল গান্ধী নিজে কেরলের ওয়ানাড থেকে জিতেছিলেন। তাই ২০২১ সালে ইউডিএফ-এর ক্ষমতায় আসার সম্ভাবনা তুমুল। কিন্তু সমীকরণ বদলে যায় করোনার প্রথম ও দ্বিতীয় -দুপর্যায়েই। সরকার ও প্রশাসনের জনমুখী পরিকল্পনা পিনারাজ বিজয়ন সরকারকে ফের ক্ষমতার সামনা-সামনি এনে দেয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 02, 2021 12:55 PM IST