পরিযায়ী শিশুশ্রমিক থেকে ইঞ্জিনিয়ার! ‘সন্তানের’ ফেলোশিপে গর্বিত কৈলাস সত্যার্থী

Last Updated:

রেস্তরাঁয় ফাইফরমাশ খাটার শিশুশ্রমিক থেকে ইঞ্জিনিয়ার ৷ শুভম রাঠৌরের স্বপ্নের উড়ানের কান্ডারি ছিলেন তিনি ৷ আবেগঘন সেই মুহূর্তকে ট্যুইটবন্দি করেছেন কৈলাস সত্যার্থী (Kailash Satyarthi )৷

দিল্লি : রেস্তরাঁয় ফাইফরমাশ খাটার শিশুশ্রমিক থেকে ইঞ্জিনিয়ার ৷ শুভম রাঠৌরের স্বপ্নের উড়ানের কান্ডারি ছিলেন তিনি ৷ আবেগঘন সেই মুহূর্তকে ট্যুইটবন্দি করেছেন কৈলাস সত্যার্থী (Kailash Satyarthi )৷ লিখেছেন, ‘‘আমার কাছে এটা খুব গর্ব ও আবেগের মুহূর্ত ৷  মধ্যপ্রদেশের একটি ছোট্ট ধাবা থেকে উদ্ধার করা হয়েছিল শুভমকে ৷ আজ সে মনোনীত হয়েছে অশোক বিশ্ববিদ্যালয়ের ইয়ং ইন্ডিয়া ফেলোশিপের জন্য৷’’
তরুণ তুর্কি শুভম এই মুহূর্তে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত পাওয়ারগ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়ায় ৷ তাঁর ‘সন্তান’ শুভমকে আশীর্বাদ করে নোবেলজয়ী লিখেছেন, ‘‘তুমি প্রকৃত অনুপ্রেরণা৷’’
advertisement
advertisement
শুভমের পরিবার আদতে রাজস্থানের প্রতাপগড়ের ৷ তেরো বছর বয়সে পরিযায়ী হয়ে তাকে আসতে হয়েছিল মধ্যপ্রদেশের মান্দসৌরে ৷ পরিবারের আর্থিক হাল ধরতে  কাজ শুরু করেছিলেন এক রেস্তরাঁয় ৷
অবশেষে ২০০৯ সালে মুক্তির আলো ৷ পৌঁছেছিল কৈলাস সত্যার্থীর ‘বচপন বঁচাও’ আন্দোলনের মাধ্যমে ৷ স্থানীয় পুলিশের সঙ্গে কিশোর শুভমকে উদ্ধার করেছিল কৈলাসের প্রয়াস ৷
advertisement
শুভমের পরের গন্তব্য জয়পুরের শিশুআশ্রম ৷ তিন মাস সেখানেই পড়াশোনার পর পা রাখেন স্থানীয় সরকারি স্কুলে ৷ ধুলোমুঠি করে বড় হওয়া শুভম সুযোগ হাতছাড়া করতে চাননি ৷ মনপ্রাণ এক করে পড়াশোনায় একের পর এক ধাপ পেরতে থাকেন ৷ অতীতকে মনে রেখেছিলেন বলেই হয়তো শান বাঁধানো হয়েছিল তাঁর লড়াই ৷ শিকড়ের টানেই কলেজজীবনে চলে যেতেন গ্রামে, নিখরচায় শিশুদের পড়াবেন বলে ৷
advertisement
ইঞ্জিনিয়ার হওয়ার পরও থামেনি তাঁর উড়ান ৷ সম্মাননীয় ফেলোশিপ পেয়ে আরও তীক্ষ্ণ করতে চান তাঁর দক্ষতা ৷ তরুণ প্রজন্মের কাছে শুভমের আর্জি যেন মনে করিয়ে দেয় বিদ্রোহী কবির লেখাকেই ৷ তাঁর মাতৃভূমি তথা এই বিশ্বকে শিশুদের কাছে বাসযোগ্য করে তোলার কাজে সামিল হোক নবীন প্রজন্ম ৷ বলছেন শুভম ৷
তাঁর মতো আরও অসংখ্য শুভমকে অন্ধকার থেকে আলোর দিশা দেখিয়েছেন কৈলাস সত্যার্থী৷ সেই আলোর পথযাত্রীদের কৃতিত্বেই উদ্ভাসিত নোবেল শান্তি পুরস্কারে ভূষিত এই সমাজসেবী ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পরিযায়ী শিশুশ্রমিক থেকে ইঞ্জিনিয়ার! ‘সন্তানের’ ফেলোশিপে গর্বিত কৈলাস সত্যার্থী
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement