Pahalgam Terror Attack: নববিবাহের লালিমা সমাপ্ত হল রক্তরাগে, ফেব্রুয়ারিতে বিয়ে, এপ্রিলেই মৃত্যু, পহেলগাঁওতে সন্ত্রাসবাদীর গুলি প্রাণ কাড়ল শুভম দ্বিবেদীর
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Kanpur Man Killed In Kashmir Pahalgam Attack: জানা গিয়েছে যে শুভমের (Shubham Dwivedi) বিয়ে হয়েছিল চলতি বছরেরই ফেব্রুয়ারি মাসে। একরকম ভাবে দেখতে গেলে নবদম্পতিই তাঁদের বলতে হয়। স্ত্রীকে নিয়ে তিনি ছুটি কাটাতে গিয়েছিলেন কাশ্মীরের পহেলগাঁওতে। এই প্রসঙ্গে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন খুড়তুতো ভাই সৌরভ দ্বিবেদী।
ভারতীয় বিয়ের যদি কোনও রঙ থেকে থাকে, তবে নিঃসন্দেহেই তা লাল! সেই লালের ছোঁয়া সিঁদুরে উজ্জ্বল করে রাখে নববধূর সিঁথি, হাত জুড়ে থাকে লাল চুড়ি, পরনেও লাল রঙেরই বিস্তার। সেই লালিমা এক মুহূর্তে বদলে গেল রক্তরাগে। মঙ্গলবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাবাদী হামলার শিকার হলেন শুভম দ্বিবেদী। (Photo: Social Media)
advertisement
advertisement
‘‘শুভমের বিয়ে হয়েছে এই বছরের ১২ ফেব্রুয়ারি। সে তার স্ত্রীর সঙ্গে পহেলগাঁওতে ছিল। আমার ভাইয়ের স্ত্রীই কাকাকে ফোন করে জানান যে শুভমের মাথায় গুলি লেগেছে। তিনি আরও বলেছেন যে, ব্যক্তিদের নাম জিজ্ঞাসা করার পর গুলি চালানো শুরু হয়েছে। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার পর ২-৩ দিনের মধ্যে মৃতদেহটি ছেড়ে দেওয়া হবে, এমনটাই আমাদের জানানো হয়েছে’’, বলেছেন সৌরভ দ্বিবেদী। (Photo Source: Social Media)
advertisement
দ্বিবেদী দম্পতির দাম্পত্যের এই পরিসমাপ্তি এক লহমায় মনে করিয়ে দেয় হিমানি এবং বিনয় নারওয়ালের কথাও। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসী হানার মাত্র ৬ দিন আগে তাঁদের বিয়ে হয়েছে, বিয়ের প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে ২ দিন আগে। সম্প্রতি তাঁরা ছিলেন কাশ্মীরে। সেখানেই সন্ত্রাসবাদীর গুলিতে বিনয়ের মৃত্যু হয়েছে। (Photo: AP)
advertisement
বিনয় নারওয়াল হরিয়ানার করনাল শহরের সেক্টর ৭-এর বাসিন্দা ছিলেন। দুই বছর আগে তিনি ভারতীয় নৌবাহিনীতে যোগ দিয়েছিলেন। ১৬ এপ্রিল রিসেপশনের পর তাঁরা ২১ এপ্রিল মধুচন্দ্রিমার জন্য কাশ্মীরে যান। ঘটনার পর থেকে তাঁর বাড়িতে নেমে এসেছে নীরবতা, পরিবারের কিছু সদস্য শ্রীনগর চলে গিয়েছেন। ২৬ বছর বয়সী বিনয় বর্তমানে কোচিতে পোস্টেড ছিলেন। তাঁর বুক, ঘাড়, বাম বাহুতে সন্ত্রাসবাদীরা গুলি করে, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর প্রকাশ্যে আসার পর মধ্যরাতেও সংবাদমাধ্যম বিনয়ের বাড়িতে পৌঁছেছিল। তবে পরিবারের পক্ষ থেকে কারও সঙ্গে কোনও কথা বলা হয়নি। (Photo: AP)
advertisement
advertisement
advertisement
advertisement
"আমরা বিকেল তিনটের দিকে খবর পাই। যখন আমরা টোল-ফ্রি নম্বরে ফোন করি, তখন আমাদের ছোট ভাইয়ের মৃত্যুর খবর দেওয়া হয়। তার স্ত্রী, আমার ভাগ্নে কোথায় আছে সে সম্পর্কে আমার কাছে কোনও খবর নেই। অ্যাডিশনাল ডিএসপি আমার সঙ্গে যোগাযোগ করেছেন। প্রশান্ত অ্যাকাউন্টস অফিসার হিসেবে কাজ করতেন", মৃতের বড় ভাই সুশান্ত সতপথি এ কথা বলেন। (Photo: AP)
advertisement
advertisement
সঙ্গত কারণেই পহেলগাঁও এখন থমথমে। হামলার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয়রা। ট্যাক্সি চালকরা হামলার বিরুদ্ধে মোমবাতি মিছিল করে প্রতিবাদ জানিয়েছেন। বারামুল্লা, শ্রীনগর, পুঞ্চ, আখনুর এবং কুপওয়ারার মতো জম্মু ও কাশ্মীরের নানা জায়গায় মোমবাতি মিছিল বেরিয়েছে, অন্য দিকে, জম্মুতে বজরঙ্গ দলের কর্মীরা সন্ত্রাসী হামলার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। (Photo: AP)
advertisement
সংবাদসংস্থা ANI-এর সঙ্গে এই বিষয়ে কথা বলতে গিয়ে পহেলগাঁও ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সভাপতি গুলজার আহমেদ ওয়ানি বলেন, ‘‘আমি এই হামলার নিন্দা জানাই। এটি কেবল পর্যটকদের নয়, আমাদের জীবিকা, আমাদের পরিবারের জন্যও মর্মান্তিক। আমরা তাঁদের পর্যটক হিসেবে বিবেচনা করি না। মনে হচ্ছে যেন আমাদের পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছে। আমি সরকারকে এই ঘটনার গভীরে যাওয়ার জন্য অনুরোধ করছি। পহেলগাঁও সব সময়েই শান্তিপূর্ণ ছিল, এটি পর্যটনের উপর নির্ভর করে চলে!’’ (Photo: AP)