'ফেডারেল ফ্রন্ট' মিশনে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর, দেখা করতে পারেন মমতার সঙ্গে

Last Updated:
#নয়াদিল্লি: দিল্লি পৌঁছলেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ৷ বিজেপি এবং কংগ্রেস ৷ এই দুই রাজনৈতিক দল ছাড়াই ফেডারেল ফ্রন্ট গঠনের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ৷ আগামী এক সপ্তাহের মধ্যেই মুখোমুখি হতে চলেছেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, বহুজন সমাজবাদী পার্টির সুপ্রিমো মায়াবতী এবং সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ১৯-র নির্বাচনের আগে যদি এই দলগুলি জোটবদ্ধ হয়, তাহলে বড়সড় ধাক্কা খেতে পারে গেরুয়া শিবির ৷ এমনটাই মত রাজনৈতিক মহলের ৷
চলতি মাসের ২৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ফেডারেল ফ্রন্ট গঠনের সফর ৷ আগামী ২৩ ডিসেম্বর বিশাখাপত্তনম সপরিবারে বিশাখাপত্তনম যাবেন কেসিআর ৷ বিশাখাপত্তনমে সারাধা পীঠে যাবেন তিনি ৷ এরপর রাজসিংহাতে পুজো দেবেন তিনি ৷ এরপর স্বামী স্বরূপানন্দ্রের থেকে আশীবার্দ দিয়েই ফেডারেল ফ্রন্টের ফিতে কাটবেন কেসিআর ৷ সেদিনই বিকেল ৬টা নাগাদ ভুবনেশ্বরের উদ্দেশে রওনা দেবেন চন্দ্রশেখর রাও ৷ সেখানে ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি ৷
advertisement
আগামী ২৪ ডিসেম্বর ভোরে কোনারক এবং জগন্নথ মন্দির দর্শন করবেন কেসিআর ৷ সেখানেই পুজো দেবেন তিনি ৷ ভুবনেশ্বর থেকে কলকাতা আসবেন তিনি ৷ কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকেল ৪টের সময় সাক্ষাৎ করবেন কেসিআর ৷ কালীঘাটে পুজো দেবেন তিনি ৷ এরপর সেই দিনই দিল্লি উড়ে যাবেন চন্দ্রশেখর রাও ৷
advertisement
দিল্লিতে তিনদিনের কর্মসূচি রয়েছে কেসিআর-র ৷ সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নির্বাচন কমিশনার, বিএসপি সুপ্রিমো মায়াবতী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সঙ্গে সাক্ষাৎ করবেন কেশবচন্দ্র ৷ এছাড়াও রাজ্যের বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গেও সাক্ষাৎ করবেন কেসিআর ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'ফেডারেল ফ্রন্ট' মিশনে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর, দেখা করতে পারেন মমতার সঙ্গে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement