কানপুর ট্রেন নাশকতার মাস্টারমাইন্ড ISI এজেন্ট শামসুল গ্রেফতার

Last Updated:

কানপুর ট্রেন নাশকতায় ধৃত মূল অভিযুক্ত ৷ ISI এজেন্ট শামসুল হুডাকে মঙ্গলবার গ্রেফতার করেছে নেপাল পুলিশ ৷

#কাঠমান্ডু: কানপুর ট্রেন নাশকতায় ধৃত মূল অভিযুক্ত ৷  ISI এজেন্ট শামসুল হুডাকে মঙ্গলবার গ্রেফতার করেছে নেপাল পুলিশ ৷ কানপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা যাতে ১৫০ জনের মৃত্যু হয়েছিল তার মাস্টারমাইন্ড ছিল হুডা ৷
নেপাল পুলিশের একটি স্পেশ্যাল টিম শামসুল হুডা-সহ তিনজনকে গ্রেফতার করেছে ৷ বাকি তিনজনের নাম ব্রিজ কিশোর গিরি, আশিষ সিং, উমেশ কুমার কুর্মী ৷ প্রত্যেকেই দক্ষিণ নেপালের কালাইয়া জেলার বাসিন্দা ৷
কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দর থেকে তাদের গ্রেফতার করেছে ইনটেলিজেন্স ব্যুরো ৷ ইন্টারপোলের সাহায্যে তাদের দুবাই থেকে নেপালে নিয়ে আসা হয় ৷ কানপুর ট্রেন দুর্ঘটনার পাশাপাশি বরা জেলার ডাবল খুনেরও মাস্টারমাইন্ড ছিলেন হুডা ৷ জেলা আদালতে তার নামে ইতিমধ্যেই একটা মামলা দায়ের করা হয়েছে ৷
advertisement
advertisement
গত ২০ নভেম্বর কানপুরের পুখরায়নে দুর্ঘটনায় পড়ে ইন্দোর–পাটনা এক্সপ্রেস ৷ মৃত্যু হয় ১৫০ জন নিরীহ মানুষের ৷ সম্প্রতি বিহার পুলিশের হাতে ধৃত তিন আইএস সন্দেহভাজন ৷ প্রেশার কুকারে বিস্ফোরক ভরে উড়িয়ে দেওয়া হয় ট্রেনের ট্র্যাক ৷ এমনই তথ্য জানা গিয়েছে ৷
উত্তরপ্রদেশ ATS সূত্রে খবর, জেরায় ধৃতরা জানিয়েছে আইএস-এর নির্দেশেই ভারতীয় রেলকে টার্গেট করেছিল তারা ৷ রেলওয়ে ট্র্যাকে নাশকতা ঘটিয়ে কিভাবে ট্রেন দুর্গটনা ঘটানো যাবে তাঁর পুরো প্রশিক্ষণ দেওয়ার পর মোতিলালদের নির্দিষ্ট দিনে কানপুর স্টেশনে পাঠানো হয় ৷
advertisement
পূর্ব নির্দেশ ও জায়গা মতোই তারা প্রেশার কুকারে বিস্ফোরক ভরে কানপুর থেকে ১০০ কিমি দূরে নির্দিষ্ট জায়গায় ট্রেন ট্র্যাকে রেখে দেয় ৷ বিস্ফোরণে উড়ে যায় রেলওয়ে লাইন ৷ ফলে ওই ট্র্যাক ধরে ইন্দোর–পাটনা এক্সপ্রেস আসায় প্রবল দুর্ঘটনা ঘটে ৷ লাইনচ্যুত হয় ওই ট্রেনের ১৪টি বগি ৷ এই পুরো অপরাশেনের জন্য দুবাই থেকে তাদের ২৫ লক্ষ টাকা পাঠিয়েছিল ISI এজেন্ট শামসুল হুডি নামে এক ব্যক্তি। শামসুলের খোঁজে নামে তদন্তকারীরা ৷
বাংলা খবর/ খবর/দেশ/
কানপুর ট্রেন নাশকতার মাস্টারমাইন্ড ISI এজেন্ট শামসুল গ্রেফতার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement