৫০২টি পরিবারকে তাদের স্বপ্নের 2BHK বাড়ির চাবি তুলে দিলেন মুখ্যমন্ত্রী

Last Updated:

শুক্রবার তেলেঙ্গনার সিদ্দিপেট জেলার এরাভল্লি ও নারসামপেত এলাকার বহু মানুষের স্বপ্নপূরণ হল অবশেষে ৷ প্রায় ৫০৩ টি পরিবার এদিন তাদের নিজের ২BHK বাড়িতে প্রবেশ করলেন ৷

#হায়দরাবাদ: শুক্রবার তেলেঙ্গনার সিদ্দিপেট জেলার এরাভল্লি ও নারসামপেত এলাকার বহু মানুষের স্বপ্নপূরণ হল অবশেষে ৷ প্রায় ৫০৩ টি পরিবার এদিন তাদের নিজের ২BHK বাড়িতে প্রবেশ করলেন ৷ প্রায় ৬০০ টি বাড়ির অনুমোদন দেওয়া হয়েছিল এই দুটি গ্রামের জন্য ৷ এই দুটি গ্রামকে দত্তক নিয়েছিলেন তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ৷ এর মধ্যে ৫০৩টি বাড়ির নির্মাণ কাজ শেষ হয়ে গিয়েছে ৷ এই বাড়ির চাবি তুলে দেওয়া হয়েছে গরীব গ্রামবাসীদের হাতে ৷ বাকি বাড়িগুলির এখনও নির্মাণ কাজ চলছে ৷
শুক্রাবর মুখ্যমন্ত্রী সঙ্গে উপস্থিত ছিলেন তার মন্ত্রিসভার মন্ত্রীরা ও বাকি আধিকারিকরা ৷ তাদের সঙ্গে বাড়ির কাগজপত্র ও চাবি তুলে দেন গ্রামবাসীদের হাতে ৷ বাড়ির পাশাপাশি প্রত্যেক পরিবারকে একটি ষাঁড় ও কয়েকটি মুরগি দিয়েছেন তিনি যাতে তাদের নিয়মিত রোজগারে কোনও প্রভাব না পরে তাই জন্য ৷ দু’বছর আগে এই দুটি গ্রাম মুখ্যমন্ত্রী দত্তক নিয়েছিলেন তাদের উন্নতির জন্য ৷ এবার তাদের মডেল গ্রামে পরিণত করতে সফল হয়েছেন তিনি ৷
advertisement
এক গ্রামবাসী জানিয়েছেন, ‘আমাদের বিদুৎ ,খাবার জলের ব্যবস্থা ও ড্রিপ ইরিগেশনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে  ৷ আমাদের যে বাড়িটি দেওয়া হয়েছে তাতে দুটি বেডরুম, দুটি বাথরুম, একটি বড় হল, একটি রান্নাঘর ও একটি বড় বাগান রয়েছে ৷ আমাদের অত্যন্ত ভাগ্যবান যে এত সুবিধা আমরা পাচ্ছি ৷’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
৫০২টি পরিবারকে তাদের স্বপ্নের 2BHK বাড়ির চাবি তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement