Karnataka Exit Poll 2023: কর্ণাটকে কঠিন লড়াই, ভোট শেষ হতেই কী ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়?

Last Updated:

২২৪ আসনের কর্ণাটক বিধানসভায় ম্যাজিক সংখ্যা ১১৩৷

কুমারস্বামী, শিবকুমার, না কি শেষ হাসবেন মুখ্যমন্ত্রী বোমমাই?
কুমারস্বামী, শিবকুমার, না কি শেষ হাসবেন মুখ্যমন্ত্রী বোমমাই?
কলকাতা: পরিবর্তন, প্রত্যাবর্তন না ত্রিশঙ্কু হবে ২২৪ আসনের কর্ণাটক বিধানসভা? ভোটগ্রহণ পর্ব সাঙ্গ হওয়ার পর আপাতত কর্ণাটকের সম্ভাব্য ফল জানতে গোটা দেশের নজর বুথ ফেরত সমীক্ষার ফলের দিকে৷ যাই হোক না কেন, ভোটগ্রহণ শেষ হতেই যে বুথ ফেরত সমীক্ষার ফল সামনে এসেছে, তাতে হাড্ডাহাড্ডি লড়ইায়েরই প্রবল সম্ভাবনা। এমন কি, ২০১৮-র পুনরাবৃত্তি ঘটিয়ে কর্ণাটক বিধানসভা ফের ত্রিশঙ্কু হতে পারে, এমন সম্ভাবনাও জোরাল হচ্ছে বুথ ফেরত সমীক্ষার পর।
২২৪ আসনের কর্ণাটক বিধানসভায় ম্যাজিক সংখ্যা ১১৩৷ পোলস্ট্রাট-এর বুথ ফেরত সমীক্ষা বলছে, কর্ণাটকে কংগ্রেস পেতে পারে ৯৯ থেকে ১০৯টি আসন৷ অন্য দিকে এই সমীক্ষা অনুযায়ী, বিজেপি-র ঝুলিতে আসতে পারে ৮৮ থেকে ৯৮টি আসন৷ জেডিএস পেতে পারে ২১ থেকে ২৬টি আসন৷
advertisement
advertisement
ম্যাট্রিজ-এর বুথ ফেরত সমীক্ষাতেও কংগ্রেসকে অনেকটা এগিয়ে রাখা হয়েছে৷ এই বুথ ফেরত সমীক্ষার ফল অনুযায়ী, কংগ্রেসের ঝুলিতে আসতে পারে ১০৩ থেকে ১১৮টি আসন৷ এই ইঙ্গিত মিলে গেলে কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে৷ এই সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে ৭৯ থেকে ৯৪টি আসন৷ জেডিএস পেতে পারে ২৫ থেকে ৩৩টি আসন৷ তবে দুই সমীক্ষাতেই স্পষ্ট, কর্ণাটকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার জনতা দল সেকিউলার৷
advertisement
আবার জন কী বাত-এর বুথ ফেরত সমীক্ষায় বিজেপি-কেই সামান্য এগিয়ে রাখা হয়েছে৷ এই সমীক্ষা বলছে, কর্ণাটকে ৯১ থেকে ১০৬টি আসন পেতে পারে বিজেপি৷ কংগ্রেস পেতে পারে ৯৪ থেকে ১০৮টি আসন৷ জেডিএস পেতে পারে ১৪ থেকে ২৪টি আসন৷
সিজিএস-এর বুথ ফেরত সমীক্ষাতেও এগিয়ে পদ্ম শিবির৷ এই সমীক্ষা অনুযায়ী বিজেপি-র ঝুলিতে আসতে পারে ১১৪টি আসন৷ কংগ্রেস পেতে পারে ৮৬টি আসন৷ জেডিএস পেতে পারে ২১টি আসন৷ অন্যান্যদের তিনটি আসন দেওয়া হয়েছে এই সমীক্ষায়৷
advertisement
অন্য একটি সমীক্ষক সংস্থা পি মার্ক-এর বুথ ফেরত সমীক্ষাতেও ত্রিশঙ্কু বিধানসভার দিকেই ইঙ্গিত করা হয়েছে৷ এই সমীক্ষা অনুযায়ী, কর্ণাটকে বিজেপি পেতে পারে ৮৫ থেকে ১০০টি আসন৷ কংগ্রেসের ঝুলিতে আসতে পারে ৯৪ থেকে ১০৮টি আসন৷ জেডিএস পেতে পারে ২৪ থেকে ৩২টি আসেন৷
ইটিজি-র বুথ ফেরত সমীক্ষায় আবার কংগ্রেসের পাল্লা অনেকটাই ভারী। এই বুথ ফেরত সমীক্ষায় কংগ্রেস ১০৬ থেকে ১২০টি আসন পেতে পারে বলে দাবি করা হচ্ছে। সেখানে বিজেপি-কে দেওয়া হয়েছে ৭৮ থেকে ৯২টি আসন৷ অন্যদিকে জেডিএস পেতে পারে ২০ থেকে ২৬টি আসন৷
advertisement
আর এক সমীক্ষক সংস্থা সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, কংগ্রেস পেতে পারে ১০০ থেকে ১১২টি আসন৷ বিজেপি-র দৌড় থামতে পারে সর্বাধিক ৯৫টি আসনে৷ জেডিএস পেতে পারে ২১ থেকে ২৯টি আসন৷
টুডেজ চাণক্য-র বুথ ফেরত সমীক্ষায় আবার কংগ্রেসকে অনেকটা এগিয়ে রাখা হয়েছে৷ এই সমীক্ষা অনুযায়ী কর্ণাটকে কংগ্রেস একাই ১২০টি আসন পেয়ে সরকার গঠন করতে পারে৷ বিজেপি পেতে পারে ৯২টি আসন৷ মাত্র ১২টি আসন পেতে পারে জেডিএস৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Karnataka Exit Poll 2023: কর্ণাটকে কঠিন লড়াই, ভোট শেষ হতেই কী ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়?
Next Article
advertisement
Pallab Kirtania Controversy: লগ্নজিতার পাশে দাঁড়ানোয় হঠাৎ অনুষ্ঠান বাতিল? সমাজমাধ্যমে বিস্ফোরক অভিযোগ শিল্পী পল্লব কীর্ত্তনীয়ার!
লগ্নজিতার পাশে দাঁড়ানোয় হঠাৎ অনুষ্ঠান বাতিল? বিস্ফোরক অভিযোগ পল্লব কীর্ত্তনীয়ার!
  • আবারও শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ। এবার সরব হলেন সঙ্গীত শিল্পী পল্লব কীর্ত্তনীয়া। লগ্নজিতার হয়ে পাশে দাঁড়ানোয় তাঁর গানের অনুষ্ঠান বাতিল করে দেওয়ার অভিযোগ তুললেন শিল্পী পল্লব কীর্ত্তনীয়া। সমাজমাধ্যমে একটি পোস্ট করে এমন  দিকে অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, কার্ড ছাপানো হয়ে গেলেও রাজনৈতিক চাপেই বড়দিনে তাঁর অনুষ্ঠান বাতিল করেছেন উদ্যোক্তারা।

VIEW MORE
advertisement
advertisement