হোম /খবর /দেশ /
একলাফে ৬০০০! ক্রমশ চওড়া হচ্ছে করোনার থাবা, আজ উচ্চ পর্যায়ের বৈঠকে কেন্দ্র

Corona Virus: সাত দিনেই তিনগুণ সংক্রমণ! চওড়া হচ্ছে করোনার থাবা, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ হাজার, উচ্চ পর্যায়ের বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী

২০২৩ সালের মার্চের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সংগৃহীত নমুনার মধ্যে, ওমিক্রনের XBB সাবলিনিয়েজই শতাংশের হিসাবে বেশি মিলেছে।

  • Share this:

নয়াদিল্লি: দেশে ক্রমশই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা৷ গত সাতদিনে তিনগুণ হয়েছে করোনা সংক্রমণ৷ পরিস্থিতি বুঝতে, এবং প্রয়োজনীয় পদক্ষেপ করতে শুক্রবার উচ্চ পর্যায়ের বৈঠক করতে চলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য৷ ভার্চুয়াল বৈঠকটি বিভিন্ন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং NTGAI (ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইমিউনাইজেশন) আধিকারিকেরা।

অন্যদিকে, শুক্রবারের কোভিড পরিসংখ্যান বলছে, গত একদিনে ভারতে নতুন করে ৬ হাজার ৫০ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন৷ গত ২০০ দিনের মধ্যে যা সবচেয়ে বেশি৷ সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২৮,৩০৩।

আরও পড়ুন: পৈশাচিক কাণ্ড! সাপের থেকে বদলা নিতে সাপকেই কামড়, ভাইরাল ভিডিও

জানা গিয়েছে, ভারতের মূলত কেরল, দিল্লি, হিমাচল প্রদেশ, হরিয়ানা এবং উত্তর প্রদেশের মতো রাজ্যগুলিতে করোনা সংক্রমণ বেড়েছে। বৃহস্পতিবার কেরলে এক দিনে করোনা আক্রান্ত হয়েছেন ১,৯১২ জন৷

গত এক সপ্তাহের পরিসংখ্যান তুলনা করে জানা গিয়েছে, গত সাতদিনে গড় আক্রান্তের সংখ্যা তিনগুণ হয়েছে। গত সপ্তাহে (মার্চ ৩০-এপ্রিল ৫), ভারতে ২৬,৩৬১টি নতুন কেস ধরা পড়েছিল, যা আগের সাত দিনের সংখ্যার দ্বিগুণ (১৩,২৭৪)। গত সাত দিনে মোট মৃতের সংখ্যা ৪৮।

COVID ভ্যারিয়েন্ট সম্পর্ক সতর্ক থাকতে হবে---

সর্বশেষ INSACOG বুলেটিন অনুসারে, নতুন রিকম্বিন্যান্ট করোনভাইরাসের নাম XBB.1.16 ৷ যা এখনও পর্যন্ত ভারতের ৩৮.২ শতাংশ সংক্রমণের জন্য দায়ী৷

আরও পড়ুন: প্রেমিক নিখোঁজ! জঙ্গল ছেড়ে ফেরার সঙ্গীও! দুই চিতার খোঁজে হন্যে বনকর্মীরা, মধ্যপ্রদেশে চরম আতঙ্ক!

গত ২৭ মার্চের বুলেটিন বলছে, ২০২৩ সালের মার্চের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সংগৃহীত নমুনার মধ্যে, ওমিক্রনের XBB সাবলিনিয়েজই শতাংশের হিসাবে বেশি মিলেছে।

এছাড়াও, দেশের কিছু অংশে BA.2.10 এবং BA.2.75 সাবলিনিয়েজের প্রভাব অব্যাহত রয়েছে।

INSACOG-এর তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী, গত ২৮ দিনে প্রায় ৩.৭ মিলিয়ন মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন৷ মারা গিয়েছেন ২৬,০০০ মানুষ।

Published by:Satabdi Adhikary
First published:

Tags: Corona Virus