#মুম্বই: কঙ্গনা রানাওয়াতের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের শুরু হয়েছে ৷ বুধবার নিজের প্রোডাকশন হাউস মণিকর্ণিকা ফিল্মসের শুভযাত্রা শুরু হয়েছে ৷ তিনতলা বিল্ডিং-এ প্রোডাকশন হাউস শুরু করেছেন ৷ দেখা গিয়েছে তিনি ভাইকে নিয়ে পুজো করে প্রোডাকশন হাউসের কাজ শুরু করা হবে ৷ তাঁর প্রোডাশন হাউসের সমস্ত ছবি শেয়ার করেছেন বোন রঙ্গোলি চান্দেল ৷
Today we inaugurated Kangana’s studio, Manikarnika films Kangana will work as a producer and director and Aksht will look after legal and finance departments he studied film production in New York film academy pic.twitter.com/HS1XRtMrHM
— Rangoli Chandel (@Rangoli_A) January 15, 2020
This is Kangana’s studio in Pali Hill prime location in Mumbai, she saw this dream 10 years ago and today we also saw it, if people can achieve everything with honesty and truth why do people do choti moti bundlebaazi and act so dishonest.. pic.twitter.com/GnVMyHtx98 — Rangoli Chandel (@Rangoli_A) January 15, 2020
ছবিগুলি শেয়ার করে রঙ্গোলি চান্দেল লিখেছেন মুম্বইয়ের প্রাইম লোকেশনে প্রোডাকশন হাউসের স্বপ্ন ১০ বছর আগে কঙ্গনা দেখেছিলেন ৷ সৎ পথে থেকে দায়িত্ব নিয়ে কাজ করলে সব কিছুই পাওয়া সম্ভব হয় ৷ স্টুডিওর একটি ফ্লোরের ভিডিও শেয়ার করেছেন ৷ কঙ্গনার নতুন প্রোডাকশন হাউস মণিকর্ণিকা দ্য কুইন অফ ঝাঁসি দিয়ে শুভযাত্রা শুরু করবেন ৷ নির্দেশক অশ্বিনী আইয়ার তিওয়ারির ছবি পঙ্গাতে দেখতে পাওয়া যাবে ৷
Kangana hs nevr ever let anyone tell her wt to do she nevr danced in weddings or awards nevr she did chindi brands also she slaps movie mafia on their faces everyday still she acquired maximum properties any actress evr did this is Tevar (pls dont count their husbands properties)
— Rangoli Chandel (@Rangoli_A) January 15, 2020
There are three floors, only this one I am secretly posting, rest pls see in Elle Decor April May 2020 issue ..... thanks to Kangana who dared to dream and thanks to Shabnam Gupta who designed her dream
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Kangana Ranaut, Manikarnika, Panga, Rangoli Chandel