‘আমার ব্যাগ রাখতে দিন, নাহলে প্লেন ক্র্যাশ করিয়ে দেব...’ ! এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে যাত্রীর হুমকিতে ছড়াল চাঞ্চল্য
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Keep My Bag Or I'll Crash The Plane: জানা গিয়েছে ওই যাত্রীকে তাঁর ব্যাগ নির্দিষ্ট ওভারহেড লাগেজে রাখতে বললে তিনি রাজি হন। নিজের কাছে রাখার জন্য ক্রমাগত জোর করতে থাকেন।
বেঙ্গালুরু: এদেশে প্রতিদিনই বিমান নিয়ে কিছু না কিছু ঘটনা লেগেই রয়েছে ৷ এবার যা ঘটল বেশ চমকে দেওয়ার মতোই ৷ বেঙ্গালুরু থেকে সুরাতগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানের এক যাত্রী সরাসরি বিমান ‘ক্র্যাশ’ করিয়ে দেওয়া হুমকি দিলেন ! অভিযোগ ৩৬ বছর বয়সী এক ডাক্তারের বিরুদ্ধে ৷ কারণ তিনি বিমানে উঠেই নাকি হুমকি দেন তাঁর ব্যাগ রাখতে না দিলে তিনি বিমানটিকে ক্র্যাশ করিয়ে দেবেন ৷ এই কথা শোনার পর স্বভাবতই চাঞ্চল্য ছড়ায় ৷ জানা গিয়েছে ওই যাত্রীকে তাঁর ব্যাগ নির্দিষ্ট ওভারহেড লাগেজে রাখতে বললে তিনি রাজি হন। নিজের কাছে রাখার জন্য ক্রমাগত জোর করতে থাকেন।
রাগের বশেই এমন কথা বললেও বিষয়টিকে একেবারেই হালকাভাবে নেয়নি বিমানের ক্রুরা ৷ তাঁরা ঘটনাটি বিমানের ক্যাপ্টেনকে জানান ৷ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বেঙ্গালুরু বিমানবন্দরে।
advertisement
advertisement
বেঙ্গালুরু থেকে সুরাতগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ওই বিমানে উঠেছিলেন অভিযুক্ত ৩৬ বছর বয়সী আয়ুর্বেদিক ডাক্তার ব্যাস হিরাল মোহনভাই। বিমানে উঠেই তিনি হট্টগোল জুড়ে দেন। কেবিন ক্রুরা তাঁকে একটি নির্দিষ্ট জায়গার মধ্যে ব্যাগ রাখতে বললে, তিনি তাঁদের হুমকি দেন, ‘‘আগে আমার ব্যাগটা রাখো, নাহলে বিমান দুর্ঘটনা ঘটিয়ে দেব!’’ তাঁর এই হুমকির মুখে পড়ে হকচকিয়ে যান কেবিন ক্রু থেকে অন্যান্য যাত্রীরা। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় সিআইএসএফকে। অভিযুক্ত ওই বিমানযাত্রীকে জোর করে বিমান থেকে নামানো হয় এবং তাঁকে গ্রেফতার করা হয়। এসবের কারণে অনেক দেরিতে ছাড়ে বিমানটি ৷ নির্দিষ্ট সময়ের ২ ঘণ্টা পর ওড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ওই বিমান।
Location :
Bangalore,Karnataka
First Published :
June 20, 2025 5:49 PM IST