Kameshwar Chaupal: রামমন্দির নির্মাণে প্রথম ইট স্থাপন করেছিলেন, প্রয়াত কামেশ্বর চৌপাল! শোকপ্রকাশ অমিত শাহের
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Kameshwar Chaupal: ১৯৮৯ সালে তিনি রাম জন্মভূমিতে রাম মন্দির নির্মাণের জন্য প্রথম ইট স্থাপন করেছিলেন। তিনি বিহারের প্রাক্তন এমএলসি ছিলেন।
অযোধ্যা: অযোধ্যা রাম মন্দিরের ট্রাস্টি কামেশ্বর চৌপাল প্রয়াত। দীর্ঘদিন কিডনি সমস্যায় ভুগছিলেন তিনি। অবশেষে ৬৮ বছর বয়সে প্রয়াত হলেন তিনি। রিপোর্ট অনুযায়ী, চৌপাল দিল্লির গঙ্গারাম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কামেশ্বর চৌপালকে ‘প্রথম কারসেবক’ হিসেবে গণ্য করা হত। ১৯৮৯ সালে তিনি রাম জন্মভূমিতে রাম মন্দির নির্মাণের জন্য প্রথম ইট স্থাপন করেছিলেন। তিনি বিহারের প্রাক্তন এমএলসি ছিলেন।
advertisement
জানা গিয়েছে, চৌপালের মেয়ে তাঁকে আগে একটি কিডনি দান করেছিলেন। কিন্তু প্রতিস্থাপন ফলপ্রসূ হয়নি। শেষ পর্যন্ত তিনি শুক্রবার সকালে মারা যান।
advertisement
১৯৫৬ সালের ২৪ এপ্রিল কামেশ্বর চৌপাল বিহারের সুপৌল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি একজন বিশিষ্ট সমাজকর্মী ছিলেন এবং তিনি বিশ্ব হিন্দু পরিষদ, বনবাসী কল্যাণ কেন্দ্র, আরএসএস এবং এবিভিপি সহ বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন।
কামেশ্বর চৌপালের মৃত্যুতে নিজের এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, ”শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের স্থায়ী সদস্য এবং বিজেপির সিনিয়র নেতা কামেশ্বর চৌপাল জি’র প্রয়াণ অত্যন্ত দুঃখজনক। শ্রীরাম জন্মভূমি আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। সামাজিক কাজ ও বঞ্চিতদের কল্যাণের জন্য বিশেষ কাজ করেছিলেন কামেশ্বর চৌপাল। প্রভু শ্রীরাম তাঁর আত্মাকে শ্রীচরণে স্থান দিন এবং তাঁর শোকগ্রস্ত পরিজনদের মানসিক শক্তি প্রদান করুন।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 07, 2025 1:26 PM IST