Pahalgam Terror Attack: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের শেষ শ্রদ্ধা অমিত শাহের, বললেন ‘হামলাকারীদের কাউকে ছাড়া হবে না...!’
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Amit Shah on Pahalgam Terror Attack: বুধবার সকালে অমিত শাহ পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের শেষ শ্রদ্ধাও জানান। কথা বলেন তাঁদের পরিজনদের সঙ্গে। জরুরি পরিস্থিতিতে উপত্যকায় পৌঁছেছে জাতীয় তদন্তকারী দল এনআইএ।
শ্রীনগর: জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বুধবার সকালে অমিত শাহ পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের শেষ শ্রদ্ধাও জানান। কথা বলেন তাঁদের পরিজনদের সঙ্গে। জরুরি পরিস্থিতিতে উপত্যকায় পৌঁছেছে জাতীয় তদন্তকারী দল এনআইএ। অমিত শাহ এদিন শ্রীনগরে মৃতদের পুষ্পাঞ্জলি অর্পণ করেন এবং নিহতদের পরিবারের সঙ্গেও দেখা করেন। নিহতদের দেহ পহেলগাঁও থেকে বুধবার শ্রীনগরের পুলিশ কন্ট্রোল রুমে আনা হয় ৷ সেখানে অমিত শাহ জানান, হামলাকারীদের কাউকে রেয়াত নয় ৷ তাদের উচিৎ শাস্তি দেওয়ার জন্য নিরাপত্তা বাহিনী সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে।
অমিত শাহ কিছু পীড়িতদের সঙ্গে কথা বলে তাদের কথা শোনেন। তাদের মধ্যে অনেক কম বয়সীরাও ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী তাঁদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। পরিবারের হাতে তুলে দেওয়া হবে নিহত প্রিয়জনের দেহ।
advertisement
advertisement
এরপর অমিত শাহ পহেলগাঁওয়ের হামলাস্থলে পৌঁছন। অমিত শাহের হেলিকপ্টার সরাসরি সেই মাঠে ল্যান্ড করে, যেখানে সন্ত্রাসবাদীরা পর্যটকদের গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে নিরাপত্তা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতির পর্যালোচনা করেন এবং সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে এরপর কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, সেই সংক্রান্ত আলোচনাও হয়।
advertisement
অমিত শাহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বিবৃতি জারি করে বলেন, ‘‘পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় আপনজনদের হারানোর বেদনা প্রতিটি ভারতীয়ের। এই দুঃখকে শব্দে প্রকাশ করা যায় না। আমি আমার এই সমস্ত পরিবার এবং পুরো দেশকে কথা দিচ্ছি যে নির্দোষ মানুষদের হত্যা করা এই সন্ত্রাসবাদীদের একেবারেই ছেড়ে দেওয়া হবে না।’’
এই হামলায় জড়িত সন্ত্রাসবাদীদের একটি গ্রুপ ছবিও সামনে এসেছে। এছাড়া এদের মধ্যে তিনজনের স্কেচও তৈরি করা হয়েছে। এরা লস্কর-ই-তৈবার সহযোগী সংগঠন ‘রেজিস্টেন্স ফ্রন্ট’ (TRF)-এর সদস্য বলে জানা গিয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Srinagar,Jammu and Kashmir
First Published :
April 23, 2025 4:36 PM IST