Best Train Journey: ১২০ বছরের পুরনো শতাধিক টানেল ও ৮০০ সেতুতে সাজানো এই সফর ভারতের সেরা রেলযাত্রা! যাবেন নাকি এই ট্রেনে!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Best Train Journey: ব্রিটিশ শাসনে তৈরি এই রেলপথ পর্যটকদের আগ্রহ ও আকর্ষণের শীর্ষে। প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মিলে মিশে গিয়েছে ঔপনেবেশিক ইতিহাস ও ঐতিহ্য
কালকা : নরওয়ের প্রাক্তন কূটনীতিক এরিক সোলহেইম তাঁর ভারতপ্রেমের জন্য অনেক বারই শিরোনামে এসেছেন এর আগে। আবার তিনি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন ভারতের প্রতি তাঁর ভালবাসার কথা। এ বার তিনি শেয়ার করেছেন কালকা-সিমলা টয়ট্রেনের কথা। শেয়ার করেছেন একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে সবুজ প্রান্তর ভেদ করে গথিক স্থাপত্যের আর্চে সাজানো সেতু পেরিয়ে এগিয়ে যাচ্ছে ট্রেন। সোলহেইমের মতে, ভারতে এটাই সেরা রেলযাত্রা।
ব্রিটিশ শাসনে তৈরি এই রেলপথ পর্যটকদের আগ্রহ ও আকর্ষণের শীর্ষে। প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মিলে মিশে গিয়েছে ঔপনেবেশিক ইতিহাস ও ঐতিহ্য। ধীর গতির জন্য অনেকেই এই রেলযাত্রা এড়িয়ে যান। কিন্তু এক বার এই পথের যাত্রী হলে অভিজ্ঞতার ভাণ্ডার সমৃদ্ধ হবেই।
advertisement
One of the most beautiful train journey in India 🇮🇳!
Kalka-Shimla railway @GoHimachal_
— Erik Solheim (@ErikSolheim) May 10, 2023
advertisement
হিমালয়ের কোলে ১০০-র বেশি টানেল বা সুড়ঙ্গপথ এবং ৮০০ সেতুতে সাজানো এই সফরপথ। ১৯০৩ সালে তৈরি ৬০ মাইল দূরত্ব পাড়ি দেওয়া এই রেলপথ ইতিমধ্যেই ইউনেস্কোর হেরিটেজ সাইট তালিকায় উজ্জ্বল। এই সফরের শরিক হলে নৈসর্গিক সৌন্দর্যে মুগ্ধতা অনিবার্য।
হিমালয়কে উপভোগ করতে এই যাত্রা অতুলনীয়। এরিক সোলহেইম-এর পোস্টের পর অনেক নেটিজেনই এই রেলপথের সফর ঘিরে তাঁদের মুগ্ধতা ও অভিজ্ঞতার কথা শেয়ার করেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 16, 2023 3:05 PM IST