Kapil Sibal৷ Mamata Banerjee: ইউপিএ-র অস্তিত্ব নিয়েই প্রশ্ন মমতার, সন্ধির বার্তা দিলেন কংগ্রেসের কপিল সিবল

Last Updated:

বুধবারই মুম্বইতে বিজেপি-র পরিবর্তে দেশে শক্তিশালী বিকল্পের পক্ষে সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ (Kapil Sibal৷ Mamata Banerjee)

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কপিল সিবল৷ Photo-PTI
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কপিল সিবল৷ Photo-PTI
#দিল্লি: বুধবারই মুম্বইতে ইউপিএ-এর (Mamata Banerjee on UPA) অস্তিত্ব অস্বীকার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দাবি ছিল, ইউপিএ-র এখন আর অস্তিত্ব নেই৷ এই মন্তব্যের মাধ্যমে আসলে সেই কংগ্রেসকেই উপেক্ষার বার্তা দিয়েছিলেন তৃণমূলনেত্রী৷
মমতার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাৎপর্যপূর্ণ ট্যুইট করলেন কংগ্রেসের প্রবীণ নেতা কপিল সিবল(Kapil Sibal)৷ ট্যুইটারে তাঁর দাবি, 'কংগ্রেসকে বাদ দিয়ে ইউপিএ আসলে আত্মা বিহীন শরীরের মতো৷ এখন বিরোধী ঐক্য দেখানোর সময়৷'
advertisement
বুধবারই মুম্বইতে বিজেপি-র পরিবর্তে দেশে শক্তিশালী বিকল্পের পক্ষে সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কংগ্রেসকে খোঁচা দিয়ে তিনি বলেন, 'এমন শক্তির প্রয়োজন যাঁরা লড়াইয়ের ময়দানে নেমে দেশের ফ্যাসিস্ট শক্তিক মোকাবিলা করবে৷'
advertisement
এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে সাক্ষাতের পর মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, 'কীসের ইউপিএ? ইউপিএ-র আর কোনও অস্তিত্ব নেই৷ কীভাবে নতুন বিকল্প তৈরি করা যায়, আমরা বসে তা নিয়ে আলোচনা করব৷' মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই মন্তব্য করছেন, তখনও তাঁর পাশে দাঁড়িয়ে ছিলেন এনসিপি প্রধান৷ বুধবার মমতা এবং পাওয়ারের মধ্যে প্রায় এক ঘণ্টা দশ মিনিট বৈঠক হয়৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বৈঠকে উপস্থিত ছিলেন৷
advertisement
কংগ্রেসকে নিশানা করে তৃণমূলনেত্রী বলেন, 'আমরা অবশ্যই ঐক্যবদ্ধ বিরোধী শক্তির পক্ষে৷ কিন্তু যে দল মাঠে নেমে লড়াই করতে ইচ্ছুক নয়, তাদের নিয়ে সেটা হয় না৷'
সনিয়া- রাহুল গান্ধিদের খোঁচা দিয়ে মমতা আরও বলেন, 'বছরের অর্ধেকটা সময়ই যদি আপনি বিদেশে থাকেন, তাহলে দেশে রাজনীতি করবেন কখন? ধারাবাহিক ভাবে রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যেতে হয়৷'
advertisement
গত কয়েকমাসে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে তিক্ততা ক্রমশ বেড়েছে৷ বিশেষত বিভিন্ন রাজ্যে কংগ্রেস ছেড়ে একের পর এক তৃণমূলে যোগ দেওয়ায় দু' দলের সম্পর্কে ফাটল আরও চওড়া হয়েছে৷ কংগ্রেস অভিযোগ করেছে, তৃণমূলকে বিশ্বাস করা যায় না৷ আর তৃণমূলের অভিযোগ, কংগ্রেস আসলে বিজেপি-র বিরুদ্ধে লড়তে আগ্রহীই নয়৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kapil Sibal৷ Mamata Banerjee: ইউপিএ-র অস্তিত্ব নিয়েই প্রশ্ন মমতার, সন্ধির বার্তা দিলেন কংগ্রেসের কপিল সিবল
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement