করোনার প্রকোপে প্রথমবার বন্ধ হয়ে গেল কামাক্ষ্যার ৪০০ বছরের পুরনো অম্বুবাচী মেলা

Last Updated:

৫১ পীঠের একটি শক্তি পীঠ হল নীলাচল পর্বতে অবস্থিত এই কামাক্ষ্যা মন্দির । কথিত আছে এখানে সতীর যোনি পড়েছিল । প্রতি বছর এই সময় ৪ দিনের জন্য বন্ধ থাকে মা কামাক্ষ্যার পুজো । বলা হয় এই সময় বার্ষিক ঋতুদর্শন হয় দেবী মায়ের ।

#অসম: করোনা প্রকোপ বেড়েই চলেছে দিনের পর দিন । দেশে সংক্রমণের মাত্রা ভয়াবহ । গোটা বিশ্বের নিরিখে সপ্তম স্থানে উঠে এসেছে ভারত । দেশ জুড়ে চলছে পঞ্চম পর্যায়ের লকডাউন । তাতেও সুরাহা হচ্ছে না । যদিও জুন মাস থেকেই লকডাউন খানিকটা শিথিল করা হয়েছে দেশ জুড়েই । এমনকী, ৮ জুন থেকে সব নিয়মাবলী মেনেই সমস্ত ধর্মীয় স্থান খোলার কথাও বলেছে কেন্দ্রীয় সরকার । তবু বেশিরভাগ ধর্মীয় স্থানই ৮ জুনের পরেও ভক্ত প্রবেশে ছাড় দিতে রাজি নয় । বন্ধ হয়েছে ৬২৪ বছরের পুরনো মাহেশের রথযাত্রা ৷ ১৪৪ ধারার মধ্যেই পালিত হবে জগন্নাথের স্নানযাত্রা । কোপ পড়ছে ৪০০ বছরের পুরনো কামাক্ষ্যার অম্বুবাচী মেলাতেও ।
এ বছর হবে না সতীপীঠ কামাক্ষ্যার প্রাচীন অম্বুবাচী মেলা । ১৭ শতাব্দী থেকে চলে আসা এই মেলার ইতিহাসে এই প্রথমবার এমন ঘটনা ঘটল। চলতি মাসের ২২ থেকে ২৬ তারিখ অম্বুবাচী মেলা হওয়ার কথা ছিল। কেন্দ্রীয় সরকার ধর্মীয় স্থান খোলার কথা বললেও সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলেছে । কিন্তু এই মেলায় যে পরিমাণ ভক্ত সমাগম হয় তাতে সেই নির্দেশিকা পালন প্রায় অসম্ভব বলেই মনে করছে মন্দির কর্তৃপক্ষ । তাই ৩০ জুন পর্যন্ত মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ । তবে প্রথা মেনে সমস্ত রীতি ও আচার পালন করা হবে ।
advertisement
advertisement
৫১ পীঠের একটি শক্তি পীঠ হল নীলাচল পর্বতে অবস্থিত এই কামাক্ষ্যা মন্দির । কথিত আছে এখানে সতীর যোনি পড়েছিল । প্রতি বছর এই সময় ৪ দিনের জন্য বন্ধ থাকে মা কামাক্ষ্যার পুজো । বলা হয় এই সময় বার্ষিক ঋতুদর্শন হয় দেবী মায়ের । পঞ্চম দিনে ফের মন্দির খোলা হয় । এই সময় মায়ের আশীর্বাদ নিতে প্রতি বছর প্রায় ২৫ লাখ ভক্ত আসেন কামাক্ষ্যায়। সেই উপলক্ষ্যে বিশাল মেলা বসে । কিন্তু এ বছর বন্ধ হয়ে গেল সেই মেলাই ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
করোনার প্রকোপে প্রথমবার বন্ধ হয়ে গেল কামাক্ষ্যার ৪০০ বছরের পুরনো অম্বুবাচী মেলা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement