Karnataka Exit Poll 2023: কর্ণাটকে কঠিন লড়াই, ভোট শেষ হতেই কী ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
২২৪ আসনের কর্ণাটক বিধানসভায় ম্যাজিক সংখ্যা ১১৩৷
কলকাতা: পরিবর্তন, প্রত্যাবর্তন না ত্রিশঙ্কু হবে ২২৪ আসনের কর্ণাটক বিধানসভা? ভোটগ্রহণ পর্ব সাঙ্গ হওয়ার পর আপাতত কর্ণাটকের সম্ভাব্য ফল জানতে গোটা দেশের নজর বুথ ফেরত সমীক্ষার ফলের দিকে৷ যাই হোক না কেন, ভোটগ্রহণ শেষ হতেই যে বুথ ফেরত সমীক্ষার ফল সামনে এসেছে, তাতে হাড্ডাহাড্ডি লড়ইায়েরই প্রবল সম্ভাবনা। এমন কি, ২০১৮-র পুনরাবৃত্তি ঘটিয়ে কর্ণাটক বিধানসভা ফের ত্রিশঙ্কু হতে পারে, এমন সম্ভাবনাও জোরাল হচ্ছে বুথ ফেরত সমীক্ষার পর।
২২৪ আসনের কর্ণাটক বিধানসভায় ম্যাজিক সংখ্যা ১১৩৷ পোলস্ট্রাট-এর বুথ ফেরত সমীক্ষা বলছে, কর্ণাটকে কংগ্রেস পেতে পারে ৯৯ থেকে ১০৯টি আসন৷ অন্য দিকে এই সমীক্ষা অনুযায়ী, বিজেপি-র ঝুলিতে আসতে পারে ৮৮ থেকে ৯৮টি আসন৷ জেডিএস পেতে পারে ২১ থেকে ২৬টি আসন৷
আরও পড়ুন: ‘নির্দিষ্ট অভিসন্ধি আছে’, শুভেন্দুর কনভয়ের ধাক্কায় মৃত্যুতে হাই কোর্টে বড় মোড়! চাপে রাজ্য
advertisement
advertisement
ম্যাট্রিজ-এর বুথ ফেরত সমীক্ষাতেও কংগ্রেসকে অনেকটা এগিয়ে রাখা হয়েছে৷ এই বুথ ফেরত সমীক্ষার ফল অনুযায়ী, কংগ্রেসের ঝুলিতে আসতে পারে ১০৩ থেকে ১১৮টি আসন৷ এই ইঙ্গিত মিলে গেলে কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে৷ এই সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে ৭৯ থেকে ৯৪টি আসন৷ জেডিএস পেতে পারে ২৫ থেকে ৩৩টি আসন৷ তবে দুই সমীক্ষাতেই স্পষ্ট, কর্ণাটকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার জনতা দল সেকিউলার৷
advertisement
আবার জন কী বাত-এর বুথ ফেরত সমীক্ষায় বিজেপি-কেই সামান্য এগিয়ে রাখা হয়েছে৷ এই সমীক্ষা বলছে, কর্ণাটকে ৯১ থেকে ১০৬টি আসন পেতে পারে বিজেপি৷ কংগ্রেস পেতে পারে ৯৪ থেকে ১০৮টি আসন৷ জেডিএস পেতে পারে ১৪ থেকে ২৪টি আসন৷
সিজিএস-এর বুথ ফেরত সমীক্ষাতেও এগিয়ে পদ্ম শিবির৷ এই সমীক্ষা অনুযায়ী বিজেপি-র ঝুলিতে আসতে পারে ১১৪টি আসন৷ কংগ্রেস পেতে পারে ৮৬টি আসন৷ জেডিএস পেতে পারে ২১টি আসন৷ অন্যান্যদের তিনটি আসন দেওয়া হয়েছে এই সমীক্ষায়৷
advertisement
অন্য একটি সমীক্ষক সংস্থা পি মার্ক-এর বুথ ফেরত সমীক্ষাতেও ত্রিশঙ্কু বিধানসভার দিকেই ইঙ্গিত করা হয়েছে৷ এই সমীক্ষা অনুযায়ী, কর্ণাটকে বিজেপি পেতে পারে ৮৫ থেকে ১০০টি আসন৷ কংগ্রেসের ঝুলিতে আসতে পারে ৯৪ থেকে ১০৮টি আসন৷ জেডিএস পেতে পারে ২৪ থেকে ৩২টি আসেন৷
ইটিজি-র বুথ ফেরত সমীক্ষায় আবার কংগ্রেসের পাল্লা অনেকটাই ভারী। এই বুথ ফেরত সমীক্ষায় কংগ্রেস ১০৬ থেকে ১২০টি আসন পেতে পারে বলে দাবি করা হচ্ছে। সেখানে বিজেপি-কে দেওয়া হয়েছে ৭৮ থেকে ৯২টি আসন৷ অন্যদিকে জেডিএস পেতে পারে ২০ থেকে ২৬টি আসন৷
advertisement
আর এক সমীক্ষক সংস্থা সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, কংগ্রেস পেতে পারে ১০০ থেকে ১১২টি আসন৷ বিজেপি-র দৌড় থামতে পারে সর্বাধিক ৯৫টি আসনে৷ জেডিএস পেতে পারে ২১ থেকে ২৯টি আসন৷
টুডেজ চাণক্য-র বুথ ফেরত সমীক্ষায় আবার কংগ্রেসকে অনেকটা এগিয়ে রাখা হয়েছে৷ এই সমীক্ষা অনুযায়ী কর্ণাটকে কংগ্রেস একাই ১২০টি আসন পেয়ে সরকার গঠন করতে পারে৷ বিজেপি পেতে পারে ৯২টি আসন৷ মাত্র ১২টি আসন পেতে পারে জেডিএস৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 10, 2023 7:03 PM IST