Kapil Sibal৷ Mamata Banerjee: ইউপিএ-র অস্তিত্ব নিয়েই প্রশ্ন মমতার, সন্ধির বার্তা দিলেন কংগ্রেসের কপিল সিবল

Last Updated:

বুধবারই মুম্বইতে বিজেপি-র পরিবর্তে দেশে শক্তিশালী বিকল্পের পক্ষে সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ (Kapil Sibal৷ Mamata Banerjee)

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কপিল সিবল৷ Photo-PTI
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কপিল সিবল৷ Photo-PTI
#দিল্লি: বুধবারই মুম্বইতে ইউপিএ-এর (Mamata Banerjee on UPA) অস্তিত্ব অস্বীকার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দাবি ছিল, ইউপিএ-র এখন আর অস্তিত্ব নেই৷ এই মন্তব্যের মাধ্যমে আসলে সেই কংগ্রেসকেই উপেক্ষার বার্তা দিয়েছিলেন তৃণমূলনেত্রী৷
মমতার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাৎপর্যপূর্ণ ট্যুইট করলেন কংগ্রেসের প্রবীণ নেতা কপিল সিবল(Kapil Sibal)৷ ট্যুইটারে তাঁর দাবি, 'কংগ্রেসকে বাদ দিয়ে ইউপিএ আসলে আত্মা বিহীন শরীরের মতো৷ এখন বিরোধী ঐক্য দেখানোর সময়৷'
advertisement
বুধবারই মুম্বইতে বিজেপি-র পরিবর্তে দেশে শক্তিশালী বিকল্পের পক্ষে সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কংগ্রেসকে খোঁচা দিয়ে তিনি বলেন, 'এমন শক্তির প্রয়োজন যাঁরা লড়াইয়ের ময়দানে নেমে দেশের ফ্যাসিস্ট শক্তিক মোকাবিলা করবে৷'
advertisement
এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে সাক্ষাতের পর মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, 'কীসের ইউপিএ? ইউপিএ-র আর কোনও অস্তিত্ব নেই৷ কীভাবে নতুন বিকল্প তৈরি করা যায়, আমরা বসে তা নিয়ে আলোচনা করব৷' মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই মন্তব্য করছেন, তখনও তাঁর পাশে দাঁড়িয়ে ছিলেন এনসিপি প্রধান৷ বুধবার মমতা এবং পাওয়ারের মধ্যে প্রায় এক ঘণ্টা দশ মিনিট বৈঠক হয়৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বৈঠকে উপস্থিত ছিলেন৷
advertisement
কংগ্রেসকে নিশানা করে তৃণমূলনেত্রী বলেন, 'আমরা অবশ্যই ঐক্যবদ্ধ বিরোধী শক্তির পক্ষে৷ কিন্তু যে দল মাঠে নেমে লড়াই করতে ইচ্ছুক নয়, তাদের নিয়ে সেটা হয় না৷'
সনিয়া- রাহুল গান্ধিদের খোঁচা দিয়ে মমতা আরও বলেন, 'বছরের অর্ধেকটা সময়ই যদি আপনি বিদেশে থাকেন, তাহলে দেশে রাজনীতি করবেন কখন? ধারাবাহিক ভাবে রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যেতে হয়৷'
advertisement
গত কয়েকমাসে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে তিক্ততা ক্রমশ বেড়েছে৷ বিশেষত বিভিন্ন রাজ্যে কংগ্রেস ছেড়ে একের পর এক তৃণমূলে যোগ দেওয়ায় দু' দলের সম্পর্কে ফাটল আরও চওড়া হয়েছে৷ কংগ্রেস অভিযোগ করেছে, তৃণমূলকে বিশ্বাস করা যায় না৷ আর তৃণমূলের অভিযোগ, কংগ্রেস আসলে বিজেপি-র বিরুদ্ধে লড়তে আগ্রহীই নয়৷
বাংলা খবর/ খবর/দেশ/
Kapil Sibal৷ Mamata Banerjee: ইউপিএ-র অস্তিত্ব নিয়েই প্রশ্ন মমতার, সন্ধির বার্তা দিলেন কংগ্রেসের কপিল সিবল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement