Best Train Journey: ১২০ বছরের পুরনো শতাধিক টানেল ও ৮০০ সেতুতে সাজানো এই সফর ভারতের সেরা রেলযাত্রা! যাবেন নাকি এই ট্রেনে!

Last Updated:

Best Train Journey: ব্রিটিশ শাসনে তৈরি এই রেলপথ পর্যটকদের আগ্রহ ও আকর্ষণের শীর্ষে। প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মিলে মিশে গিয়েছে ঔপনেবেশিক ইতিহাস ও ঐতিহ্য

সোলহেইমের মতে, ভারতে এটাই সেরা রেলযাত্রা
সোলহেইমের মতে, ভারতে এটাই সেরা রেলযাত্রা
কালকা : নরওয়ের প্রাক্তন কূটনীতিক এরিক সোলহেইম তাঁর ভারতপ্রেমের জন্য অনেক বারই শিরোনামে এসেছেন এর আগে। আবার তিনি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন ভারতের প্রতি তাঁর ভালবাসার কথা। এ বার তিনি শেয়ার করেছেন কালকা-সিমলা টয়ট্রেনের কথা। শেয়ার করেছেন একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে সবুজ প্রান্তর ভেদ করে গথিক স্থাপত্যের আর্চে সাজানো সেতু পেরিয়ে এগিয়ে যাচ্ছে ট্রেন। সোলহেইমের মতে, ভারতে এটাই সেরা রেলযাত্রা।
ব্রিটিশ শাসনে তৈরি এই রেলপথ পর্যটকদের আগ্রহ ও আকর্ষণের শীর্ষে। প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মিলে মিশে গিয়েছে ঔপনেবেশিক ইতিহাস ও ঐতিহ্য। ধীর গতির জন্য অনেকেই এই রেলযাত্রা এড়িয়ে যান। কিন্তু এক বার এই পথের যাত্রী হলে অভিজ্ঞতার ভাণ্ডার সমৃদ্ধ হবেই।
advertisement
advertisement
হিমালয়ের কোলে ১০০-র বেশি টানেল বা সুড়ঙ্গপথ এবং ৮০০ সেতুতে সাজানো এই সফরপথ। ১৯০৩ সালে তৈরি ৬০ মাইল দূরত্ব পাড়ি দেওয়া এই রেলপথ ইতিমধ্যেই ইউনেস্কোর হেরিটেজ সাইট তালিকায় উজ্জ্বল। এই সফরের শরিক হলে নৈসর্গিক সৌন্দর্যে মুগ্ধতা অনিবার্য।
হিমালয়কে উপভোগ করতে এই যাত্রা অতুলনীয়। এরিক সোলহেইম-এর পোস্টের পর অনেক নেটিজেনই এই রেলপথের সফর ঘিরে তাঁদের মুগ্ধতা ও অভিজ্ঞতার কথা শেয়ার করেন।
বাংলা খবর/ খবর/দেশ/
Best Train Journey: ১২০ বছরের পুরনো শতাধিক টানেল ও ৮০০ সেতুতে সাজানো এই সফর ভারতের সেরা রেলযাত্রা! যাবেন নাকি এই ট্রেনে!
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement