গাড়ি বা বাইকে আগুন লেগে যাওয়ার খবর প্রায়শই চোখে পড়ে। তবে এক্ষেত্রে আগুন লাগার কারণ বেশিরভাগ সময়ই হয়ে থাকে শর্ট সার্কিট। কিন্তু কানপুরে ঘটছে এক অদ্ভুত ঘটনা। যেখানে এক মাদকাসক্ত ব্যক্তি নিজেই নিজের বাইকে আগুন ধরিয়ে দেয়। কারণ জানলে অবাক হবেন।
অভিযোগ ওই ব্যক্তি নেশার ঘোরে বাইকের চাবি হারিয়ে ফেলেন। কোথায় রেখেছেন চাবি তা মনেও করতে পারেন না। চাবি হারিয়ে যাওয়ায় নিজের ওপর রেগে গিয়ে নিজের বাইকেই আগুন ধরিয়ে সেখান থেকে নিখোঁজ হয়ে যায়। হঠাত করে বাইক জ্বলতে দেখে অবাক হয়ে যায় এলাকাবাসি। আগুনের জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এই অবস্থায় তাড়াতাড়ি স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: ছেলের বিয়েতে কবি সম্মেলন! কিন্তু কেন? কারণ জানলে অবাক হবেন
সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই মদ্যপ ব্যক্তিদের নানা কান্ডকারখানার ভিডিও দেখা যায়। কিন্তু কানপুরের এই ব্যক্তি যা করেছে তা দেখে সবাই অবাক। কারণ এমনটা কাউকে করতে দেখা যায়নি। ঘটনাটি কানপুর মেট্রোপলিসের ক্যান্ট থানা এলাকায় ঘটেছে, সঞ্জয় নগর কালওয়া সেতুর কাছে।
আরও পড়ুন: প্রেমে ছ্যাঁকা খাওয়ার যন্ত্রণা কাটাতে এক দারুন কাণ্ড ঘটালেন যুবক! যা শুনলে চোখ উঠবে কপালে
এলাকার লোকজন আগুন লাগার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। এরপর ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের মধ্যেই কেউ একজন ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে। এরপরই তা ভাইরাল হতে থাকে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্চনা সিং জানান যে পুলিশ সোশ্যাল মিডিয়া এবং স্থানীয় লোকজনের কাছ থেকে তথ্য পেয়েছে। পরে ফায়ার ব্রিগেডের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছে। তদন্তের উপর ভিত্তি করে ব্যবস্থা নেওয়া হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।