Narendra Modi on Pahalgam: ‘পৃথিবীর শেষ পর্যন্ত ধাওয়া করা হবে..,’পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে হুঙ্কার মোদির! দিলেন চরম শাস্তির হুঁশিয়ারি
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
প্রথম প্রতিক্রিয়ায় মোদি জানান, ‘‘জঙ্গিরা নৃশংস ভাবে নিরপরাধ মানুষগুলোকে মেরেছে, ভারত প্রত্যেক নিহতের পরিবার-পরিজনদের পাশে আছে৷’’ এরপরেই মোদির হুঁশিয়ারি, ‘‘প্রত্যেক ষড়যন্ত্রী, জঙ্গি, যাঁরা এই কাজ করেছে, তারা ভাবতেও পারবে না তাদের কী শাস্তি দেওয়া হবে৷’’ পৃথিবীর শেষ পর্যন্ত ধাওয়া করে জঙ্গিদের ধরা হবে বলে এদিন আশ্বাস দেন মোদি৷
বিহার: ভারত প্রত্যেক জঙ্গিকে চিহ্নিত করে, তাদের ধরে, যোগ্য শাস্তি দেবে৷ পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পরে বিহারের মধুবনিতে একটি জনসভায় বক্তৃতা করতে গিয়ে জঙ্গি হামলার পরে প্রথম প্রতিক্রিয়া জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এদিন বক্তৃতার শুরুতেই জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২ মিনিটের নীরবতা পালন করেন প্রধানমন্ত্রী৷ বিহারের মধুবনীতে জাতীয় পঞ্চায়েতি রাজ ডে উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এদিন বক্তৃতা করেন মোদি৷ এদিন ভাষণ দেওয়ার মাঝে হিন্দি থেকে ইংরেজি ভাষাতেও বক্তৃতা করতে দেখা যায় তাঁকে৷
প্রথম প্রতিক্রিয়ায় মোদি জানান, ‘‘জঙ্গিরা নৃশংস ভাবে নিরপরাধ মানুষগুলোকে মেরেছে, ভারত প্রত্যেক নিহতের পরিবার-পরিজনদের পাশে আছে৷’’ এরপরেই মোদির হুঁশিয়ারি, ‘‘প্রত্যেক ষড়যন্ত্রী, জঙ্গি, যাঁরা এই কাজ করেছে, তারা ভাবতেও পারবে না তাদের কী শাস্তি দেওয়া হবে৷’’ পৃথিবীর শেষ পর্যন্ত ধাওয়া করে জঙ্গিদের ধরা হবে বলে এদিন আশ্বাস দেন মোদি৷
advertisement
advertisement
মোদি বলেন, ‘‘১৪০ কোটি মানুষের মনোবল কটা জঙ্গি হানা ভেঙে দিতে পারে না৷ পহেলগাঁওয়ে যেভাবে নিরপরাধ পর্যটকদের মারা হয়েছে, তা দেখে গোটা দেশ স্তম্ভিত৷ যাঁরা প্রাণ হারিয়েছেন এই ঘটনায় ভারত তাঁদের পরিজনদের পাশে আছে৷ যাঁরা আহত, তাঁদের সবরকমের সাহায্য করার চেষ্টা করা হচ্ছে৷’’
advertisement
মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানায় নৃশংস ভাবে খুন করা হয়েছে ২৬ জনকে৷ রীতিমতো নাম, ঠিকানা জিজ্ঞাসা করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে করা হয়েছে গুলি৷ বেছে বেছে পুরুষদের৷ গোটা ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ৷ জঙ্গিদের মধ্যে অনেকেই পাকিস্তান থেকে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে এপারে এসে এই হত্যালীলা চালিয়েছে বলে জানাচ্ছেন নিরাপত্তাকর্মীরা৷ জঙ্গি হামলার পরেই প্রশাসনিক ভাবে পাকিস্তানকে চাপে ফেলতে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদির সরকার৷ স্থগিত করা হয়েছে সিন্ধু জলবণ্টন চুক্তি৷ সার্ক দেশের ভিসাও বাতিল৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bihar
First Published :
April 24, 2025 1:34 PM IST