Narendra Modi on Pahalgam: ‘পৃথিবীর শেষ পর্যন্ত ধাওয়া করা হবে..,’পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে হুঙ্কার মোদির! দিলেন চরম শাস্তির হুঁশিয়ারি

Last Updated:

প্রথম প্রতিক্রিয়ায় মোদি জানান, ‘‘জঙ্গিরা নৃশংস ভাবে নিরপরাধ মানুষগুলোকে মেরেছে, ভারত প্রত্যেক নিহতের পরিবার-পরিজনদের পাশে আছে৷’’ এরপরেই মোদির হুঁশিয়ারি, ‘‘প্রত্যেক ষড়যন্ত্রী, জঙ্গি, যাঁরা এই কাজ করেছে, তারা ভাবতেও পারবে না তাদের কী শাস্তি দেওয়া হবে৷’’ পৃথিবীর শেষ পর্যন্ত ধাওয়া করে জঙ্গিদের ধরা হবে বলে এদিন আশ্বাস দেন মোদি৷

News18
News18
বিহার: ভারত প্রত্যেক জঙ্গিকে চিহ্নিত করে, তাদের ধরে, যোগ্য শাস্তি দেবে৷ পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পরে বিহারের মধুবনিতে একটি জনসভায় বক্তৃতা করতে গিয়ে জঙ্গি হামলার পরে প্রথম প্রতিক্রিয়া জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এদিন বক্তৃতার শুরুতেই জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২ মিনিটের নীরবতা পালন করেন প্রধানমন্ত্রী৷ বিহারের মধুবনীতে জাতীয় পঞ্চায়েতি রাজ ডে উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এদিন বক্তৃতা করেন মোদি৷ এদিন ভাষণ দেওয়ার মাঝে হিন্দি থেকে ইংরেজি ভাষাতেও বক্তৃতা করতে দেখা যায় তাঁকে৷
প্রথম প্রতিক্রিয়ায় মোদি জানান, ‘‘জঙ্গিরা নৃশংস ভাবে নিরপরাধ মানুষগুলোকে মেরেছে, ভারত প্রত্যেক নিহতের পরিবার-পরিজনদের পাশে আছে৷’’ এরপরেই মোদির হুঁশিয়ারি, ‘‘প্রত্যেক ষড়যন্ত্রী, জঙ্গি, যাঁরা এই কাজ করেছে, তারা ভাবতেও পারবে না তাদের কী শাস্তি দেওয়া হবে৷’’ পৃথিবীর শেষ পর্যন্ত ধাওয়া করে জঙ্গিদের ধরা হবে বলে এদিন আশ্বাস দেন মোদি৷
advertisement
advertisement
মোদি বলেন, ‘‘১৪০ কোটি মানুষের মনোবল কটা জঙ্গি হানা ভেঙে দিতে পারে না৷ পহেলগাঁওয়ে যেভাবে নিরপরাধ পর্যটকদের মারা হয়েছে, তা দেখে গোটা দেশ স্তম্ভিত৷ যাঁরা প্রাণ হারিয়েছেন এই ঘটনায় ভারত তাঁদের পরিজনদের পাশে আছে৷ যাঁরা আহত, তাঁদের সবরকমের সাহায্য করার চেষ্টা করা হচ্ছে৷’’
advertisement
মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানায় নৃশংস ভাবে খুন করা হয়েছে ২৬ জনকে৷ রীতিমতো নাম, ঠিকানা জিজ্ঞাসা করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে করা হয়েছে গুলি৷ বেছে বেছে পুরুষদের৷ গোটা ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ৷ জঙ্গিদের মধ্যে অনেকেই পাকিস্তান থেকে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে এপারে এসে এই হত্যালীলা চালিয়েছে বলে জানাচ্ছেন নিরাপত্তাকর্মীরা৷ জঙ্গি হামলার পরেই প্রশাসনিক ভাবে পাকিস্তানকে চাপে ফেলতে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদির সরকার৷ স্থগিত করা হয়েছে সিন্ধু জলবণ্টন চুক্তি৷ সার্ক দেশের ভিসাও বাতিল৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi on Pahalgam: ‘পৃথিবীর শেষ পর্যন্ত ধাওয়া করা হবে..,’পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে হুঙ্কার মোদির! দিলেন চরম শাস্তির হুঁশিয়ারি
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement