বিহারের বেগুসরাই কেন্দ্র থেকে সিপিআই প্রার্থী হিসেবে নির্বাচিত কানাহাইয়া কুমার
Last Updated:
#নয়াদিল্লি: মহাজোটের সমর্থন পেলেন না ৷ বিহারের বেগুসরাই লোকসভা কেন্দ্র থেকে একাই লড়বেন সিপিআই প্রার্থী কানাহাইয়া কুমার ৷
এই কেন্দ্রেই বিজেপির হেভিওয়েট প্রার্থী তথা বিজেপি নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজের মুখোমুখি হতে চলেছেন কানাহাইয়া কুমার ৷
প্রসঙ্গত, বিহারে লোকসভা আসন ৪০টি ৷ এরমধ্যে ১৯টি আসনে লড়বে আরজেডি, ৯টি আসনে লড়বে কংগ্রেস ৷ বাকি ১২টি আসন শরিকদের জন্য ছাড়া হয়েছে ৷ এই মহাজোটে রয়েছে শুধুমাত্র সিপিআইএমএল ৷ আরজেডি এবং কংগ্রেস সমঝোতায় পৌঁছলেও মহাজোটের সমর্থন পায়নি সিপিআই ৷
advertisement
advertisement
রবিবার বিহারের বেগুসরাই কেন্দ্র থেকে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি কানাহাইয়া কুমারের নাম ঘোষণা করল বামফ্রন্ট ৷
Location :
First Published :
March 24, 2019 5:06 PM IST