স্কুল বাস-চালকের হাতে ধর্ষণের শিকার সাড়ে তিন বছরের শিশুকন্যা

Last Updated:
#নয়ডা: নৃশসং! সাড়ে তিন বছরের শিশুকন্যাকে ধর্ষণ ৷ স্কুলের বাস ড্রাইভার ‘কাকু’-র হাতে ধর্ষণের শিকার শিশুকন্যাটি ৷ ঘটনাস্থল গ্রেটার নয়ডা ৷
নিগৃহিতা শিশুটির পরিবারের তরফে জানা গিয়েছে, গ্রেটার নয়ডার সেক্টর ৭০-তে একটি কিন্ডারগার্টেনে ছাত্রী ছিল শিশুকন্যাটি ৷ শিশুটির মা বাবা দু’জনেই বেসরকারি সংস্থায় কর্মরত ৷ সেই কারণে স্কুলে যাতায়াতের জন্য স্কুলবাসই ছিল ভরসা ৷ সেই স্কুল বাসের ড্রাইভারের হাতেই যৌন নিগ্রহের স্বীকার শিশুকন্যাটি ৷
শিশুটির মা জানান, ‘চলতি মাসের শুরুতে ঘটনাটি ঘটে ৷ গত ৯ অক্টোবর অফিসে কাজে ব্যস্ত ছিলাম আমি ৷ মেয়েকে আনতে আমার স্বামী যান বাস স্টপে ৷ স্কুল বাস থেকে নামার পর বাবাকে দেখেই চিৎকার করে কেঁদে ওঠে ৷’ কিন্তু কেন কাঁদছে তাঁর মেয়ে ? সেটা প্রথমে বুঝে উঠতে পারেনি তার বাবা ৷
advertisement
advertisement
পরে শিশুটিকে জিজ্ঞেস করতেই জানা যায় সেই ভয়ঙ্কর তথ্য ৷ শিশুকন্যাটি বলে, ‘‘ড্রাইভার ভাইয়া’ বাসে আমার জামাকাপড় খুলে দেয় জোর করে ৷ এরপর আমার গোপনাঙ্গে হাত দেয়’’ ৷ এরপরই শিশুটির গোটা বক্তব্য রেকর্ড করে তার মা ৷ সেটি দেখেও ভয় পেয়ে যায় শিশুটি ৷ বলে, ‘ভাইয়া জানতে পারলে আমাকে মারবে ৷ প্লিজ তুমি এমন করোনা ৷’
advertisement
এরপরই শিশুটির মা স্কুলের প্রিন্সিপাল এবং ক্লাসটিচারকে জানান গোটা বিষয়টি ৷ অভিযুক্ত বাস চালকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেয় স্কুল কর্তৃপক্ষ ৷ এরপর বেশ কিছুদিন কেটে গেলেও ফোন করে শিশুটির শারিরীক পরিস্থিতির খবর নেওয়া ছাড়া আর কোনও পদক্ষেপ নেয়নি স্কুল ৷ এমনটাই দাবি শিশুটির পরিবারের ৷ তারপরই থানায় গত বৃহস্পতিবার অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন শিশুটির মা-বাবা ৷
বাংলা খবর/ খবর/দেশ/
স্কুল বাস-চালকের হাতে ধর্ষণের শিকার সাড়ে তিন বছরের শিশুকন্যা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement