#শ্রীনগর : কাঠুয়াকাণ্ডে দোষী সাব্যস্ত ছয় জনকেই সাজা শোনাল আদালত ৷ মন্দিরের পুরোহিত সহ ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকি তিন জনকে ৫ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা আদালতের ৷
ঘটনার মাস্টারমাইন্ড মন্দিরের পুরোহিত সনঝি রাম, পুলিশ অফিসার দীপক খাজুরিয়া, পরবেশ কুমার- এই তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড সঙ্গে সঙ্গে বাকি তিন জন দোষী অর্থাৎ এসআই আনন্দ দত্ত, কনস্টেবল তিলক রাজ ও পুলিশকর্মী সুরেন্দ্র কুমারের ৫ বছর কারাদণ্ডের সাজা শুনিয়েছে পাঠানকোটের বিশেষ আদালত ৷ নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ছিল এদের বিরুদ্ধে ৷ অপরাধের ১৭ মাস পরে সোমবার রায়দান করল পাঠানকোর্টের বিশেষ আদালত ৷
কাঠুয়া গণধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্ত সাত জনের মধ্যে ছ’জনকেই দোষী সাব্যস্ত করে আদালত। নিরাপত্তার স্বার্থে আজ আদালত জু়ড়ে এক হাজার পুলিশ কর্মী নিয়োগ করা হয়। আদালত চত্বরে মোতায়েন রাখা হয় বম্ব স্কোয়াডকেও। গত ৩ জুন ওই মামলার শুনানি শেষ হয়। ১০ জুন রায়দানের কথা সেদিনই জানান পাঠানকোট জেলা দায়রা আদালতের বিচারক তেজেন্দ্র সিং। গত বছর ১০ জানুয়ারি আট বছরের শিশুকে মন্দিরে আটকে রেখে তিন দিন ধরে গণধর্ষণ ও হত্যার অভিযোগ ওঠে। তদন্ত শেষে শুরু হয় বিচারপ্রক্রিয়া।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।