অবশেষে যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন ৷ এর আগে এক উচ্চ পর্যাযের রুদ্ধদার বৈঠক হয়েছিল ৷ বৈঠকে উপস্থিত ছিলেন ইয়েদুরাপ্পা, প্রকাশ জাভড়েকর, মূরলীধর রাও সহ প্রমুখরা সম্ভবত সেখানেই সিদ্ধান্ত হয়েছে ৷ ইয়েদুরাপ্পার পদত্যাগে, কংগ্রেস জেডিএসের সামনে সরকার গঠনের নিমন্ত্রণ পাওয়ার সম্ভাবনা
ম্যাজিক ফিগার নেই বুঝেই ইস্তফা ইয়েদুরাপ্পা
‘বৃহত্তম পার্টিকে বঞ্চিত করা হচ্ছে ৷ গণতন্ত্রের পক্ষে নিন্দাজনক দৃষ্টান্ত ৷ কর্ণাটকে বৃহত্তম দল করায় ধন্যবাদ ৷ রাজ্যবাসীকে ধন্যবাদ জানাচ্ছি ৷ রাজ্যে প্রত্যাখ্যাত হয়েছে কংগ্রেস ৷ তারাই ঘুরপথে সরকার গড়ার চক্রান্ত করছে ৷ সুবিধাবাদী জোটকে মানবে না জনতা ৷ আমি সুবিধাবাদের রাজনীতি করি না ৷ গরিবদের পাশে দাঁড়াতে চেয়েছিলাম ৷ ইস্তাহারেই তার উল্লেখ ছিল ৷ কে কত আসন পেয়েছে, গুরুত্বপূর্ণ নয় ৷ মানুষ কী চায়, তাই বিবেচ্য হোক ৷ লোকসভা ভোটে ২৮টি আসনেই জিতব’,
বিধানসভায় মন্তব্য ইয়েদুরাপ্পার ৷
কেন্দ্রীয় সরকারের চক্রান্ত ফাঁস ৷ কংগ্রেস-জেডিএস জোট সরকার গড়বে ৷ কংগ্রেস বিধায়কদের অপহরণ করা হয়েছে ৷ অপহরণ করে চক্রান্ত করেছে বিজেপি ৷ ১৫ দিনের সময় চেয়েছিল বিজেপি ৷ ঘোড়া কেনাবেচার জন্য সময় চেয়েছিল ৷ কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে ভেস্তে যায় ৷ ভেস্তে যায় বিজেপির অবৈধ পরিকল্পনা ৷
কেন্দ্রের কিছু সংস্থাও চক্রান্ত করেছিল ৷ রাজ্যপালের সংবিধান বিরোধী কাজ ৷ সংবিধান বিরোধী কাজ করেছেন রাজ্যপাল ৷ বিধায়ক ও কর্নাটকবাসীকে ধন্যবাদ ৷ সরকার গঠনে রাহুল গান্ধিকে ধন্যবাদ ৷ দেবেগৌড়াকেও ধন্যবাদ জানাচ্ছি ৷ ইস্তফা নিয়ে মন্তব্য গুলাম নবি আজাদের ৷
#বেঙ্গালুরু: কর্ণাটক নিয়ে টানটান উত্তেজনা ৷ আজ কর্ণাটকে আস্থা ভোট । সুপ্রিম কোর্টের নির্দেশে আজ বিকেল ৪টেয় কর্ণাটক বিধানসভায় আস্থা ভোট। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে বিজেপিকে। দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে ইয়েদুরাপ্পা। কংগ্রেস-জেডিএস শিবিরেও তৎপরতা তুঙ্গে। সকালেই হায়দরাবাদ থেকে বেঙ্গালুরু এসে পৌঁছন কংগ্রেস বিধায়করা। আস্থা ভোট ঘিরে কড়া নিরাপত্তা। কর্নাটক বিধানসভা চত্বরে মোতায়েন প্রচুর পুলিশ।
আজই আস্থা ভোটের নির্দেশ সুপ্রিম কোর্টের ৷ সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে বিজেপিকে ৷ ‘১০০ শতাংশ আমরাই জিতব’, আস্থা ভোট নিয়ে আত্মবিশ্বাসী ইয়েদুরাপ্পা ৷ সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে আত্মবিশ্বাসী কংগ্রেসও ৷ ‘কর্ণাটকে জিতবে কংগ্রেসই ৷ বিজেপি চেষ্টা করেও পারবে না’, আস্থা ভোট প্রসঙ্গে মল্লিকার্জুন খাড়গে ৷