পরিযায়ী শিশুশ্রমিক থেকে ইঞ্জিনিয়ার! ‘সন্তানের’ ফেলোশিপে গর্বিত কৈলাস সত্যার্থী
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
রেস্তরাঁয় ফাইফরমাশ খাটার শিশুশ্রমিক থেকে ইঞ্জিনিয়ার ৷ শুভম রাঠৌরের স্বপ্নের উড়ানের কান্ডারি ছিলেন তিনি ৷ আবেগঘন সেই মুহূর্তকে ট্যুইটবন্দি করেছেন কৈলাস সত্যার্থী (Kailash Satyarthi )৷
দিল্লি : রেস্তরাঁয় ফাইফরমাশ খাটার শিশুশ্রমিক থেকে ইঞ্জিনিয়ার ৷ শুভম রাঠৌরের স্বপ্নের উড়ানের কান্ডারি ছিলেন তিনি ৷ আবেগঘন সেই মুহূর্তকে ট্যুইটবন্দি করেছেন কৈলাস সত্যার্থী (Kailash Satyarthi )৷ লিখেছেন, ‘‘আমার কাছে এটা খুব গর্ব ও আবেগের মুহূর্ত ৷ মধ্যপ্রদেশের একটি ছোট্ট ধাবা থেকে উদ্ধার করা হয়েছিল শুভমকে ৷ আজ সে মনোনীত হয়েছে অশোক বিশ্ববিদ্যালয়ের ইয়ং ইন্ডিয়া ফেলোশিপের জন্য৷’’
তরুণ তুর্কি শুভম এই মুহূর্তে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত পাওয়ারগ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়ায় ৷ তাঁর ‘সন্তান’ শুভমকে আশীর্বাদ করে নোবেলজয়ী লিখেছেন, ‘‘তুমি প্রকৃত অনুপ্রেরণা৷’’
A very proud & emotional moment for me. Shubham rescued from a small dhaba in MP & lived in @BalAshramJaipur is now selected for prestigious Young India Fellowship by @AshokaUniv. An electrical engineer, currently working in POWERGRID, my son you are a true inspiration. Blessings pic.twitter.com/EjAll3u6RS
— Kailash Satyarthi (@k_satyarthi) June 25, 2021
advertisement
advertisement
শুভমের পরিবার আদতে রাজস্থানের প্রতাপগড়ের ৷ তেরো বছর বয়সে পরিযায়ী হয়ে তাকে আসতে হয়েছিল মধ্যপ্রদেশের মান্দসৌরে ৷ পরিবারের আর্থিক হাল ধরতে কাজ শুরু করেছিলেন এক রেস্তরাঁয় ৷
অবশেষে ২০০৯ সালে মুক্তির আলো ৷ পৌঁছেছিল কৈলাস সত্যার্থীর ‘বচপন বঁচাও’ আন্দোলনের মাধ্যমে ৷ স্থানীয় পুলিশের সঙ্গে কিশোর শুভমকে উদ্ধার করেছিল কৈলাসের প্রয়াস ৷
advertisement
শুভমের পরের গন্তব্য জয়পুরের শিশুআশ্রম ৷ তিন মাস সেখানেই পড়াশোনার পর পা রাখেন স্থানীয় সরকারি স্কুলে ৷ ধুলোমুঠি করে বড় হওয়া শুভম সুযোগ হাতছাড়া করতে চাননি ৷ মনপ্রাণ এক করে পড়াশোনায় একের পর এক ধাপ পেরতে থাকেন ৷ অতীতকে মনে রেখেছিলেন বলেই হয়তো শান বাঁধানো হয়েছিল তাঁর লড়াই ৷ শিকড়ের টানেই কলেজজীবনে চলে যেতেন গ্রামে, নিখরচায় শিশুদের পড়াবেন বলে ৷
advertisement
ইঞ্জিনিয়ার হওয়ার পরও থামেনি তাঁর উড়ান ৷ সম্মাননীয় ফেলোশিপ পেয়ে আরও তীক্ষ্ণ করতে চান তাঁর দক্ষতা ৷ তরুণ প্রজন্মের কাছে শুভমের আর্জি যেন মনে করিয়ে দেয় বিদ্রোহী কবির লেখাকেই ৷ তাঁর মাতৃভূমি তথা এই বিশ্বকে শিশুদের কাছে বাসযোগ্য করে তোলার কাজে সামিল হোক নবীন প্রজন্ম ৷ বলছেন শুভম ৷
তাঁর মতো আরও অসংখ্য শুভমকে অন্ধকার থেকে আলোর দিশা দেখিয়েছেন কৈলাস সত্যার্থী৷ সেই আলোর পথযাত্রীদের কৃতিত্বেই উদ্ভাসিত নোবেল শান্তি পুরস্কারে ভূষিত এই সমাজসেবী ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 26, 2021 3:55 PM IST