কেদারনাথ মন্দিরে কি সোনা দিয়ে মোড়ানো! বিবর্ণ হয়ে যাচ্ছে গর্ভগৃহের সোনার রঙ, দেখুন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
কোটি কোটি হিন্দু ভক্তের বিশ্বাসের কেন্দ্র কেদারনাথের পবিত্র গর্ভগৃহে সোনার পাত লাগানো হয়েছিল। এখন সেই সোনা তামার বর্ণের হয়ে গেছে।
দেরাদুন: কেদারনাথ মন্দিরের গর্ভগৃহে লাগানো সোনা নাকি বিবর্ণ হয়ে যাচ্ছে৷ সোনার যে উজ্জ্বলতা হয় তা নাকি হারাচ্ছে? এই প্রশ্নটি আর লুকিয়ে নেই, একেবারে আলোচনার শিরোনামে উঠে এসেছে৷ এই তথ্য সামনে এনে প্রশ্ন তুলেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ট্যুইট করে এই প্রশ্ন তুলেছেন।
বদরী কেদার মন্দির কমিটি পুরো বিষয়টির ব্যাখ্যা দিয়েছে। আসলে, কোটি কোটি হিন্দু ভক্তের বিশ্বাসের কেন্দ্র কেদারনাথের পবিত্র গর্ভগৃহে সোনার পাত লাগানো হয়েছিল। এখন সেই সোনা তামার বর্ণের হয়ে গেছে।
केदारनाथ मंदिर में सोने की परतों की जगह पीतल की परतों को लगाने का आरोप आपराधिक के साथ-साथ आस्था से खिलवाड़ का भी बेहद संवेदनशील मामला है।
इस साज़िश की उच्च स्तरीय जाँचकर झूठ की परतें उतारी जाएं। pic.twitter.com/bgZFUMu6IE
— Akhilesh Yadav (@yadavakhilesh) June 17, 2023
advertisement
advertisement
এই তথ্য সামনে আসার পরেই গোটা বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের প্রশ্ন উঠছে। আসলে, কয়েক মাস আগে মহারাষ্ট্রের একজন দাতা গর্ভগৃহের দেয়ালে তামার প্লেট এবং সোনা দিয়ে মুড়িয়ে দিয়েছিলেন। সেই সময় থেকেই এই বিপুল পরিমাণ সোনার মূল্য কোটি কোটি টাকা বলে আলোচনা শুরু হয়েছিল।
আরও পড়ুন – Heavy Rain Alert: আকাশ কালো করে তুমুল বৃষ্টি, তাপপ্রবাহ থেকে কী লম্বা মুক্তি, রইল ওয়েদার আপডেট
advertisement
এদিকে কেদারনাথের কিছু পান্ডা দাবি করেছেন, সোনা কালো হতে শুরু করেছে। সমস্ত বিতর্কের মধ্যে, এটি সাম্প্রতিক ছবি সোশ্যাল মিডিয়ার হাত ধরে সর্বসমক্ষে এসে গেছে৷ এটা কোটি কোটি টাকার সোনার বিতর্কে নতুন ঢেউ দিয়েছে৷ অখিলেশ যাদব এই বিষয় ট্যুইট করায় নতুন রাজনৈতিক মাত্রা যোগ দিয়েছে৷
গোটা বিষয়টি নিয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যাতে অভিযোগ করা হচ্ছে যে কেদারনাথ মন্দিরের গর্ভগৃহে লাগানো সোনা পিতলে পরিণত হয়েছে। গর্ভগৃহে সোনার স্তর লাগানোর নামে ১২৫ কোটি টাকার বলে কথা ছিল৷ ফলে এটি একটি বিরাট স্ক্যাম হিসেবে দেখা হচ্ছে৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 19, 2023 2:01 PM IST