স্কুল বাস-চালকের হাতে ধর্ষণের শিকার সাড়ে তিন বছরের শিশুকন্যা
Last Updated:
#নয়ডা: নৃশসং! সাড়ে তিন বছরের শিশুকন্যাকে ধর্ষণ ৷ স্কুলের বাস ড্রাইভার ‘কাকু’-র হাতে ধর্ষণের শিকার শিশুকন্যাটি ৷ ঘটনাস্থল গ্রেটার নয়ডা ৷
নিগৃহিতা শিশুটির পরিবারের তরফে জানা গিয়েছে, গ্রেটার নয়ডার সেক্টর ৭০-তে একটি কিন্ডারগার্টেনে ছাত্রী ছিল শিশুকন্যাটি ৷ শিশুটির মা বাবা দু’জনেই বেসরকারি সংস্থায় কর্মরত ৷ সেই কারণে স্কুলে যাতায়াতের জন্য স্কুলবাসই ছিল ভরসা ৷ সেই স্কুল বাসের ড্রাইভারের হাতেই যৌন নিগ্রহের স্বীকার শিশুকন্যাটি ৷
শিশুটির মা জানান, ‘চলতি মাসের শুরুতে ঘটনাটি ঘটে ৷ গত ৯ অক্টোবর অফিসে কাজে ব্যস্ত ছিলাম আমি ৷ মেয়েকে আনতে আমার স্বামী যান বাস স্টপে ৷ স্কুল বাস থেকে নামার পর বাবাকে দেখেই চিৎকার করে কেঁদে ওঠে ৷’ কিন্তু কেন কাঁদছে তাঁর মেয়ে ? সেটা প্রথমে বুঝে উঠতে পারেনি তার বাবা ৷
advertisement
advertisement
পরে শিশুটিকে জিজ্ঞেস করতেই জানা যায় সেই ভয়ঙ্কর তথ্য ৷ শিশুকন্যাটি বলে, ‘‘ড্রাইভার ভাইয়া’ বাসে আমার জামাকাপড় খুলে দেয় জোর করে ৷ এরপর আমার গোপনাঙ্গে হাত দেয়’’ ৷ এরপরই শিশুটির গোটা বক্তব্য রেকর্ড করে তার মা ৷ সেটি দেখেও ভয় পেয়ে যায় শিশুটি ৷ বলে, ‘ভাইয়া জানতে পারলে আমাকে মারবে ৷ প্লিজ তুমি এমন করোনা ৷’
advertisement
এরপরই শিশুটির মা স্কুলের প্রিন্সিপাল এবং ক্লাসটিচারকে জানান গোটা বিষয়টি ৷ অভিযুক্ত বাস চালকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেয় স্কুল কর্তৃপক্ষ ৷ এরপর বেশ কিছুদিন কেটে গেলেও ফোন করে শিশুটির শারিরীক পরিস্থিতির খবর নেওয়া ছাড়া আর কোনও পদক্ষেপ নেয়নি স্কুল ৷ এমনটাই দাবি শিশুটির পরিবারের ৷ তারপরই থানায় গত বৃহস্পতিবার অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন শিশুটির মা-বাবা ৷
Location :
First Published :
October 27, 2018 10:11 AM IST