বিরোধী জোটে ভয় ? বিহারে নীতীশের সঙ্গে আসন ভাগেই ‘বাধ্য’ বিজেপি

Last Updated:
#পটনা: কখনও রাফাল কিংবা কখনও সিবিআই ৷ দুই নিয়েই চরম ডামাডোলে নরেন্দ্র মোদির সরকার ৷ এহেন অবস্থায় জোটসঙ্গীকে হাতছাড়া করতে নারাজ বিজেপি ৷ তাই আসন সমঝোতা নিয়ে অবশেষে জেডি(ইউ) প্রধান নীতীশ কুমারের কাছে মাথানত করল বিজেপি ৷ ১৯-র নির্বাচনে বিহারে সমসংখ্যক আসনে লড়বে বিজেপি এবং জেডি(ইউ) ৷
তাপমাত্রার পারদ জানান দিচ্ছে, শীত আসছে ৷ কিন্তু বিহারের রাজনীতির অন্দরে দিনকে দিন উত্তাপ বাড়ছে ৷ বুধবার বিকেলে আচমকাই দিল্লি পৌঁছন নীতিশ কুমার ৷ তবে, তাতে উল্লেখযোগ্য কিছু বিষয় ছিল না ৷ কারণ সংবাদমাধ্যমকে নীতীশ জানান, এইমসে রুটিন চেকআপের জন্য এসেছেন তিনি ৷ কিন্তু বেলা গড়াতেই নীতীশের দিল্লি সফর রাজনৈতিক মোড় নেয় ৷ এইমসে চেকআপ হয়ে যেতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন নীতীশ কুমার ৷ এরপর বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন নীতীশ ৷
advertisement
এরপরই প্রকাশ্যে আসে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি এবং জেডি(ইউ)-র মধ্যে আসন সমঝোতার অঙ্কটি ৷ বিহারে লোকসভা আসন ৪০টি ৷ বিজেপি এবং জেডি(ইউ) ১৭-১৭টি আসনে লড়বে ৷ এর পাশাপাশি বিজেপির সহযোগী দল হিসেবে উল্লেখযোগ্য রামবিলাস পাসওয়ানের লোক জনশক্তি পার্টি লড়বে ৪ টি আসনে এবং উপেন্দ্র কুশওয়াহার আরএলএসপি দল লড়বে ২টি আসনে ৷
advertisement
advertisement
আসন সমঝোতার পর সাংবাদিক সম্মেলনে লোক জনশক্তি পার্টির যুবরাজ তথা রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ান বলেন, ‘নরেন্দ্র মোদিকে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী বানানোর জন্য আমরা বদ্ধপরিকর ৷ সেই কারণে যেকোনও ধরণের ত্যাগ স্বীকার করতেও আমরা রাজি ৷’ কিন্তু উপেন্দ্র কুশওয়াহার কি এই একই চিন্তাভাবনার পথে এগোচ্ছেন ? সেই নিয়ে দ্বন্দ্বে রয়েছেন চিরাগ পাসওয়ান ৷
advertisement
গত লোকসভা ভোটে বিহারে ৪০ টি আসনের মধ্যে ২২টি ছিল বিজেপির দখলে ৷ জেডি(ইউ) পেয়েছিল মাত্র ২টি আসন ৷ গত নির্বাচনের ফলাফলের ভিত্তিতে এবার জেডি(ইউ)-কে বেশি আসন ছাড়তে নারাজ ছিল বিজেপি ৷ কিন্তু আপাতত চাপের মুখে পড়ে শরিক দলগুলিকে পাশে রাখতে মরিয়া বিজেপি ৷ সেই কারণেই কি আসন সমঝোতা ?
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিরোধী জোটে ভয় ? বিহারে নীতীশের সঙ্গে আসন ভাগেই ‘বাধ্য’ বিজেপি
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement