শবরীমালায় সুপ্রিম রায়কে কেন সমর্থন ? রাগে পুড়িয়ে দেওয়া হল আশ্রম
Last Updated:
#তিরুঅনন্তপুরম: কেরলের তিরুবনন্তপুরমে একটি আশ্রমে আগুন। গভীর রাতে অজ্ঞাতপরিচয় কেউ বা কারা স্বামী সন্দিপানন্দ গিরির এই আশ্রমে আগুন লাগিয়ে যায়। তিনটি গাড়িতেও আগুন লাগান হয়। তবে হতাহতের কোনও খবর নেই। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুমান, শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশ সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছিল এই আশ্রম ৷ যার ক্ষোভে বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে দেয় আশ্রমে ৷
advertisement
সূত্রের খবর, দু’টো গাড়ি এবং দু’চাকার একটি গাড়ি শুক্রবার গভীর রাতে আশ্রমের সামনে আসে ৷ সেই গাড়ি থেকেই নেমে আসে বেশ কিছু দুষ্কৃতি ৷ তারাই আগুন লাগিয়ে দেয় আশ্রমে ৷ গোটা আশ্রম পুড়ে ছাই হয়ে যায় ৷ আগুনের অস্তিত্ব টের পেতেই আশ্রম ছেড়ে বেরিয়ে আসেন সকলে ৷ যার জেরে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি ৷
advertisement
এই ঘটনার পরিপ্রেক্ষিতে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, ‘কেউ এভাবে নিজের হাতে আইন তুলে নিতে পারে না ৷ যারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তাদের শাস্তি হবেই ৷’
অন্যদিকে, রাজ্যের অর্থমন্ত্রী টি এম টমাস এই ঘটনার জন্য সংঘ পরিবারকেই দায়ী করলেন সরাসরি ৷ তাঁর দাবি, ‘রাজ্যে বিশৃঙ্খলা তৈরির জন্যই এহেন কাণ্ড ঘটাচ্ছে সংঘ পরিবার ৷’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 27, 2018 11:14 AM IST