Kailash Vijayvargiya: 'বয়ফ্রেন্ড বদলানো মেয়েদের মতো', বিহারের মুখ্যমন্ত্রী নিয়ে কৈলাশ বিজয়বর্গীয়র মন্তব্যে ঝড়
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Kailash Vijayvargiya: ২৫ দিন পর আমেরিকা সফর শেষে আজ দেশে ফিরেই বিস্ফোরক বিজেপি নেতা এবং জাতীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়।
#নয়াদিল্লি: ২৫ দিন পর আমেরিকা সফর শেষে আজ দেশে ফিরেই বিস্ফোরক বিজেপি নেতা এবং জাতীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়। তিনি বিমানবন্দর থেকে সরাসরি পিত্রু পর্বতে পৌঁছন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিহার সরকার নিয়ে তুমুল কটাক্ষ করেন তিনি। বলেন, "বিহারে ক্ষমতার পালাবদলের সময় আমি আমেরিকায় ছিলাম। সেখানে একজন পরিচিত আমাকে বলেছিল, আমাদের বাইরের দেশে মেয়েরা যেমন বয়ফ্রেন্ড বদল করে, বিহারের রাজনীতিও অনেকটা তাই।"
কৈলাশ বিজয়বর্গীয়র কথায়, "আমি যখন বিদেশ ভ্রমণ করছিলাম, তখন সেখানে একজন বলেছিলেন সেখানকার মহিলারা যে কোনও সময় তাদের বয়ফ্রেন্ড পরিবর্তন করেন। বিহারের মুখ্যমন্ত্রীও একই রকম, কখনই জানেন না যে তিনি কার হাত ধরবেন বা ছেড়ে দেবেন...,"
"When I was travelling abroad, someone there said that women there change their boyfriends at any time. Bihar CM is also similar, never know who's hand he may hold or leave...," says Kailash Vijayvargiya, BJP National General Secretary in Indore, MP pic.twitter.com/zKVAbg0e30
— ANI (@ANI) August 18, 2022
advertisement
advertisement
কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের ক্ষমতায় ফিরে আসার দাবি প্রসঙ্গে কৈলাশ বিজয়বর্গীয় বলেন, কমলনাথ জির বয়স ৭৫-এর উপরে, তাঁর কথাকে গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত নয়। তিনি বলেছিলেন যে স্বাধীনতার অমৃত নিয়ে বিদেশে প্রচুর উত্সাহ ছিল, ভারতীয়দের মধ্যে প্রচুর উত্সাহ ছিল না। কিন্তু বাস্তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বকে সর্বান্তকরণে দেশবাসী মেনে নেন।
advertisement
পশ্চিমবঙ্গের পর্যবেক্ষকের দায়িত্ব ফিরিয়ে নেওয়া বিষয়ে কৈলাশ বলেন, "মধ্যপ্রদেশে কোথা থেকে এল জানি না। আমি পশ্চিমবঙ্গের দায়িত্বে ছিলাম এবং এখনও আছি। পশ্চিমবঙ্গের দায়িত্ব থেকে আমি এখনও মুক্তি পাইনি।" উল্লেখ্য, কিছুদিন আগেই জানা যায় পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক পদ থেকে কৈলাস বিজয়বর্গীয়কে সরিয়ে দিয়েছে বিজেপি। কৈলাস বিজয়বর্গীয়কে সরিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির পর্যবেক্ষক করা হয়েছে সুনীল বনশলকে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফেই সুনীল বনশলের নাম ঘোষণা করা হয়।
advertisement
অন্যদিকে, মিউনিসিপ্যাল কর্পোরেশনে এমআইসির নাম ঘোষণার বিষয়ে প্রশ্ন করা হলে এদিন কৈলাশ বিজয়বর্গীয় বলেন, আমি ছোটখাটো বিষয়ে কিছু বলতে চাই না। আমরা আপনাকে বলি যে ইন্দোরের এমআইসি সংক্রান্ত সিদ্ধান্ত শীঘ্রই নেওয়া হতে চলেছে। বলা হচ্ছে, বিজয়বর্গীয় আসার পরেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছিল।
Location :
First Published :
August 18, 2022 8:58 PM IST