'ফেডারেল ফ্রন্ট' মিশনে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর, দেখা করতে পারেন মমতার সঙ্গে

Last Updated:
#নয়াদিল্লি: দিল্লি পৌঁছলেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ৷ বিজেপি এবং কংগ্রেস ৷ এই দুই রাজনৈতিক দল ছাড়াই ফেডারেল ফ্রন্ট গঠনের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ৷ আগামী এক সপ্তাহের মধ্যেই মুখোমুখি হতে চলেছেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, বহুজন সমাজবাদী পার্টির সুপ্রিমো মায়াবতী এবং সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ১৯-র নির্বাচনের আগে যদি এই দলগুলি জোটবদ্ধ হয়, তাহলে বড়সড় ধাক্কা খেতে পারে গেরুয়া শিবির ৷ এমনটাই মত রাজনৈতিক মহলের ৷
চলতি মাসের ২৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ফেডারেল ফ্রন্ট গঠনের সফর ৷ আগামী ২৩ ডিসেম্বর বিশাখাপত্তনম সপরিবারে বিশাখাপত্তনম যাবেন কেসিআর ৷ বিশাখাপত্তনমে সারাধা পীঠে যাবেন তিনি ৷ এরপর রাজসিংহাতে পুজো দেবেন তিনি ৷ এরপর স্বামী স্বরূপানন্দ্রের থেকে আশীবার্দ দিয়েই ফেডারেল ফ্রন্টের ফিতে কাটবেন কেসিআর ৷ সেদিনই বিকেল ৬টা নাগাদ ভুবনেশ্বরের উদ্দেশে রওনা দেবেন চন্দ্রশেখর রাও ৷ সেখানে ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি ৷
advertisement
আগামী ২৪ ডিসেম্বর ভোরে কোনারক এবং জগন্নথ মন্দির দর্শন করবেন কেসিআর ৷ সেখানেই পুজো দেবেন তিনি ৷ ভুবনেশ্বর থেকে কলকাতা আসবেন তিনি ৷ কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকেল ৪টের সময় সাক্ষাৎ করবেন কেসিআর ৷ কালীঘাটে পুজো দেবেন তিনি ৷ এরপর সেই দিনই দিল্লি উড়ে যাবেন চন্দ্রশেখর রাও ৷
advertisement
দিল্লিতে তিনদিনের কর্মসূচি রয়েছে কেসিআর-র ৷ সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নির্বাচন কমিশনার, বিএসপি সুপ্রিমো মায়াবতী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সঙ্গে সাক্ষাৎ করবেন কেশবচন্দ্র ৷ এছাড়াও রাজ্যের বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গেও সাক্ষাৎ করবেন কেসিআর ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'ফেডারেল ফ্রন্ট' মিশনে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর, দেখা করতে পারেন মমতার সঙ্গে
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement