'ফেডারেল ফ্রন্ট' মিশনে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর, দেখা করতে পারেন মমতার সঙ্গে

Last Updated:
#নয়াদিল্লি: দিল্লি পৌঁছলেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ৷ বিজেপি এবং কংগ্রেস ৷ এই দুই রাজনৈতিক দল ছাড়াই ফেডারেল ফ্রন্ট গঠনের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ৷ আগামী এক সপ্তাহের মধ্যেই মুখোমুখি হতে চলেছেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, বহুজন সমাজবাদী পার্টির সুপ্রিমো মায়াবতী এবং সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ১৯-র নির্বাচনের আগে যদি এই দলগুলি জোটবদ্ধ হয়, তাহলে বড়সড় ধাক্কা খেতে পারে গেরুয়া শিবির ৷ এমনটাই মত রাজনৈতিক মহলের ৷
চলতি মাসের ২৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ফেডারেল ফ্রন্ট গঠনের সফর ৷ আগামী ২৩ ডিসেম্বর বিশাখাপত্তনম সপরিবারে বিশাখাপত্তনম যাবেন কেসিআর ৷ বিশাখাপত্তনমে সারাধা পীঠে যাবেন তিনি ৷ এরপর রাজসিংহাতে পুজো দেবেন তিনি ৷ এরপর স্বামী স্বরূপানন্দ্রের থেকে আশীবার্দ দিয়েই ফেডারেল ফ্রন্টের ফিতে কাটবেন কেসিআর ৷ সেদিনই বিকেল ৬টা নাগাদ ভুবনেশ্বরের উদ্দেশে রওনা দেবেন চন্দ্রশেখর রাও ৷ সেখানে ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি ৷
advertisement
আগামী ২৪ ডিসেম্বর ভোরে কোনারক এবং জগন্নথ মন্দির দর্শন করবেন কেসিআর ৷ সেখানেই পুজো দেবেন তিনি ৷ ভুবনেশ্বর থেকে কলকাতা আসবেন তিনি ৷ কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকেল ৪টের সময় সাক্ষাৎ করবেন কেসিআর ৷ কালীঘাটে পুজো দেবেন তিনি ৷ এরপর সেই দিনই দিল্লি উড়ে যাবেন চন্দ্রশেখর রাও ৷
advertisement
দিল্লিতে তিনদিনের কর্মসূচি রয়েছে কেসিআর-র ৷ সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নির্বাচন কমিশনার, বিএসপি সুপ্রিমো মায়াবতী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সঙ্গে সাক্ষাৎ করবেন কেশবচন্দ্র ৷ এছাড়াও রাজ্যের বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গেও সাক্ষাৎ করবেন কেসিআর ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'ফেডারেল ফ্রন্ট' মিশনে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর, দেখা করতে পারেন মমতার সঙ্গে
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement