হোম /খবর /দেশ /
বলিউডের ক্যুইন কঙ্গনা রানাওয়াতের নতুন যাত্রা শুরু, রহস্যের উন্মোচন করলেন বোন

বলিউডের ক্যুইন কঙ্গনা রানাওয়াতের নতুন যাত্রা শুরু, রহস্যের উন্মোচন করলেন বোন রঙ্গোলি

কঙ্গনা রানাওয়াতের প্রোডাকশন হাউস ৷

কঙ্গনা রানাওয়াতের প্রোডাকশন হাউস ৷

১০ বছর আগেই আজকের দিনের স্বপ্ন দেখেছিলেন তিনি

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: কঙ্গনা রানাওয়াতের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের শুরু হয়েছে ৷ বুধবার নিজের প্রোডাকশন হাউস মণিকর্ণিকা ফিল্মসের শুভযাত্রা শুরু হয়েছে ৷ তিনতলা বিল্ডিং-এ প্রোডাকশন হাউস শুরু করেছেন ৷ দেখা গিয়েছে তিনি ভাইকে নিয়ে পুজো করে প্রোডাকশন হাউসের কাজ শুরু করা হবে ৷ তাঁর প্রোডাশন হাউসের সমস্ত ছবি শেয়ার করেছেন বোন রঙ্গোলি চান্দেল ৷

বোনের প্রশংসা করেছেন বলেছেন কোনও অ্যাওয়ার্ড ফাংশান বা কোনও বিয়ে বাড়িতে কখনও নাচেননি ৷ তিনি অন্য এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন ফিল্ম ইন্ডাসট্রিতে মাফিয়ারাজ শুরু হয়ে গিয়েছে শিল্পীদের থেকে মাফিয়াদের সম্পত্তি দিনে দিনে বাড়ছে ৷ কঙ্গনার নতুন প্রোডাকশন হাউস পালি হিল এলাকায় ৷ এই প্রোডাকশন হাউজের প্রজেক্টে কাজ করবেন ভাই অক্ষিত আইনি ও টাকা বিষয় সংক্রান্ত ব্যাপারগুলি দেখবেন ৷

ছবিগুলি শেয়ার করে রঙ্গোলি চান্দেল লিখেছেন মুম্বইয়ের প্রাইম লোকেশনে প্রোডাকশন হাউসের স্বপ্ন ১০ বছর আগে কঙ্গনা দেখেছিলেন ৷ সৎ পথে থেকে দায়িত্ব নিয়ে কাজ করলে সব কিছুই পাওয়া সম্ভব হয় ৷ স্টুডিওর একটি ফ্লোরের ভিডিও শেয়ার করেছেন ৷ কঙ্গনার নতুন প্রোডাকশন হাউস মণিকর্ণিকা দ্য কুইন অফ ঝাঁসি দিয়ে শুভযাত্রা শুরু করবেন ৷ নির্দেশক অশ্বিনী আইয়ার তিওয়ারির ছবি পঙ্গাতে দেখতে পাওয়া যাবে ৷

Published by:Arjun Neogi
First published:

Tags: Bollywood, Kangana Ranaut, Manikarnika, Panga, Rangoli Chandel